আর নয় খোজা খুজি এবার ডাউনলোড করুন ফ্রিতে ভিক্টর ইমেজ ৷

ট্রিকবিডি’র সকলকে স্বাগতম !

এই পোস্ট তাদের জন্যই কাজে দিবে যারা গ্রাফিক্স ডিজাইন করে ৷ 

আমি যা শেয়ার করতে চলেছি তা কোন স্পাম নয় ৷

অনেকেই google ভিক্টর ছবি খুজা খুজি করে তাদের আর গুগলের আর সাহায্য নিতে হবে না ৷ 

সরাসরি pngwing থেকে ডাউনলোড করতে পারবেন ৷

picked

ভিক্টর ফটো কি:

সোজা বাংলা ভাষায় ভিক্টর ফটো হলো সেই সব ছবি যে গুলার ব্যাকরাউন্ট রিমুভ করাই পাওয়া যায় এবং ছবি জুব করলেও ছবি ফাটে না ৷

ভেক্টর গ্রাফিক্স হল কম্পিউটার গ্রাফিক্সের একটি ফর্ম যেখানে ভিজ্যুয়াল ইমেজগুলি সরাসরি কার্টেসিয়ান প্লেনে সংজ্ঞায়িত জ্যামিতিক আকার থেকে তৈরি করা হয় , যেমন বিন্দু , রেখা , বক্ররেখা এবং বহুভুজ । সংশ্লিষ্ট মেকানিজমের মধ্যে ভেক্টর ডিসপ্লে এবং প্রিন্টিং হার্ডওয়্যার , ভেক্টর ডেটা মডেল এবং ফাইল ফরম্যাট, সেইসাথে এই ডেটা মডেলগুলির উপর ভিত্তি করে সফ্টওয়্যার (বিশেষত গ্রাফিক ডিজাইন সফ্টওয়্যার , কম্পিউটার-সহায়ক ডিজাইন , এবং ভৌগলিক তথ্য সিস্টেম ) অন্তর্ভুক্ত থাকতে পারে। ভেক্টর গ্রাফিক্স এর বিকল্পরাস্টার বা বিটম্যাপ গ্রাফিক্স, যার প্রত্যেকটির নির্দিষ্ট পরিস্থিতিতে সুবিধা এবং অসুবিধা রয়েছে।

picked

সুত্র: Bangla wikipedia 

ভিক্টর ছবি দিয়ে আমি কি করবো:

ভিকটর ছবি তাদের দরকার যারা (গ্রাফিক্স) ফটো ইডিটিং, পোস্টার ডিজাইন, আইডি কার্ড, বিবাহ কার্ড, ভিজিটিং কার্ট ইত্যাদি ইত্যাদি 

এই ওয়েব সাইট ইউজ করবো কেন:

অনেকেই মনে মনে বলবেন এই রকম তো অনেক সাইট রয়েছে তাহলে এটা কেন? তাদেরকে বলছি আমার জানা মতে এই সাইট একমাত্র সাইট যাতে সব ধরনের ভিক্টর ছবি ফ্রি পাওয়া যায় ৷ 

আর অন্য সাইটে ফ্রিতে পাবেন না ৷ 

ডাউনলোড করবো কি ভাবে:

ডাউনলোড করতে হলে আপনাকে যা যা করতে হবে ৷ 

প্রথমে সাইটে ভিজিট করুন

তারপর সার্জ করুন

picked

তারপর পছন্দ করুন ইমেজ

picked

যেই ফটো ডাউনলোড করবেন সেই ফটোতে ক্লিক করুন 

তারপর ঐ ছবির নিচে ক্যাপচা চাইবে সেটা পরুন করুন ৷

picked

ক্যাপচা পুরুন করতে যে যে সংখ্যা ও অক্ষর চাইবে সেটার মাঝে সিরিয়াল মতো টাচ করুন ৷

picked

picked

Web link> https://www.pngwing.com/

কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷

উত্তর পেয়ে যাবেন ৷ 

 

ধন্যবাদ ৷




The post আর নয় খোজা খুজি এবার ডাউনলোড করুন ফ্রিতে ভিক্টর ইমেজ ৷ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/5vO60CV
via IFTTT

Comments