price
discount price ৳21,490 6/128 GB
এক নজরে স্পেসিফিকেশন
Samsung Galaxy F22 এ থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড HD+ ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে থাকছে punch hole ডিজাইন । পিছনের ক্যামেরাটি কোয়াড 48+8+2+2 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 13 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 6000 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং ram হিসেবে থাকছে 6 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন 128 জিবি, 2.0 GHz অক্টা-কোর CPU । চিপসেট থাকছে Mediatek Helio G80 (12 nm) চিপসেট । আরো থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।
একনজরে ফোনটির ভালো কিছু দিক
ফোনটিতে পেয়ে যাবেন সুপার এমোলেড এর ডিসপ্লে সেই সাথে ৯০ গিগা হর্স রিফ্রেশ রেট তো থাকছেই । ফোনটার ক্যামেরা একেবারে গ্রেট ব্যক্তিগতভাবে এটি হান্ড্রেড পার্সেন্ট আপনারও পছন্দ হবেই আমি শিওর। মোবাইলটাতে ৬ জিবি রেম ব্যবহার করেছে যা দিয়ে কোন প্রকার ল্যাগের দেখা ছাড়াই গেমিং করতে পারবেন । তাছাড়া ফোনটাতে 6000 mah বিগ ব্যাটারি পেয়ে যাবেন । অনায়াসে সারাদিন গেমিং করলেও ব্যাকআপ ফুল ডে পেয়ে যাবেন । ফোনটিতে স্টাইলিশ ফিঙ্গার প্রিন্টিং ব্যবহার করা হয়েছে মানে আলাদা ভাবে এটার ডিজাইন করা হয়েছে । ফোনটা দিয়ে দিনে যে ছবিগুলো তুলেছে সেগুলো জাস্ট অস্থির ছিল, কালারটাকে একটু বুস্ট করে দেয় আর কোন প্রকার শার্ট শার্পনেস এর ঘাটতি নেই ।
কমতি দিক গুলো
কোন দিন গুলোর মধ্যে চোখে পড়েছে ফোনটাতে কোন প্রটেকশন ব্যবহার করা হয়নি তাছাড়া ডিসপ্লে সুপার এমোলেড হওয়া সত্ত্বেও ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করেনি, ফাস্ট চার্জার টা ২৫ ওয়াট হলে ভালো হতো কিন্তু মাত্র ১৫ ওয়াটের চার্জার ব্যবহার করেছে ।
Full Specifications
Colors
Denim Black, Denim Blue
Connectivity
dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct
Body
Style: Minimal Notch
Material: Glass front, plastic body
Dimensions: 160 x 74 x 9.4 millimeters
Weight: 203 grams
Display
Display Size: 6.4 inches
Resolution: HD+ 720 x 1600 pixels (274 ppi)
Technology: Super AMOLED with 90Hz refresh rate
Back Camera
Resolution: Quad 48+8+2+2 MegapixelFeaturesPDAF, 123º ultrawide, depth, macro, LED flash, f/1.8 & moreVideo RecordingFull HD (1080p)
Front Camera
Resolution: 13 MegapixelFeaturesF/2.2 aperture, 1/3.1″, 1.12µm & moreVideo RecordingFull HD (1080p)
BatteryType and Capacity
Type and CapacityLithium-polymer 6000 mAh (non-removable) with 15W Fast Charging
Performance, Ram & Processor
Operating System: Android 11 (One UI Core 3.1)
Chipset: Mediatek Helio G80 (12 nm)
RAM: 6 GB
Processor: Octa core, up to 2.0 GHz
Storage
ROM: 128 GB (eMMC 5.1) with Dedicated slot
Security
Side-mounted fingerprint
Face Unlock
Other Features
Notification Light Sensors
Fingerprint, Accelerometer, Proximity, Gyroscope, E-Compass
ব্যক্তিগত মতামত:
ডিসপ্লে টা সুপার এমোলেড কিন্তু যদি ফুল এইচডি প্লাস হত তাহলে আরো ভালো হতো, আরেকটি বিষয়ে ফোন কেনার সময় অবশ্যই আপনার চোখে পড়বে সেটি হচ্ছে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জার যা দিয়ে ফোন চার্জ করতে প্রায় তিন ঘন্টার মত সময় লাগবে এটি একটি বিরক্তিকর ব্যাপার । বিশ হাজার টাকা দামের ফোন তাও কিনা চার্জে দিয়ে তিন ঘন্টা সময় লাগবে এটা কেমন কথা হয় তাই না । যেহেতু ফোনটাতে ছয় হাজার এম্পায়ার এর বিগ ব্যাটারি ব্যবহার করেছে সেহেতু তাদের চার্জারের বিষয়টাও মাথায় রাখা উচিত ছিল ।
এবার আসি গেমিং এ: ফোনটাতে ২.০ গিগা হারজির একটা কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে তাও আবার G সিরিজের গেমিং প্রসেসর দিয়ে । মিডিয়াটেক হেলিও G80 এই প্রসেসর সাথে হয়তোবা অনেকেই পরিচিত ।
আমার এর আগেও রিভিউ করা বেশ কয়েকটা ফোনে এই প্রসেসর সম্পর্কে আলোচনা করেছিলাম । এটি মোটামুটি শক্তিশালী একটি গেমিং প্রসেসর ার সাথে কম্বিনেশন করে ৬ জিবি র্যাম দেয়া হয়েছে স্মুথ পারফরম্যান্সের জন্য।
ফোনটাতে ফ্রি ফায়ার ইনস্টল করেছিলাম বিন্দু মাত্র কোথাও কোনো ল্যাগের দেখা পায়নি । একনাগাড়ে প্রায় সাড়ে চার ঘণ্টার মতো গেমিং করেছিলাম । তবে পাবজি তে একেবারে highgraphics এ যখন খেলেছি তখন মাঝে মধ্যে হালকা একটু ল্যাগের দেখা পেয়েছিলাম । এটা এতটা সামান্য ছিল যে ধরার মধ্যে না । হাজার হলেও গেমিং প্রসেসর বলে কথা । ফোনটা আমার কাছে বেশ কিছুদিন ছিল আমি ১০০% চার্জ নিয়ে গেম খেলতে লেগে প্রায় ছয় ঘন্টার মত ব্যাকআপ পাইছি ।
ওভারঅল চার্জারের বিষয়টা আমার কাছে কমতি লেগেছে, শুধুমাত্র চার্জারের বিষয়টা মাথায় না আনলেই এই ফোনটা চোখ বুঝে কিনে নেয়া যায় ।
এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ
The post দাম কমলো Samsung Galaxy F22 এর (G80-6000-48 কোয়াড)। এখন পাচ্ছেন ২ হাজার টাকা মূল্য ছাড়ে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/PKqpuo7
via IFTTT
Comments
Post a Comment