কেমন ছিল অপারেশন সুন্দরবন সিনেমা !! জেনে নিন এখনি

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমানে আমাদের দেশে বেশ ভালো মানের সিনেমা তৈরি হচ্ছে, আগে থেকে বর্তমানে সিনেমা এর মান বেড়েছে তাই দর্শক মহলে ব্যাপক প্রশংসা পাচ্ছে বর্তমান সময়ে নির্মিত বাংলাদেশী সিনেমা গুলো।

সদ্য মুক্তি পেয়েছে RAB ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি এর অর্থায়নে নির্মিত বাংলাদেশী একশন থ্রিলার ধাঁচের সিনেমা “অপারেশন সুন্দরবন”

এই সিনেমা তে RAB এর বিভিন্ন দুর্ধর্ষ কর্মকাণ্ড ফুটে উঠেছে। মূলত সুন্দরবন কে অনেক সুন্দর ভাবে দৃশ্য ধারণ করা হয়েছে।

এই সিনেমা তে সুন্দরবন এর জলদস্যু দের সাথে RAB এর সংঘর্ষ দেখানো হয়েছে।

আমার কাছে জিয়াউল রোশান এবং সিয়াম আহমেদ এর অভিনয় টা ভালো লেগেছে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে সিনেমা তে নিজেদের অবস্থান ফুটিয়ে তোলার জন্য।

সুন্দরবনে জেলেরা মাছ ধরতে যায় সেই মাছ নিয়ে ফিরে আসার সময় জলদস্যুদের আক্রমন এবং অনেক কষ্টকর জীবন যাপন চিত্রিত করা হয়েছে অপারেশন সুন্দরবন এ।

দুর্দান্ত সাসপেন্স এবং টুইস্ট এ ভরা এই সিনেমা। যা আপনার মূল্যবান সময় টা কে নষ্ট করবে না, আসা করা যায় সিনেমা টা ব্যাবসা সফল হবে ।

তাই দেরি না করে নিকটস্থ সিনেপ্লেক্স বা সিনেমা হল থেকে দেখে নিন ” অপারেশন সুন্দরবন”

আশা করা যায় নিরাশ হবেন না।

(বি. দ্রঃ বাংলাদেশী সিনেমা বা সিরিজ এর ডাউনলোড লিংক শেয়ার করা দণ্ডনীয় অপরাধ , তাই কেউ লিংক চাইবেন না। আপনারা নিকটস্থ সিনেমা হল থেকে দেখে নিবেন। আপনারা সহযোগীতা না করলে আবারও বাংলা সিনেমা তার ঐতিহ্য হারাবে)

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ সাথেই থাকবেন TRICKBD এর

(বি. দ্রঃ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,)

এই যে লিংক,,

আমার ইউটিউব চ্যানেল

The post কেমন ছিল অপারেশন সুন্দরবন সিনেমা !! জেনে নিন এখনি appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/DRyeO87
via IFTTT

Comments