হেলো বন্ধুরা কেমন আছেন সবাই?
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আরো একটি সুন্দর পোস্ট নিয়ে, আশাকরি এই পোস্ট টা সবার কাজে লাগবে। বিশেষ করে তাদের জন্য যারা নিয়মিত অনলাইনের সাথে জড়িত এবং একের অধিক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একাউন্ট আছে তাদের জন্য।
এই এন্ড্রয়েড অ্যাপ নিয়ে ট্রিকবিডি তে কোনো প্রপার পোস্ট পেলাম না ।পোস্ট আছে পিসির জন্য কিন্তু Android এর জন্য নাই
অ্যাপ পরিচিতিঃ
আজকে আমি এমন একটা অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যেটা আপনার সব ধরনের একাউন্ট এর Password খুব সিকিউরিটি এর মাধ্যমে সংরক্ষণ করে রাখবে।আপনি ছাড়া কেউ দেখতে পারবেনা। তাছাড়াও Fingerprint সিকিউরিটি সুবিধা রয়েছে। এই অ্যাপ আপনি একাউন্ট খুলা বা প্রথম বার সাইন-ইন করার সময় অটোমেটিক আপনার Password টা সেভ করে রাখে এবং পরে যদি আপনি Password ভুলে যান তাহলে এই অ্যাপ এ যেয়ে খুব সহজেই আপনার সেই Password সহ আরও সকল Password এক জায়গায় দেখতে পেয়ে যাবেন। এবং এটা গুগল এর মতো Auto fill এরও কাজ করে।
চলুন শুরু করিঃ
প্রথমে নিচে থেকে অ্যাপ টা ডাউনলোড করে নিন, এবং ওপেন করুন
DOWNLOAD FROM PLAYSTORE – CLICK HERE
এবার Swipe করুন
এবার Signup এ ক্লিক করুন
Enter Your Email এ আপনার ইমেইল দিন এবং Continue তে ক্লিক করুন
এখন Password দিন (অবশ্যই Password টা ১২ অক্ষরের হতে হবে এবং একটা বড় অক্ষর, একটা ছোট অক্ষর,একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টর এর অক্ষর হতে হবে)
যেমনঃ Dangerrafi@12
পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে একটা পাসওয়ার্ড হিন্ট দিয়ে দিন এবং Continue তে ক্লিক করুন
এক্সট্রা সিকিউরিটি এর জন্য এখানে Turn On Biometric এ ক্লিক করুন
তারপর আপনার ফোন এর Fingerprint Scanner এ একবার টাচ করুন
এবার Go To My Vault এ ক্লিক করুন
তাহলেই দেখবেন অ্যাপ এর হোমপেজে এসে গেছে। এবার Auto Fill With Lastpass এ Enable এ ক্লিক করুন
তারপর এইখানে সব নিচে lastpass সিলেক্ট করে দিন
তারপর Accessibility তেও Permission Granted করে দিন
তাহলেই দেখবেন আপনার ফোন এ LastPass অ্যাপ এর কাজ শুরু হয়ে গেছে।
এখন থেকে আপনি যে একাউন্ট -ই খুলেন, এই অ্যাপ এ পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে এবং আপনি পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে Forget Password করতে হবে না। আপনি একটা অ্যাপ এর মধ্যেই সব পাসওয়ার্ড পেয়ে যাবেন ।
আশাকরি আপনারা সবাই ভালো বুঝতে পেরেছেন। সব খুব ভালো ভাবে বুঝানোর চেষ্টা করেছি। তবুও কারো কোন সবস্যা হলে কমেন্ট এ জানাতে ভুলবেন না।
আমার সাথে যোগাযোগ করতে চাইলেঃ-
আমার সাইট থেকে ঘুরে আসতে পারেনঃ Click Here
অথবা আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেনঃ Click Here
[বিঃদ্রঃ আমার পোস্ট টা আমার অনুমতি ছাড়া Trickbd.com এবং আমার নিজের সাইট এর বাইরে পোস্ট করা সম্পূর্ণ নিষেধ]
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
The post [Android App] Password ভুলে যাওয়ার আর কোনো চিন্তা নেই,আপনার সব Password সেভ হবে এক জায়গাতেই appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/eBoPTt8
via IFTTT
Comments
Post a Comment