আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমরা অনেকেই জানি সিনেমা আমাদের বিনোদন এর খোরাক যোগায়, আমরা কম বেশি সবাই সিনেমা দেখতে পছন্দ করি কিন্তু মনের মত সিনেমা না হলে আমাদের ভালো লাগে না
আবার অনেকেই ভিজুয়াল গ্রাফিক্স দিয়ে তৈরি একশন থ্রিলার ধাঁচের সিনেমা পছন্দ করেন
আজকে এমন একটা সিনেমা সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যা দেখে মনে হবে কি দেখলাম এটা,, সম্পূর্ন সাইন্স ফিকশন এবং ভিজুয়াল গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়েছে
সিনেমা টি হলো “Matrix Resurrection”
আমরা অনেকেই ম্যাট্রিক্স সিরিজ এর সিনেমা দেখেছি, প্রথম সূচনা হয় The Matrix দিয়ে ১৯৯৯ সালে । এরপর আবার ২০২১ সালে আসে ম্যাট্রিক্স এর আরেকটি জনপ্রিয় পার্ট matrix resurrection
এই সিনেমা টা বুঝতে হলে অবশ্যই আপনাকে ম্যাট্রিক্স বা মায়াজাল এর দুনিয়া টা বুঝতে হবে । এই সিনেমা টা দিয়ে বুঝানো হয়েছে যখন আমাদের বিশ্বে প্রযুক্তি এর ব্যাবহার বেড়ে যাবে তখন রোবট কিভাবে মানুষ কে নিয়ন্ত্রন করবে ।
এই সিনেমা তে সৃষ্টি এর রহস্য এবং আরশের নিচে মানুষ এবং ফেরেশতা এর সমন্বয়ে বেহেশত এর সুশৃঙ্খল জীবন দেখানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা একটু বেশি বেশি হয়ে গেছে।
আল্লাহ এর আদেশ অমান্যকারী ইবলিশ শয়তান কে বিতাড়িত করা হয় বেহেশত থেকে, নানা কুট বুদ্ধি খাটিয়ে সে বেহেশতে প্রবেশ করে।
এরপর বিবি হাওয়া এবং আদম (আ:) কে গন্দম ফল খাইয়ে বেহেশত থেকে বিতাড়িত করে। এরপর দুনিয়া তে প্রথম মানুষ এর সৃষ্টি হয়।
মানুষ যখন মা এর পেটে থাকে তখন এক প্রকার তরল লিকুইড এর আস্তরণ এর মধ্যে নাড়ি এর মধ্যে থাকে। এবং মা এর পেট থেকে বের হওয়ার পর সেই নাড়ি কাটা হয়।
মূলত ম্যাট্রিক্স এর এই সিরিজে এমন টায় দেখানো হয় । কম্পিউটার প্রোগ্রাম এর জগতে মানুষ নীল কালার এর পিল খেয়ে বেশ আরাম আয়েশ এর মধ্যে থাকে।
এরপর এক নারী সেই জগতে নিও কে নিয়ে যায় মরফিয়াস এর কাছে
এরপর কথার জালে তাকে রেড পিল খাওয়ানোর পর সে দেখতে পায় কোনো এক নাড়িভুঁড়ি এর আস্তরণ এর ভেতরে।
এই সিনেমা তে বিশেষ করে ভার্চুয়াল জগতের বিষয় বস্তু দেখানো হয়েছে। সিনেমা এর প্রতিটি পদক্ষেপে আছে অসম্ভব থ্রিল।
যা, আপনার দেখার আগ্রহ বাড়িয়ে তুলতে বাধ্য। আশা করা যায় ভালো লাগবে।
আপনাদের অনেকে আছেন যারা ইংলিশ ভার্সন এ সিনেমা দেখতে পছন্দ করেন না, তাই সবার সুবিধা এর জন্য হিন্দি ভার্সনের লিংক শেয়ার করে দিলাম।
ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত, ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Http custom অ্যাপ দিয়ে ফ্রী ইন্টারনেট কিভাবে চলবেন জেনে নিন ভিডিও তে
The post The matrix resurrection অসাধারণ একটি সিনেমা এর ডাউনলোড লিঙ্ক নিয়ে নিন হিন্দি ডাবিং সহ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/REZyKgT
via IFTTT
Comments
Post a Comment