আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
পূর্বে konosuba (anime series) এর একটি Game নিয়ে পোস্ট দিয়েছিলাম। এরপর ভাবলাম আরো কিছু Anime Type Games নিয়ে পোস্ট দিই।
তাই এবারো চলে এলাম আরো দুটি Anime Games নিয়ে যেগুলো Official ভাবে তৈরি করা হয়েছে। Official Game গুলোর মজা হচ্ছে এখানে Original Canon Storyline দেখতে পারা যায়।
যারা যারা One Piece এর Fans রয়েছেন তাদের আজকের এই One Piece গেমটি অনেক ভালো লাগবে বলে আশা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্ট।
Game Name : One Piece Bounty Rush
Game Link : Playstore
Game Developer : Bandai Namco Entertainment Inc.
Game Released Date : October 21, 2020
One Piece এর Fans দের জন্যে এই গেমটি Release হওয়া সুখবরের চেয়ে কম কিছু না। Main Character Luffy সহ One Piece এর প্রায় সকল Characters ই এখানে পেয়ে যাবেন।
গেমটি সবচেয়ে আকর্ষনিয় দিক হচ্ছে এর গ্রাফিক্স। এর গ্রাফিক্স লেভেল মারাত্মক রকমের। এর এনিমেশন ও স্টোরিলাইনও অসাধারন।
গেমটিতে আপনি 3rd Person Mode এ খেলতে পারবেন। Character গুলোর Power গুলোও ব্যবহার করতে পারবেন।
গেমটিতে আপনি 4 VS 4 Multiplayer ও খেলতে পারবেন। এখানে 3D Graphics এর যে অসাধারন মিশ্রন রয়েছে তা যে কোনো মানুষকে আকর্ষিত করবে।
গেমটি প্রায়ই আপডেট করা হয়। আর নতুন নতুন Bug Fix সহ অনেক কিছুই Add করা হয়। গেমটিতে আপনি প্রচুর Side Missions পেয়ে যাবেন Original Storyline এর সাথে।
আপনারা যারা পূর্বে bandai namco এর গেমস খেলেছেন তারা অবশ্যই জানেন এই কোম্পানি কত ভালো ভালো গেমস বানায়। উদাহারনঃ Tekken Series। এই গেমটিও তার ব্যতিক্রম নয়।
যাই হোক, যারা Anime বা One piece fan যদি না ও হয়ে থাকেন তবুও সমস্যা নেই। কারন এই গেমটি যে কারো গেমপ্রেমী মানুষের কাছে ভালো লাগবে।
গেমটি এতটাই জনপ্রিয় যে এই ২ বছরে গেমটি ১ কোটিবারেরও বেশিবারের মতো ডাউনলোড করে ৬ লাখেরও বেশি রিভিউ করা হয়ে গিয়েছে।
আগেই বলে রাখি এটি একটি Online Game। তাই এখানে PvP, 4V4 ইত্যাদি বিভিন্ন mode পেয়ে যাবেন। এখানে আপনি console quality graphics দেখতে পারবেন।
গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ
এবার আসি আমাদের ২য় গেমের কাছে।
Game Name : The Seven Deadly Sins
Game Link : Playstore
Game Company : Netmarble
Game Released Date : March 2, 2020
যারা যারা Seven Deadly Sins Anime টা দেখেছেন তাদের কাছে এই গেমটি ভালো লাগবে বলে আশা করছি।
এই গেমটির Graphics ও আগের গেমটির মতোই অসাধারন। এখানে Cards এর মাধ্যমে গেমটি আপনাকে খেলতে হবে। তবে এখানে অনেকটাই ব্যতিক্রম রয়েছে।
এখানে যেভাবে Powerups গুলোকে এত সুন্দর ভাবে Animate করে দেখানো হয়েছে যে মনে হবে আপনি নিজেই Anime এর ভিতরে Original Anime ই দেখছেন।
আগের গেম ও এই গেমের ভেতরে আরো একটি সাদৃশ্য রয়েছে আর সেটা হচ্ছে এর Voice Over। Original Anime এর Japanese Voice Actors দের দ্বারাই গেম দুটির ভেতরে Character গুলোকে Voice Over দেওয়া হয়েছে।
তাই যারা আসল Anime দেখেছেন তারা আসল Anime এর Feel টাই পাবেন। তাছাড়া Original Anime এর Plot এর উপর ভিত্তি করেই গেম দুটিকে ডেভেলপ করা হয়েছে। তাই এটিও একটি প্লাস পয়েন্ট Anime Type Game হওয়ার দিক দিয়ে।
গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ
অবশেষে বলবো, গেম দুটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করবেন না। ইগনোর করলেই হবে।
পরের পোস্টের জন্যে কোনো সাজেশন দেওয়ার থাকলে দিতে পারেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
THIS IS 4HS4N
LOGGING OUT….
The post Anime Lovers রা Piece এবং Seven Deadly Sins এর OFFICIAL Game দুটি খেলুন! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/w89mBEI
via IFTTT
Comments
Post a Comment