ভিডিও ডাউনলোড ছাড়াই ইউটিউব থেকে ফেইসবুকে সরাসরি ভিডিও আপলোড করুন

আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভাল আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন কিভাবে একটি সার্ভারে থাকা ফাইল ডাউনলোড না করেই অন্য একটি সার্ভারে আপলোড করা যায়।

যেমন ইউটিউব থেকে ফেসবুকে কিভাবে ডাউনলোড ছাড়াই সরাসরি ভিডিও আপলোড করবেন তা আমি এই পোস্টে দেখাবো।

আজকের মুল টপিকে যাবার পূর্বে জানিয়ে দিচ্ছি গত পোস্টে আপনারা ইনবক্সে বলেছিলেন এপ এর ডাউনলোড লিংক কাজ করেনা, আমি আপডেট করে দিয়েছি আপনারা ডাউনলোড করে নিতে পারেন।

তো আজকে যে এপ টির এর মাধ্যমে আমরা ইউটিউব থেকে ফেইসবুকে সরাসরি ভিডিও আপলোড করব সেই এপ টির নাম হচ্ছে Transfer V S2S.

তো সর্বপ্রথম আপনাদের এখানে একটি একাউন্ট খুলে নিতে হবে। আপনাদের জিমেইল পাসোয়ার্ড দিয়ে একটি একাউন্ট খুলে নিন।

তারপর ইউটিউব থেকে যেকোন একটি ভিডিওর লিংক কপি করে নিন। তারপর এইখানে পেস্ট করে Go তে ক্লিক করুন।

তারপর কিছুক্ষন লোডিং নেয়ার পর ভিডিওর টাইটেল আর ডেস্ক্রিপশন আপনার সামনে চলে আসবে। আপনি নিজের ইচ্ছামত পরিবর্তন করে নিন।

আপনি যদি চান ভিডিওতে আপনার একটি লগো ব্যবহার করবেন সেই কাজটি করার জন্য Trim/Watermark Video এই অপশনে ক্লিক করুন।

তারপর এখান থেকে ভিডিও ট্রিম করার জন্য আপনি টাইম সেট করে নিতে পারেন। ফুল ভিডিও আপলোড করতে চাইলে যেমন আছে রেখে দিয়ে Next এ ক্লিক করুন।

লগো আপলোড করার জন্য Upload a new logo অপশন নির্বাচন করুন। তারপর Next এ ক্লিক করুন।

পরবর্তী পেইজে আপনি লগো আপলোড করার অপশন পাবেন। তারপর সেট করুন লগো টি ভিডিওর কোন অংশে দেখাবেন। লগোর সাইজ সেট করার জন্য ৫-১০ এর মধ্যে রাখুন। আবার Next এ ক্লিক করুন।

এখানে আপনি অনেক গুলো সাইটে/সার্ভারে সরাসরি আপলোড করতে পারবেন। কিন্ত ফেইসবুক এবং টুইটার বাদে বাকি গুলো পারবেন না। কেনো পারবেন না? তা পোস্টের শেষে জানতে পারবেন।

তো ফেইসবুকে আপলোড করার জন্য ফেইসবুক সিলেক্ট করুন। তারপর Continue with facebook ক্লিক করুন।

সরাসরি আপনাকে ফেইবুকে নিয়ে যাবে এবং আপনার একাউন্টের পারমিশন চাইবে সব দিয়ে দিন

তারপর আপনার ফেইসবুকের নিজস্ব প্রফাইল,পেইজ,গ্রুপ দেখাবে যেখানে আপনি আপলোড করতে চান তা নির্বাচন করুন।

তারপর শেষ বারের মত সব দেখে নিন এবং Publish /Schedule যেটা করতে চান তাতে ক্লিক করুন।

দেখুন আমার ভিডিওটি নির্দেশিত পেইজে আপলোড হয়ে গেছে।

এখন আসুন সাইটের লিমিটেশন নিয়ে কথা বলি। ফেইসবুক বা টুইটারে বাদে অন্য কোথাও আপলোড করার জন্য আপনাকে একাউন্ট আপগ্রেড করতে হবে।

একটি একাউন্ট থেকে আপনি ১ মাসে ৩টি ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে আপনারা কিভাবে সারা মাস ব্যবহার করবেন।

আমি জানি লিজেন্ডরা অলরেডি বুঝে গেছেন। এই জন্য আপনাদের ১০ টি ফেইসবুক একাউন্ট লাগবে এবং যে পেইজটিতে আপলোড করবেন সেখানে সেটিতে ১০টি ফেইসবুক একাউন্ট থেকে এডমিন পারমিশন দিয়েদিন। ১টি একাউন্ট তিনদিন ব্যবহার করবেন। প্রতিদিন একটি ভিডিও আপলোড করবেন।

আপনি কয়টি ভিডিও আপলোড করেছেন একটি একাউন্ট থেকে তা আপনি প্রফাইল থেকে দেখে নিতে পারবেন।

নাবুঝলে ভিডিও দেখুন

The post ভিডিও ডাউনলোড ছাড়াই ইউটিউব থেকে ফেইসবুকে সরাসরি ভিডিও আপলোড করুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/tS10LAR
via IFTTT

Comments