সময় টিভি কিভাবে হ্যাক হলো? কত টাকা দাবি হ্যাকারদের? {Full details}

আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ লিখতে বসলাম সময় সংবাদকে নিয়ে। তাহলে আজকের কনটেন্ট শুরু করা যাক।

  • সময় টিভি কি?

আপনারা সবাই জানেন যে, সময় একটি সংবাদ প্রচারক টিভি চ্যানেল। এবং তাদের একটি ইউটিউব চ্যানেল আছে। যেখানে ১৭ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এদিকে এশিয়ার সবচেয়ে বড় একটা সংবাদ প্রচারক ইউটিউব চ্যানেল হিসেবে ধরা হয়।

 

  • ইথেরিয়াম কি? (শর্টকাট)

ইথেরিয়াম হচ্ছে একটি কিপ্টো কারেন্সি কয়েন।এই মুদ্রা গুলোর কোন অস্তিত্ব নেই। এগুলো শুধুমাত্র অনলাইনেই পাওয়া যায়। আর এর অবস্থান বিটকয়েন এর পরে। হ্যাকাররা সাধারণত কিপটো কারেন্সি ব্যবহার করে। কারণ এতে তাদের লেনদেন করতে কোন ধরনের সমস্যা হয় না। বর্তমানে ইথোরিয়াম এর মার্কেট ক্যাপিং রয়েছে ১৫৭০০ কোটি ডলারেরও বেশি।

  • সময় টিভি এর ইউটিউব চ্যানেল কখন হ্যাক হয়?

দুপুর সাড়ে বারোটা এর সময় থেকে সময় টেলিভিশন এর ইউটিউব চ্যানেল সময় টিভি ও সময় টিভি বুলেটিন এর নাম চেঞ্জ করা হয়। এর মানে হচ্ছে তখন থেকেই হ্যাকাররা চ্যানেলটিকে তাদের দখলে করে নেয়। তারা সময় টিভি হ্যাক করে তাদের নাম বদলে শুরুতেই “ETHEREUM 2.0“এটা করে দেয়। এবং তাদের কনটেন্ট সরাতে থাকে। সারাতে সারাতে এক পর্যায়ে হোম পেজের সকল কনটেন্ট সরিয়ে ফেলে। এবং তারপরে সময় টিভি এর লোগো বদলিয়ে ক্রিপ্টো কারেন্সি ইথারিয়াম এর লোগো দিয়ে দেয়।শুধুমাত্র সময়ে এর ইউটিউব চ্যানেলে নয়। সময়ের মূল ওয়েবসাইটে “সময় নিউজ ডট টিভি” তারা হ্যাকিং কাজ কর চালায়।

 

 

  • কিভাবে হ্যাক করা হয়েছে সময় টিভির ইউটিউব চ্যানেল?

সময় ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ জানায় যে,”তাদের ছোটখাটো ভুলের কারণে হয়েছে। তারা আরো জানায় যে এইটা হ্যাক করা হয়েছে ফিশিং লিংক এর সাহায্যে।”

  • কত টাকা দাবি করল ইউটিউব চ্যানেলের জন্য হ্যাকাররা?

হ্যাকাররা ইউটিউব চ্যানেল হ্যাক করার পর সেখানে একটি ভিডিও আপলোড করে তারা কিপটো কারেন্সি কয়েন এ টাকা দাবি করে। আর তারা সেটা করেছিল লাইভে।তারা”৩৩৫০ মার্কিন ডলার ≈৩৪০৮৪৬.০৮ বাংলাদেশী টাকা” দাবি করে।

 

  • এই হ্যাকাররা কারা এবং কোন দেশের?

সময় চ্যানেল এর কর্তৃপক্ষ জানায় , এই হ্যাকার গ্রুপ ছিল কানাডিয়ান এবং রাশিয়ান হ্যাকার গ্রুপ। তাদের গ্রুপের নাম হচ্ছে ইথেরিয়াম। তারা মূলত ইথিলিন কিপটো কারেন্সি এর প্রতিষ্ঠাতা। আর সময় টিভি হ্যাকে ইথিয়ারিয়ামি জড়িত বলে ধারণা করা হচ্ছে। কারণ যখন তারা চ্যানেলটা হ্যাক করে তারপর যে ভিডিওটা পোস্ট করে সেই ভিডিওর থামনেলে ইথেরিয়াম এর প্রতিষ্ঠাতা “ভিটালিক বুটেনিন” এর ছবি ব্যবহার করা করে।

  • হ্যাকাররা কেন এমন করল?

সময় চ্যানেলের কর্তৃপক্ষদের দাবি, তারা মূলত তাদের কিপটো কারেন্সি এর এডভার্টাইজ বা প্রমোট করার জন্য এটা করে। তারা এ ধরনের কাজ করে তাদের কিপ্টো কারেন্সি প্রমোট করে থাকে। আর সময় সংবাদ হ্যাক করার পর দেখা যায় তাদের তাদের কিপটো কারেন্সি কয়েন ইথোরিয়াম এর দাম ০.৫৯ শতাংশ বেড়েছে। আর একই সময়ে বিটকয়েন বেড়েছিল 0.02%।

 

  • সময় কিভাবে পুনরুদ্ধার করা হলো?

সময় কর্তৃপক্ষ জানায় তারা নিজস্ব দক্ষতা দিয়ে সময় ইউটিউব চ্যানেলকে উদ্ধার করেছেন। আর তারা এটা শুধুমাত্র 10 মিনিটে করেছিল। এখন আপনারা বলতেই পারেন যে, তাহলে এখন পর্যন্ত নাম কেন চেঞ্জ করতেছে না? তার নাম এখনো চেঞ্জ করতেছে না কারণ, তারা ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এবং ইউটিউব কর্তৃপক্ষ ভেরিফিকেশন এর স্বার্থে নাম পরিবর্তন করা হয়নি। তবে সময় কর্তৃপক্ষ জানায় শীঘ্রই সময় তার আগে জায়গায় চলে আসবে।

 

 

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন পোস্টে।

আসসালামু আলাইকুম।

The post সময় টিভি কিভাবে হ্যাক হলো? কত টাকা দাবি হ্যাকারদের? {Full details} appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Q2vsCxt
via IFTTT

Comments