এই এনিম নিয়ে ফুল পোস্ট করা হয়নি, তাই করলাম এবং একটি পরিপূর্ণ পোস্ট বানানোর চেস্টা করেছি। এখানে আজ আমি নারুটো ও এর ইউনিভার্স, সিরিজ এর রিভিউ ও সাথে ওয়াচ অর্ডার ও ডাউনলোড লিংক দিবো।
নারুটোঃ
নারুটো খুবই বিখ্যাত এক মাঙ্গা সিরিজ যেটা জাপানিজ লেখক ও চিত্রকর মাসাশি কিশিমটো (Masashi Kishimoto) দ্বারা লেখা ও চিত্রিত হয়েছে। এই সিরিজ দুই ভাগে বিভক্ত- প্রথম ভাগে নারুটোর ১৩ বছর বয়স এর পুর্ব পর্যন্ত কাহিনী নিয়ে এবং দ্বিতীয় ভাগে নারুটোর ১৫ বছর বয়সের ও পরের কাহিনী নিয়ে।
এই মাঙ্গা কে থেকে এনিম এডাপশন ডিরেক্ট করেছেন হায়াতো ডাটে (Hayato Date) এবং পাইরট (Pierrot) স্টুডিও। আরো অনেকের নাম আছে, সব লিখতে বসলে ট্রিকবিডি উইকিপিডিয়া হয়ে যাবে।
প্লট ও ইউনিভার্সঃ
প্রত্যেক সুপারন্যাচারাল (কাল্পনিক বা অবাস্তব) গল্পের জগত কে আলাদা এক ইউনিভার্সে বসানো হয়, কারণ সেটার সাইন্স ও পরিবেশ আলাদা হয়। নারুটো যে ইউনিভার্সে বসানো হয়েছে, সেই ইউনিভার্সে মানুষকে জাতি ভেদে আলাদা করা হয়, আর জাতি ভেদ করা হয় তাদের বিভিন্ন ক্ষমতা ভেদে। প্রত্যেকের চাক্রা(chakra) আছে, যেটাকে অক্সিলিয়ারি এনার্জি বলা যেতে পারে যেটা মানব দেহে অবস্থান করে। আর জাতির ভেদাভেদ আছে বলেই যুদ্ধ আছে। আর শান্তি অর্জন করাই সকল জাতির উদ্দেশ্য। কিন্তু একেক জনের কাছে একেক ভাবে সংজ্ঞায়িত হয়েছে শান্তি, ফলে এই যুদ্ধ। এভাবেই যুগের পর যুগ চলে আসছে যুদ্ধে, আর এর মধ্যে আবার একদল লোক রয়েছে যারা ক্ষমতা লোভী।
মুল চরিত্রঃ
আমাদের এ গল্পের মুল নায়ক অবশ্যই নারুটো। সে কনোহা ভিলেজ এর বাসিন্দা এবং সে ছোটবেলাতেই তার মা-বাবা হারিয়েছে। আর নারুটো যখন শিশু ছিল তখন নারুটোর শরীরের মধ্যে একটা হিংস্র দানব নয় লেজবিশিষ্ট শেয়াল কে বন্দি করে রাখা হয়, কারণ সেটা গ্রাম ধ্বংস করে দিতে পারতো। আর ঐ প্রসেসে ততকালীন হকাগে(Hokage- গ্রাম প্রধান কে হকাগে বলা হয়) এর মৃত্যু হয়। এজন্য গ্রামের সকলে নারুটো কে ভয় পায়, নারুটোকে ঘৃণা করে, তাদের মতে নারুটোর জন্যই ঐ গ্রাম প্রধানের মৃত্যু হয়েছে। তার সাথে কেউ মেশে না, বন্ধু হতে চায় না। আবার পাশাপাশি নারুটোর কয়েকজন শুভাকাঙ্ক্ষীও আছে।
আমার রিভিউঃ
নিঞ্জা স্কুল ও তাদের মধ্যে আমাদের নারুটোর এতো হিংস্র প্রানীকে নিজের মধ্যে নিয়ে বেড়ে ওঠা, বন্ধু বানানোর চেস্টা, তার ক্রাশকে পটানোর বিরামহীন চেস্টা, মাঝে মাঝে অবাক করে দেয়ার মতো নারুটোর বুদ্ধিমত্তার প্রভাব ও মাঝেমাঝে তার খুব বড় বোকামি, এর মাঝে কমেডি ও স্যাডনেস এর এক দারুণ কম্বিনেশন আছে, যেটার ফলে এক পর্ব দেখলে আরো দেখতে মন চাইবে। এপিসোড শেষ হওয়ার দিকে আপনাকে অনেক সাসপেন্স দিবে দিবে যে পরের পর্ব দেখার আগ্রহ বাড়বে। কিছু কিছু পর্ব আপনাকে ভীত করে তুলবে, একই সাথে তৃপ্তি দিবে।
তবে একেবারে ফ্ল-লেস বলবো না। এমন কিছু সময় আসবে যখন আপনার কাছে বোরিং লাগবে। কিন্তু, একটু বিরতি নিলে দেখবেন আবার আপনার দেখার আগ্রহ আসবে।
স্পয়লার ছাড়া কথা রিভিউ দেয়ার মজা নাই। তাই আর লিখলাম না।
জানি অনেকের কাছে এডিক্টিভ হতে পারে। তাই বলে এতো গুলো এপিসোড ও মুভি – সব একদিনে শেষ করার কথা ভাববেন না (এটা সম্ভব নয়, তবুও কথার কথা বললাম)।
ফিলার এপিসোড কী?
– ফিলার এপিসোড গুলো সেই সকল এপিসোড, যে গুলো মূল কাহিনীতে কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ, আপনি যদি ফিলার এপিসোড বাদ দিয়ে দেখেন, তাহলে মুল যে গল্প সেটার থেকে গুরুত্বপূর্ণ কোনোকিছু বাদ পড়বে না।
তবে আমি সেগুলো বাদ দিয়ে দেখার রেকমেন্ড করছিনা। বরং ফিলার এপিসোডও অনেক মজার হয়, বিনোদন পাওয়া যায় বা প্রিয় ক্যারেক্টারকে আরো বেশি স্ক্রীনপ্লে তে দেখা যায়, যা তৃপ্তিকর। তবে ফিলার এপিসোড সেগুলোকেই বিশেষ করে মার্ক করা হয়, যা অনেকসময় আমাদের বোর করে দেয়।
আর যেগুলো “Worth-watching” ফিলার এপিসোড লেখা, সেগুলোও বাদ দিলে সমস্যা নেই, কিন্তু সেগুলো দেখা উচিৎ। সেগুলো দেখে বোর হবেন না, এইটুকু শিওর দিতে পারি।
তো, নিচে আমি Watch Order দিলাম। নারুটো সিরিজ ও মুভিগুলো এই ধাপে ধাপে দেখলে দেখে মজা পাবেন এবং পুরো কাহিনীর কোনো অংশই বাদ পড়বে না।
[এগুলো আমার বানানো না, ফোরাম থেকে কালেক্ট করা]
1. “Naruto” episodes 1-101
Link:
2. “Naruto The Movie: Ninja Clash in the Land of Snow”
Link:
3. “Naruto” episodes 102-160
Link:
4. “Naruto The Movie: Legend of the Stone of Gelel”
Link:
5.”Naruto” episodes 161-196
Link:
6. “Naruto The Movie: Guardians of the Crescent Moon Kingdom”
Link:
7. “Naruto” episode 197-220
Link:
Filler episodes: 7, 9, 14-16, 18-21, 23-24, 27-30, 37-41, 43-47, 49, 52-60, 63, 66, 69-72, 74, 83, 98, 100, 112-114, 126-127, 130-131, 141-142, 220
Worth-watching filler episodes: 26, 97, 101-106, 136-140, 143-219
এটা শেষ হলো নারুটোর প্রথম পর্ব। এবার ২য় পর্ব অর্থাৎ নারুটো শিপ্পুডেন।
1. “Naruto Shippuden” episodes 1-23
Link:
2. “Naruto Shippuden the Movie”
Link:
3. “Naruto Shippuden” episodes 23-70
Link:
4. “Naruto Shippuden the Movie: Bonds”
Link:
5. “Naruto Shippuden” episodes 70 – 121
Link:
6. “Naruto Shippuden the Movie: Inheritors of the Will of Fire”
Link:
7. “Naruto Shippuden” episodes 121-169
Link:
8. “Naruto Shippuden the Movie: The Lost Tower”
Link:
9. “Naruto Shippuden” episodes 169-221
Link:
10. “Naruto Shippuden the Movie: Blood Prison”
Link:
11. “Naruto Shippuden” episodes 221-271
Link:
12. “Naruto Shippuden the Movie: Road to Ninja”
Link:
13. “Naruto Shippuden” episodes 271 – 493
Link:
14. “The Last: Naruto the Movie”
Link:
15. “Naruto Shippuden” episodes 493 – 500
Link:
Filler episodes: 1-19, 24-25, 45, 49-50, 54, 56, 71, 89-90, 112, 115, 127-128, 213, 254, 296, 324, 327-328, 330-331, 338, 346, 362, 385-386, 415, 419, 426, 451-458, 460-462, 469, 471-472, 478-479
Worth-watching filler episodes: 57-70, 91-111, 144-151, 170-171, 176-196, 223-242, 257-260, 271, 279-281, 284-295, 303-320, 347-361, 376-377, 388-390, 394-413, 416-417, 422-423, 427-450, 464-468, 480-483
এপর্যন্ত ই।
আশা করি নতুন যারা দেখা শুরু করছেন, তাদের কাজে লাগবে।
আর যারা শুরু করেন নি, এখন ই শুরু করুন দেখা।
The post Naruto সম্পূর্ণ সিরিজ ও মুভি গুলো দেখার সঠিক অর্ডার ও ডাউনলোড লিংক (English-Dub) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ZcH0i7X
via IFTTT
Comments
Post a Comment