[গার্মেন্টস ep-24] ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-02)

আসসালামু আলাইকুম ।

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।

আগের পোস্টে অনেকেই কমেন্ট করেছেন আগের পর্ব কই তাদের জন্য সব পর্ব সহ পোস্ট ৷

 

এক নজরে আগের পোস্টঃ

  1. গার্মেন্টসের কাজ শিখুন (সূচনা)
  2. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন
  3. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন ০২)
  4. গার্মেন্টসের কাজ শিখুন (কিছু প্রডাক্ট পরিচিতি)
  5. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(মেজারমেন্ট টেপ )
  6. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (Quality)
  7. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ডিফেক্ট পর্ব)
  8. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (QAFA)
  9. গার্মেন্ট ep- 9(বিভিন্ন ধরনের মিনিং) 
  10. গার্মেন্টস ep-10 (t-sirt বিবিন্ন পার্ট)
  11. গার্মেন্টস ep-11 (গার্মেন্টস স্যাম্পল কি, কত প্রকার ও কি কি  )
  12. গার্মেন্টস ep-12(Shirt)
  13. গার্মেন্টস ep- 13( pholo-shirt )
  14. গার্মেন্টস ep- 14( Bra )
  15. গার্মেন্টস ep-15(ট্রাফিক লাইট সিস্টেম কি?)
  16. গার্মেন্টস ep-16(নিডেল,জিপার,বাটন কত প্রকার ও কি কি?)
  17. গার্মেন্টস Ep-17 (ইন্টারভিউ)
  18. গার্মেন্টস Ep-18 (কাগজ পত্র)
  19. গার্মেন্টস Ep-19 (নিরাপত্তা) 
  20. গার্মেন্টস Ep-20 (লেবেল কত প্রকার)
  21. গার্মেন্টস Ep-21 (পকেট কত প্রকার)
  22. গার্মেন্টস Ep-22 (নেক ও কলার কত প্রকার) 
  23. গার্মেন্টস Ep-23 (ছবিতে ছবিতে অল্টার)
  24. Presnt👇👇

 

বিষয়ঃ ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-02)

 

মেজর ডিফেক্ট কি?

মেজর ডিফেক্ট  জানতে হলে দেখে নিন এখনে ক্লিক করে ☞ (ডিফেক্ট)  

 

মেজর ডিফেক্ট/অল্টার কত প্রকার ও কি কি? 

মেজর অল্টার অনেক ধরনের হয় ৷ 

যথাঃ

Skip stich/ সেলাই এরিয়ে যাওয়া: 

আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি একটি স্টিচ এরিয়ে গেছে এটাই স্কিপ ৷ কোন কোন গার্মেন্টস স্কিপকে ড্রপ বলে ৷ 

⇡⇡ছবি স্কিপ ৷

Broken stich/সেলাই ছেড়া বা কাটা:

একটি গার্মেন্টস এর যে স্টিচ ছেড়া/কাটা থাকলে ব্রোকেন স্টিচ বলে ৷

ছবি ব্রোকেন স্টিচ ⇡⇡

 

লেবেল রিভার্স/উল্টা:

যে কোন লেবেল উল্টাকে বলে লেবেল রিভার্স সেটা ফ্লাগ লেবেল, মেইন লেবেল, কেয়ার লেবেল, ব্যাচ লেবেল ইত্যাদি লেবেল সম্পর্কে জানতে এখনে দেখুন ☞ (জানতে হলে ক্লিক করুন)

ছবি ফ্লাগ ও ব্যাচ লেবেল উল্টা ⇪⇪

 

স্পট/ময়লার দাগ:

যে কোন ধরনের দাগকে স্পট বলে, যদিও স্পট বহু প্রকার হয় ৷ যেমন: ডার্টি স্পট, অয়েল স্পট, কালার স্পট, প্রিন্ট স্পট, ইত্যাদি ৷

#তেল থেকে যে দাগ হয় সেটা অয়েল স্পট ৷

#ডার্টি স্পট যে কোন ধরনের দাগকে সাধারণত ডার্টি স্পট বলে ৷

#প্রিন্ট করার সময় প্রিন্ট এর জায়গা  থেকে অন্য জায়গায় যে রং হয় তা প্রিন্ট স্পট ৷

ছবি ডার্টি স্পট, কালার স্পট এবং অয়েল স্পট ↺↻

 

রয়েজ/বারতি ফেব্রিক্স:

যে কোন সেলাই করার জায়গা থেকে যে বারতি ফেব্রিক্স থাকে সেটাকে রয়েজ বলে ৷ (2mm প্রযুন্ত চলবে এর বারতি হলে মেজর অল্টার মানে কেটে দিতে হবে জয়েজ)

ছবি রয়েজ \\

 

প্লিট/কুচি:

যে কোন গার্মেন্টস এ কুচি পড়া থাকলেই বুঝবেল মেজর অল্টার ৷ 

ছবি প্লিট ⇈

 

সেড অল্টার:

কালার কে সেড বলে ৷

যে কোন গার্মেন্টস লাল  হলে সুতা বা বিভিন্ন পার্ট লাল হবে (স্যাম্পলে যদি অন্য কালার না থাকে) তাহলে অন্য কালার হলেই সেড ৷

অথবা যে কোন গার্মেন্টস একই কালার দেখতে হলেও দেখা যায় কোন অংশ লাইট আবার কোন অংশ ডিভ এটাকেই সেড বলে ৷ যেমন নিচের ছবির দিকে লক্ষ করুন ⇩

ছবি সুতা সেড ও সেড পার্ট || 

 

আজ এ প্রযুন্ত কাল আবার নতুন কিছু নিয়ে হাজির হবো ৷ 

 

উপরে আলোচিত বিষয়ে কার কোন সন্দেহ থাকলে কমেন্ট করুন যত খন সন্দেহ দুর না হয়ছে ৷ 

 

ধন্যবাদ আপনাকে ৷ 

 

The post [গার্মেন্টস ep-24] ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-02) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/FVx0Bpe
via IFTTT

Comments