প্রিমিয়াম টুলস ছাড়া কি ভালোভাবে কি ওয়ার্ড রিসার্চ করা যায় না???…… ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট ও এক্সটেনশন | মিস করবেন না.. কাজে লাগতে পারে আপনার ও..

 আসসালামু আলাইকুম।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বিভিন্ন ধরণের সমস্যা প্রায়ই ফেস করতে হয়। সেই সমস্যা চিহ্নিত করে সেটির সমাধান করতে হয়।
নতুনরা প্রায়ই এরকম সমস্যায় পড়ে থাকেন এবং সমাধানের জন্য প্রায়ই পোস্ট দিয়ে থাকেন।  এজন্য আমি ট্রিকবিডিতে ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে একটা সিরিজ করতে চাচ্ছি । অলরেডি এটা নিয়ে একটা আর্টিকেল লিখেছি  ।

কিন্তু তেমন সাড়া পাচ্ছি না । যদি আপনাদের মতামত থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানান এটা চালিয়ে যাব কিনা । মোটামুটি ৩৯ টা মতোন সমস্যা চিহ্নিত করেছি । এগুলা নিয়ে শুধু আর্টিকেল লেখাটাই বাকি ।

আজকের আর্টিকেল এ শুধু কি ওয়ার্ড রিসার্চ ও ব্লগার দের জন্য একটা প্রোপার গাইডলাইন নিয়ে কথা বলব ।

 

প্রথমেই আসি কি ওয়ার্ড রিসার্চ করা নিয়ে । কি ওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা নিয়ে কিছু বললাম না সকলেই জানি এটা ছাড়া কোনো আর্টকেল গুগলে র্যাংক করা প্রায় অসম্ভব । তাই কি ওয়ার্ড রিসার্চ নিয়ে কার্যকরি কিছু  টিপস লিখলাম ।

কিওয়ার্ড রিসার্চ করার প্রোপার নিয়ম

 কিওয়ার্ড রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ । অন্যথায় আপনি যত ভালো আর্টিকেল লিখে থাকেন তার কোনো মূল্যে থাকবে নাহ । তাই সঠিকভাবে কিওয়ার্ড রিসার্স করা অত্যন্ত জরুরি । তাহলে দেখে নেওয়া যাক কিওয়ার্ড রিসার্স করার কিছু পয়েন্টস ।
১.নিশ সিলেক্ট হওয়ার পর সে নিশের সম্পর্কি কিছু লিখে গুগলে সার্চ করুন এবং দেখুন সে কিওয়ার্ডে সার্চ ভলিউম কত রয়েছে । [ সার্চ ভলিউম কত রয়েছে তা দেখার জন্য ফি এক্সটেনশন Surfer Chrome Extension ব্যবহার করতে পারেন ]
২/সার্চ ভলিউম দেখার পর দেখুন যারা সে কিওয়ার্ড এর উপর রেংকে রয়েছে তাদের DA এবং PA কতো ? যদি দেখেন অনেক বেশি DA এবং PA ছাড়া রেংক করা কোনো সাইট নেই তাহলে সে কিওয়ার্ড নিয়ে আর্টিকেল না লেখায় বেস্ট ।
৩/যেসব সাইটগুলো সে কিওয়ার্ড এর উপর রেংকে রয়েছে তারা কত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে তা দেখুন । এবং ৪-৫টা সাইটের গড় ওয়ার্ড যত হয় তার চেয়ে বেশি শব্দের আর্টিকেল লিখতে হবে রেংক করতে ।
৪/যারা রেংকিংয়ে রয়েছে তাদের সাইটে কি SSL সার্টিফিকেট রয়েছে কিনা চেক করে দেখুন । যদি দেখতে পান SSL সার্টিফিকেট নেই এমন সাইটও রেংকিংয়ে রয়েছে তাহলে সে কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন ।
৫/যারাা রেংকিয়ে রয়েছে তাদের পারমালিংক ঠিক রয়েছে কিনা যাচাই করুন । অর্থ্যাৎ SEO ফ্রেন্ডলি পারমালিং কি ব্যবহার করেছে সেটা দেখুন ।
৬/যারাা রেংকিয়ে রয়েছে তাদের আর্টিকেলের টাইটেল সঠিকভাবে অপটিমাইজ করা কিনা তাও চেক করুন ।
৭/যারাা রেংকিয়ে রয়েছে তারা সে আর্টিকেলে কতটা ব্যাকলিংক করেছে তাও চেক করুন । এজন্য MOZ গুগল এক্সেটনশন এর সাহায্য নিতে পারেন ।
৮/যারাা রেংকিয়ে রয়েছে তারা তাদের আর্টিকেলে কি কি মিডিয়া ব্যবহার করেছে তাও ভালো করে চেক করুন । অর্থাৎ তারা কি তাদের আর্টিকেলে কোনো ইমেইজ , ভিডিও ,অডিও,Schema ব্যবহার করেছে তা চেক করুন।
৯/যারাা রেংকিয়ে রয়েছে তারা কি গুগলে LSI কিওয়ার্ডগুলো যুক্ত করেছে তাও চেক করে দেখুন ।
১০/এছাড়াও Web 2.0 দিয়ে তৈরী সাইট যেমন : blogger,wordpress.com,wix এর মাধ্যমে ফ্রিতে তৈরী করা যায় এমন সাইটকে রেংকিয়ে দেখলে সে কিওয়ার্ড নিয়েও কাজ করতে পারেন । [ wordpress.com এবং wordpress.org ২টির মধ্যে অনেক পার্থক্য রয়েছে ]
এইসকল বিষয় অনুসরণ করে কিওয়ার্ড রিসার্স করলে প্রিমিয়াম টুলস ব্যবহার করার চেয়েও ভালো ফল পাওয়া যেতে পারে ।
এবার কি ওয়ার্ড রিসার্চ বাদ দিয়ে কিছু গুরুত্বপূর্ন ওয়েবসাইট ও এক্সটেনশন সম্পর্কে জানব যা ব্লগার দের জন্য অনেক হেল্পফুল হতে পারে ।

ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট ও এক্সটেনশন

১/ Surfer keyword extention

এই এক্সটেনশনটি কিওয়ার্ড রিসার্স করতে সাহায্য করবে । এটি একটি ফ্রি কিওয়ার্ড রিসার্স গুগল ক্রোম এক্সটেনশন যার সাহায্যে আপনি সার্চ ভলিউম দেখতে পারবেন ।

2/Mozbar extension

এই এক্সটেনশনটিও কিওয়ার্ড রিসার্স এর কাজে ব্যবহ্নত ব্যাপক জনপ্রিয় একটি টুলস । তবে এটি প্রিমিয়াম । কিন্তু প্রিমিয়াম হলে এটি ফ্রিতেও অনেক তথ্য দিয়ে থাকে যেমন সাইটের DA , PA এবং লিংক কতটা রয়েছে এবং কে কে লিংক দিয়েছে তা দেখিয়ে থাকে ।

3/similerweb chrome extention

এই এক্সটেনশনটি ব্যবহার করে কোনো ওয়েবসাইটের জনপ্রিয়তা সম্পর্কে আইডিয়া নেওয়া যেতে পারে । এই এক্সটেনশনটি কোনো সাইটের প্রতি মাসের ট্রাফিক ভলিউম দেখিয়ে থাকে । এবং সেটিতে কোন কোন সোর্স থেকে ট্রাফিক আসছে তা সহজে জানা যায় ।

4/grammerly chrome extension

আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের নানান ধরনের বানান ও গ্রামাটিকালি ভুল হয়ে থাকে ।তাই এই এক্সটেনশনটি খুবই হেল্পফুল একটা এক্সটেনশন ব্লগারদের জন্য । এটি গ্রামার ভুল ও বানান ভুলগুলো ধরিয়ে দিয়ে থাকে এবং তা সমাধানও করে দেয় ।

5/Ultime Enable Right Click Chrome Extension

আমাদের প্রায় সময় কিওয়ার্ড রিসার্স করার ক্ষেত্রে জানতে হয় যারা টার্গেট কিওয়ার্ড এর উপর রেংকিয়ে রয়েছে তাদের আর্টিকেলের শব্দ সাইজ সম্পর্কে । কিন্তু অনেক সাইট তাদের সাইটে কপি রেসট্রিকশন দিয়ে রাখে যার ফলে তাদের আর্টিকেলগুলো কপি করা যায় নাহ এবং এর ফলে কত শব্দের আর্টিকেল তা জানা কষ্টকর হয়ে পড়ে ।
তাই এই এক্সটেনশনটি আপনাকে সাহায্য করবে সে সাইটের পোষ্টগুলো কপি করতে । যার ফলে পরবর্তীতে আপনি google docs or wordcounter সাইটের সাহায্যে সহজে জেনে নিতে পারবেন যে কত শব্দের আর্টিকেল সে লিখেছে ।

6/Small Seo plegarisum Cheacker Tools

ব্লগারদের কাছে খুব জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট হলো এটি । এই সাইটের মাধ্যমে আপনি আপনার লেখা আর্টিকেলটির ইউনিকনেস জেনে নিতে পারবেন । আর যদি আর্টিকেলে কপি ধরাও পড়ে তাহলে সে সাইটের কোন অংশ কপি তা জানিয়ে দিবে । এছাড়াও আপনি duplicheacker.com সাইটটিও ব্যবহার করতে পারেন ।

7/Google Docs

গুগল ডকস বর্তমানে ব্লগারদের কাছে ব্যাপক জনপ্রিয় একটি টুলস । এটির মাধ্যমে আপনি সহজেই আর্টিকেল লিখে তা আর্টিকেল পাবলিশ করার জন্য যাবতীয় সব কাজ করে ফেলতে পারবেন । গুগল ডকসের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ এটির মাধ্যমে সঠিকভাবে ভয়েস টাইপিং করা যায় ।
যার ফলে খুব দ্রুত ও নিখুতভাবে আর্টিকেল লিখে ফেলা সম্ভব ।

8/Tinypng

আমাদেরকে ওয়েবসাইটে প্রচুর ইমেইজ ব্যবহার করতে হয় কিন্তু অতিরিক্ত ইমেইজ ব্যবহারের ফলে সাইটের স্পিড টাইম বেড়ে যায় । যা খুবই বাজে অভিজ্ঞতা ইউজারদের জন্য । এবং এর ফলে আর্টিকেল গুগলে তেমন রেংকিংও করে নাহ ।
তাই এই ওয়েবসাইটটি আপনাকে অনেক সাহায্য করবে । এটি ইমেইজের কোয়ালিটি টিক রেখে ইমেইজ ফাইল সাইজ কমিয়ে থাকে ।

9/canva.com

এই ওয়েবসাইটটিও ব্লগারদের কাছে অত্যন্ত জনপ্রিয় । ফটোশপের মতো জটিল না হওয়ার কারণে সবার কাছে এটি খুব জনপ্রিয় । এটির সাহায্য ওয়েবসাইটের জন্য ইমেইজ তৈরী ও এডিট করা যেতে পারে ।

10/nfdwp.com

 ওয়ার্ডপ্রেস অনেক প্রচলিত এবং জনপ্রিয় একটি CMS  তাই এটাতে অনেক ধরনের প্রব্লেম অনেকেই ফেস করতে পারেন । আবার কখনো কখনো ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক তথ্য ই আমাদের অগোচরে রয়ে যায় । ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে আপনি এই ওয়েবসাইটের আর্টিকেল গুলো ফলো করতে পারেন ।
এছাড়াও আরো প্রচুর গুরুত্বপূর্ণ সাইট ও এক্সটেনশন রয়েছে কিন্তু আজ মাত্র ১০টি এক্সটেনশন ও সাইট দিলাম । আপনাদের আগ্রহ থাকলে পরবর্তীতে আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ সাইট ও এক্সটেনশন সম্পর্কে জানাবো ।
Love more –

The post প্রিমিয়াম টুলস ছাড়া কি ভালোভাবে কি ওয়ার্ড রিসার্চ করা যায় না???…… ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট ও এক্সটেনশন | মিস করবেন না.. কাজে লাগতে পারে আপনার ও.. appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ghKQX2d
via IFTTT

Comments