Candy Crush মোড ব্যবহার করা খেলার দিন শেষ এখন নিজে হ্যাক করে আনলিমিটেড চান্স নিতে পারবেন। [Root + Unroot ]
- আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে।
আমরা সবাই কম বেশি গেমিং করে থাকি। কেউ অফলাইন কেউ অনলাইন। গেমিং করে কিন্তু candy crush খেলে নাই এমন লোক পাওয়া মুসকিল।
Candy Crush কেন হ্যাক করবো?
Candy crush আমাদেরকে ৫ বার চান্স দেয় । যদি এই 5 বারে লেভেল শেষ করতে না পারি তাহলে ২৯ মিনিট পরপর ১ টা চান্স দিবে। এইভাবে মোট 2.3 ঘন্টার পর আবার ৫ টা চান্স পাবো। এইভাবে তো অনেক সময় লাগবে তাই না যদি হ্যাক করে ৩০ সেকেন্ডে আবার ৫ বার চান্স নেওয়া যায় কেমন হয় বিষয়টা ।চলুন আজ সেটাই দেখাবো কিভাবে হ্যাক করতে হয়।
যা যা লাগবে :
- Rooted Phone
- Game Guardian
যদি আপনার Rooted ফোন না থাকে তাহলে আপনি Vmos ব্যবহার করতে পারেন।
Vmos Download
Game Guardian Download
Zip password : Trickbd
প্রথমে আমরা game Guardian ওপেন করবো ।
এখন start ক্লিক দিবো।
এখন candy crush ওপেন করবো।
দেখতে পাচ্ছেন আমার চান্স নাই টাইম চাচ্ছে।
এখন আমরা game guardian একটা ক্লিক দিবো।
এখন candy crush সিলেক্ট করবো।
এখন আমরা game guardian ট্যাপ করে ধরে রাখবো তারপর loading speedhack চলে আসবে। হাতের ডানের চিহ্ন ক্লিক করে ১২০০ পর্যন্ত করবো ।তারপর দেখবেন কয়েক সেকেন্ডর ভিতরে আপনার চান্স ফুল হয়ে গেছে।
প্রত্যেক বার এইভাবেই চান্স ফুল করতে পারবেন।
Game guardian ক্লোজ করার জন্য filter যাবো এবং exit ক্লিক করবো।
শুধু চান্স ছাড়াও আপনি Lollipop ও আনলিমিটেড করতে পারবেন।
দেখেন আমার তিনটা আছে। এখন আমরা game guardian চলে যাবো।
সার্চে যাবো।
৩ লিখে সার্চ করবো।
সার্চ টাইপ আমার দেখানোর টাও সিলেক্ট করবেন।
এখন একটা lollipop শেষ করবো। আবার এই ভাবে পরপর ৩ বার এই রকম করবো। যখন ১লিখে সার্চ দিবো তখন আমরা কিছু কোড পরিবর্তন করে আপনার ইচ্ছে মতো দিয়ে নিবেন।
দেখতে পাচ্ছেন হয়ে গেছে।
যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে আসবেন আশা করি বুঝতে পারছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।
ভিডিও লিংক
Telegram
The post Candy Crush মোড ব্যবহার করা খেলার দিন শেষ এখন নিজে হ্যাক করে আনলিমিটেড চান্স নিতে পারবেন। [Root + Unroot ] appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/bpWsOyf
via IFTTT
Comments
Post a Comment