আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
মোবাইল ফোন হলো এমন একটি প্রয়োজনীয় বস্তু, যা ছাড়া বর্তমান সময়ে চলা বড়ই দুষ্কর ব্যাপার।
বলা হয়ে থাকে এটি আমাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে পরিগণিত হয়েছে। তাই যোগাযোগ এর অন্যতম মাধ্যম মোবাইল ফোন এর প্রয়োজনীয়তা ব্যাপক।
মূলত বাংলাদেশ এর প্রেক্ষাপটে মোবাইল গ্রাহক এর সংখ্যা প্রায় ১৭ কোটি ৫০ লক্ষ ছড়িয়ে গেছে, এবং প্রতিদিন এর সংখ্যা বেড়েই চলেছে।
অনেকেই আছেন যে স্মার্ট ফোন কিনবেন, কিন্তু বাজেট কম, হয়তো ভাবছেন আমার কম বাজেটে ভালো ফোন পাবো না, তাদের জন্য কোনো চিন্তা নেই,
আজকে আমি বর্তমান সময়ে চলমান কিছু বাজেট ফ্রেন্ডলী ফোন সম্পর্কে আলোচনা করবো, যাতে কম বাজেটে ভালো ফোন কিনতে পারবেন সবাই।
প্রথমেই বলতে চাই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড স্যামসাং সম্পর্কে। স্যামসাং কম বাজেটের মধ্যে একটি ফোন বাজারে এনেছে যা অনেক টায় ইউনিক একটি ফোন হিসেবে পরিগণিত হয়েছে।
Samsung Galaxy A03
নামে তারা একটি ফোন লঞ্চ করেছে যার অফিসিয়াল মূল্য ১০ হাজার টাকা।
এটি প্রথম রিলিজ হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে।
আপনারা blue এবং black কালার এ পাবেন এই ফোন টি। নেটওয়ার্ক হিসেব অনুযায়ী পাবেন 2G,3G, এবং 4G
ব্যাটারি ব্যাকআপ পাবেন 5 হাজার মিলিয়াম্পিয়ার।
বাজেট ফ্রেন্ডলী ফোন এর দিকে স্যামসাং এর পাশাপাশি ভিভো এগিয়ে রয়েছে। তারা তাদের গ্রাহকদের জন্য এনেছে,
Vivo Y1s ব্র্যান্ড এর একটি ফোন যা 2020 সালের নভেম্বর মাসে বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়।
আপনারা কালার হিসেবে পাবেন Aurora blue এবং olive black
নেটওয়ার্ক পাবেন 2G,3G এবং 4G
ব্যাটারি ব্যাকআপ পাবেন 5 হাজার মিলিয়াম্পিয়ার এবং এই ফোন এর দাম রাখা হয়েছে 10 হাজার 200 টাকা।
আমরা জানি সেলফি এর জন্য oppo ফোন গুলো বেস্ট হয়ে থাকে। কিন্তু এইবার প্রতিযোগিতার বাজারে oppo কম বাজেটে ভালো ফোন নিয়ে এসেছে তার গ্রাহকদের জন্য।
Oppo A1K ব্র্যান্ড এর ফোন নিয়ে এসেছে কম বাজেটে যা 2019 সালে অফিসিয়াল ভাবে বাংলাদেশে প্রস্তাবিত হয়।
আপনারা 2 ধরনের কালার ভেরিয়েন্ট পাবেন একটা হলো Black এবং অন্যটি Red
আপনারা নেটওয়ার্ক হিসেবে পাবেন 2G,3G এবং 4G
চার্জিং ব্যাকআপ পাবেন 2 দিন এর মত এবং ব্যাটারি হলো 5 হাজার মিলিয়াম্পিয়ার
এই ফোন টির বাংলাদেশী মূল্য 10 হাজার 500 টাকা।
বাংলাদেশে এর বাজারে রিয়েলমি নাম টি ব্যাপক জনপ্রিয়। কারণ তাদের ফোন গুলো বেশ ভালই সার্ভিস প্রদান করে । তারাও কম বাজেট অনুযায়ী ভালো ফোন দিচ্ছে।
Realme C11 ব্র্যান্ড এর ফোন দিচ্ছে তারা 10 হাজার 480 টাকায়।
যা প্রথম বাজারে আসে 2021 এর মাঝামাঝি সময়ে।
5000 মিলিয়াম্পিয়ার এর বড় ব্যাটারি আপনাকে সার্ভিস দিবে একটানা 2 দিন।
কলার হিসেবে পাবেন Cool blue, cool grey
এটাও পাবেন ,4G ভ্যারিয়েন্ট এ।
মূলত বাংলাদেশ এর বাজারে নিত্য পণ্যের উর্ধগতির বাজারে কম বাজেটে ভালো ফোন বলতে এইগুলোই আছে। যা একজন মোবাইল গ্রাহক এর চাহিদা অনুযায়ী পারফেক্ট।
তবে আমার একটা পরামর্শ থাকবে ভালো ফোন নিতে হলে কম পক্ষে 15/20 হাজার টাকা দিয়ে নিতে হবে।
তবে যেহুতু পড়াশোনা এর জন্য বা কম ইউজ করলে কম বাজেটের মধ্যে এইসব ফোন গুলো ভালো হবে ।
সব গুলো ফোন এর বর্তমান দাম উল্লেখ করা হয়েছে, যদিও কম বেশি হতে পারে তবে 10 হাজার টাকা এর বেশি হবে না দাম।
সবাইকে ধন্যবাদ জানাই এত কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং trickbd এর সাথেই থাকবেন
The post 10 হাজার টাকা এর মধ্যে কম বাজেটে ভালো ফোন সম্পর্কে জেনে নিন!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/OECfIZQ
via IFTTT
Comments
Post a Comment