আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
Anime Games Related Post করা হয়না অনেক দিন ধরে। তাই ভাবলাম করে ফেলি একটা। যারা Anime Series দেখেন আর Konosuba Series টি দেখেছেন তাদের এই গেমটি অনেক পছন্দ হবে আশা করছি।
গেমটি একটি Story Mode Game। Konosuba যেহেতু একটি Comedy Series তাই এই Series টিও কেউ না দেখে থাকলে অবশ্যই দেখার সাজেশন দিবো।
যাই হোক, গেমটিতে আপনারা প্রচুর Side Missions সহ Main Storyline ও পেয়ে যাবেন Anime এর Main Story এর।
গেমটির টাইটেল ও লিংক আগে দিয়ে নিই বাকী কথা পরে বলছি।
Game Name : Konosuba – Fantastic Days
Game Link : https://play.google.com/store/apps/details?id=com.nexon.konosuba
এবার আসি গেমটির গ্রাফিক্স নিয়ে। গেমটির Animation Level খুবই Smooth এবং একেবারে Original Anime এর মতোই রাখা হয়েছে।
গেমটি প্লে-স্টোরে ১০ লক্ষবারের মতো ডাউনলোড হয়েছে এবং প্লে-স্টোরে রেটিং রয়েছে গেমটির ৪.৪★। তাহলে বুঝতেই তো পারছেন গেমটি কতটা ভালো।
তাছাড়া গেমটি একটি RPG Type Online Game। গেমে ঢোকার পর আপনাকে ডেটা ডাউনলোড করতে হবে। Wifi User দের কোনো সমস্যা হবে না বলে আশা করছি।
গেমটিতে Main Character হিসেবে Kauzma, Aqua, Darkness, Megumin কে ছাড়াও Side Characters পেয়ে যাবেন শুরুতেই অনেকগুলো।
গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Modes ও পেয়ে যাবেন। যদি Story Mode খেলতে খেলতে বিরক্ত হয়ে যান তবুও সমস্যা নেই। Story Mode শেষ করতেও আপনার অনেক সময় কেটে যাবে।
শুরুতে Main Anime এর Story এর দিকে গেলেও Anime তে নেই এমন ধরনের Story ও রয়েছে। Official Game হওয়ায় সবকিছুই Canon ই পাবেন।
গেমটি খেলতে আপনার কেমন ফোন লাগবে?
গেমটি খেলতে আপনার ফোনে মিনিমাম 2 GB Ram, Android Version 6.0 থাকলেই হবে। বর্তমানের সব ফোনই এর চেয়ে ভালো কনফিগারেশনের। তাই আশা করছি কোনো সমস্যা হবে না। আমি স্মুথলিই খেলতে পেরেছি।
আর হ্যাঁ, গেমটির প্রত্যেকটি ক্যারেক্টারের Original Voice Actors দ্বারা voice over করা। এটিও গেমটির একটি প্লাস পয়েন্ট। কারন এই Series টির মূল আকর্ষনীয় দিকই হচ্ছে এর Voice Acting।
যারা Comedy Type Games খেলতে পছন্দ করেন আশা করছি তাদেরও ভালো লাগবে গেমটি। কেননা গেমটি খেলতে গেলে আপনার মুখে হাসি ফুটবেই।
এই Anime টিতে যে পরিমাণে Comedy রয়েছে তা দেখে আপনি হাসতে হাসতে মুখ ব্যাথা হয়ে যাবে। আমি দুটি Season ই শেষ করেছি তাই আমি জানি। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে Series টি।
আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি Suggest করবো গেমটি যদি কেউ না ও খেলেন তবুও Main Series টি দেখতে। অনেক মজা পাবেন Guaranteed।
গেমটির আসল Developer হচ্ছে NEXON Company। যারা এই গেম ডেভেলপারের আগের গেমগুলো খেলেছেন তারা তো অবশ্যই জানেন এই কোম্পানি কত ভালো ভালো গেম ডেভেলপ করে।
গেমটি Release করা হয় আগষ্ট মাসের ২০২১ সালে এবং সেই সময় থেকেই গেমটি Anime Lovers দের কাছে অনেক সাড়া ফেলেছে।
যারা Anime Lovers রয়েছেন তারাও এই গেমটি অবশ্যই খেলে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দিয়ে দিচ্ছিঃ
অবশেষে বলবো গেমটি ভালো লাগলে আপনারা অবশ্যই জানাবেন। ভালো না লাগলে কোনো নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনারা চাইলে কোনো নতুন পোস্টের জন্যে সাজেশন দিতে পারেন।
আমি চেষ্টা করবো সে অনুযায়ী পোস্ট করার। যদি চান Anime Type Games নিয়ে আরো পোস্ট দেখতে তবেও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো পোস্ট করতে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….
The post Anime Lover রা Konosuba Anime এর Official Game টি খেলুন! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/VkFTd9j
via IFTTT
Comments
Post a Comment