আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। অনেক দিন পর কোনো পোস্ট করছি ট্রিকবিডিতে।
এই পোস্টে আমরা ১০ টি অসাধারন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কিছু গেমস নিয়ে জানবো। যারা এই গেমগুলো সম্পর্কে জানতেন না তারা অবশ্যই গেমগুলো খেলে দেখবেন একবার হলেও।
এখানে সবগুলো গেমই আমার পছন্দের গেমের তালিকায় রয়েছে। তাই আশা করছি আপনার ভালো লাগবে আর কেউ নিরাশ হবে ন না।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।
1) Game Name : Candleman
Game Developer : Candleman Games
Game Size : 716 MB
Game Type : Offline
Required OS : 5.0+
Game Released Date : March 27, 2018
Game Link : Revdl
আপনি যদি নিজে একজন জীবন্ত মোমবাতি হতেন তাহলে কেমন হতো? এটি একটি মোমবাতি নিয়েই গেম যেখানে মোমবাতিটি জীবন্ত এবং তার আলো শেষ হয়ে যাবে যদি আপনি গেমে না এগিয়ে যান।
এটি একটি Adventure Type Game। এখানে আপনি মোমবাতিটিকে Survive করাবেন এবং এভাবেই আপনাকে খেলে যেতে হবে।
এখানে যেসব লোকেশন দেওয়া আছে তা এক কথায় অসাধারন। Realistic Graphics এর সাথে এখানে পাবেন অনেক সুন্দর Soundtrack + Sound Effects। Smooth Gameplay এর জন্যে আপনার একটি ভালো ডিভাইস থাকা আবশ্যক।
এখানে Decent Story এর সাথে আরো এক্সট্রা অনেক কিছুই পাবেন। গেমটি খেলার সময় আপনি যদি ভালো Quality এর Earphone ব্যবহার করেন তবে আরো অসাধারন স্বাদ পাবেন।
কেননা এখানে HD Graphics, HD Sound সহ অনেক কিছুই আছে যা আপনাকে গেমটি খেলার সময় অন্যরকম Feel দিবে।
যদিও গেমটি প্লে-স্টোরে ২০১৮ সালে মানে আজ থেকে ৪ বছর আগে রিলিজ করা হয় তবুও প্লে-স্টোরে এর ১০০০ এর বেশি ডাউনলোড নেই। কেন এই কারন আমার জানা নেই।
হতে পারে প্লে-স্টোরে এর দাম ৪২০ টাকা হওয়ায় বেশিরভাগ মানুষই গেমটি খেলতে তেমন কোনো ইচ্ছাবোধ করে না। এটাই স্বাভাবিক।
বেশি জনপ্রিয় না হলে প্লে-স্টোরে পেইড গেম বেশি ডাউনলোড হয় না।
গেমটি অনেক ভালো। আমি নিজে খেলে দেখেছি। আপনিও খেলে দেখতে পারেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
2) Game Name : Grayland
Game Developer : 1DER Entertainment
Game Size : 55 MB
Game Type : Offline
Required OS : 6.0+
Game Released Date : september 25,2019
Game Link : Revdl (Full Unlocked Version পাবেন। Playstore এ Pay করতে হবে Full Version এর জন্যে)
কখনো কি ভেবে দেখেছেন আপনি যদি একটি পাখি হতেন তাহলে কেমন লাগতো? জি, আপনি এই গেমে একটি পাখির Role Play করবেন।
এটি আমার দেখা One of the best visual graphics game যেখানে এত কম সাইজের ভিতর একটি Masterpiece তৈরি করেছে গেমটির ডেভেলপাররা। এক কথায় অসাধারন।
গেমটির গ্রাফিক্স নিয়ে কোনো কথা হবে না। অসম্ভব সুন্দর গ্রাফিক্স গেমটির। গেমটির কন্ট্রোলও বেশ ভালো।
গেমটিতে আপনি একটি পাখির চরিত্রে খেলবেন। আপনার প্রিয়জন ও সঙ্গী সাথীদের মানুষের কবল থেকে রক্ষা করবেন। আপনি একটি যুদ্ধক্ষেত্রে আছেন যেখানে মানুষ ও এলিয়েনদের মাঝে চলছে ভয়ানক পরিমানের যুদ্ধ।
আপনি গেমটিতে অনেক সুন্দর স্টোরিলাইন পাবেন। তার সাথে পাবেন ইউনিক গেমপ্লে এবং গ্রাফিক্স। আর গেমটির Soundtrack ও অসাধারন।
গ্রাফিক্স এর কথা কি বলব আর। গেমটির Art style দেখে যে কেউ এর প্রেমে পড়ে যাবে। কেননা এখানে Colour এর ব্যবহার এতটা নিখুত ও Detailed ভাবে দেওয়া আছে যা দেখে মুগ্ধ না হওয়ার কোনো ব্যাপারই নেই।
3) Game Name : Gathering Sky
Game Developer : A Stronger Gravity
Game Size : 296 MB
Game Type : Offline
Required OS : 4.1+
Game Released Date : August 11, 2015
Game Link : Revdl
এই গেমটিকে এক শব্দে প্রকাশ করতে চাইলে আমি বলবো “Masterpiece”।
গেমটি এতটাই সুন্দর যে আমি গেমটিকে এক বসাতে শেষ করেছি। গেমটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে একে আমি ১০ এর ভিতরে ১২ রেটিং দিতে চাইবো।
সর্বপ্রথম আমি কথা বলবো গেমটির Epic Music & Soundtrack নিয়ে। আমি 100% Guarantee দিচ্ছেন আপনি এর প্রেমে পড়ে যাবেন।
আপনি যদি গেমটি কোনো ঠান্ডা পরিবেশে বসে (বর্তমান সময়ই সবচেয়ে উপযুক্ত সময়) Earphone কানে লাগিয়ে একা বসে খেলেন তবে আপনি ভিন্ন এক জগতের Experience পাবেন।
আমি বানিয়ে কিছুই বলছি না। আমি গেমটি বারে বারে খেলতে চাইবো। গেমটি আমার মনে এতটাই বড় জায়গা করে নিয়েছে যে এই গেমকে আমি বলবো আপনি যদি কিনেও খেলেন তবুও গেমটি Worth It!
গেমটি একটি সত্যিকার Masterpiece। প্লে-স্টোরে গেমটির দাম ২৫০ টাকা। যাদের সামর্থ্য আছে কিনে খেলুন। গেমটিকে সাপোর্ট করুন। প্লে-স্টোরে গেমটি যদি ফ্রিতে দেওয়া হতো তবে এই গেমটি অনেক রেকর্ড ভেঙ্গে দিতো।
গেমটি যদি আপনি বড় স্ক্রিন যেমনঃ Tv/Tablet/ বড় স্ক্রিনের মোবাইলে খেলেন তাহলে আরো মজা পাবেন।
গেমটি এক ভিন্ন জগতের Feel দেয়। বিশেষ করে এর Graphics + Soundtrack এর জন্য।
আমি সবাইকেই গেমটি একবার হলেও খেলে দেখার জন্যে অনুরোধ করবো। Android এ এমন গেম খুবই কম পাওয়া যায়। আমি পাইনি। আপনারা পেলে জানিয়েন আমাকে। আমি খুজছি এমন গেম।
গেমটি আপনি স্ক্রিনে ট্যাপ করে হোল্ড করে ধরে রেখে খেলতে পারবেন যা খুবই সহজ। একটা ছোট বাচ্চাও পারবে একে কন্ট্রোল করতে।
গেমটিতে আপনি একটি পাখিকে কন্ট্রোল করে নিয়ে যাবেন। সাথে আরো পাখি এসে যোগ দিবে। আপনাকে সাত সমুদ্র তেরো নদী পার করে বিভিন্ন লোকেশনের মধ্যে দিয়ে গেমটিকে খেলতে হবে।
শেষে আপনাকে Goosebumps দিবে গেমটি। সত্যিই একটি Masterpiece। আপনার মনে শান্তি এনে দিবে গেমটির সাউন্ডট্র্যাক। Brothers : a tale of two sons গেমটি যারা খেলেছেন তারা জানেন এই গেমটির সাউন্ডট্র্যাক কতটা ভালো। একই রকমের স্বাদ পাবেন এখানেও। তাই অবশ্যই গেমটি খেলে দেখবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
4) Game Name : The Silent Age
Game Developer : House On Fire
Game size : 241 MB
Required OS : 5.0+
Game Released Date : Jun 23, 2013
Game Type : Offline
Game Link : Playstore/Revdl
এটি একটি স্টোরি মোড গেম। এখানে আপনি টাইম ট্র্যাভেলের কন্সেপ্টও পাবেন। সাথে পাবেন ইউনিক গেমপ্লে + অসাধারন গ্রাফিক্স। গেমটিতে পাবেন অনেক সুন্দর একটি স্টোরিলাইন।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষবারেরও বেশিবার। গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ১৭ হাজার+ এবং সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।
গেমটির সাউন্ড এফেক্টস গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। কারন এখানে প্রত্যেকটা বস্তুর সাউন্ডগুলো Accurate ভাবে দেওয়া হয়েছে। যেমনঃ ঘড়ি, বৃষ্টি, পরিবেশ ইত্যাদির শব্দ।
এখানে 2D Graphics এর ভেতরেও Environment টা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন মনে হবে কোনো মুভি দেখছেন। এতটাই সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে।
গেমটিতে আপনি ২টি Episode খেলতে পারবেন যাতে আছে ৫টি ৫টি করে মোট ১০ টি Chapter। প্রত্যেকটি Chapter এ আবার ভিন্ন ভিন্ন লোকেশন পাবেন।
প্রত্যেকটা লোকেশনে আছে ভিন্ন ভিন্ন Objects + environments আর সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর গ্রাফিক্স এর মাধ্যমে।
গেমটির স্টোরিলাইন আপনাকে নিরাশ করবে না। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্যই দিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
5) Game Name : SHINE – Journey Of Light
Game Developer : Fox & Sheep
Game size : 357 MB
Required OS : 4.1+
Game Released Date : December 6,2018
Game Type : Offline
Game Link : Revdl/Playstore
গেমের শুরুতেই আপনাকে গেমের স্টোরি বুঝিয়ে দেওয়া হবে। গেমটি আমি রিকমেন্ড করবো অন্ধকারে মোবাইলের ফুল ব্রাইটনেস দিয়ে খেলতে। কেননা গেমটির কন্সেপ্ট হচ্ছে আলো বা লাইট নিয়ে। তাই গেমটির বেশিরভাগই অন্ধকারে ডুবে থাকবে।
তবে গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর। গেমটির সাউন্ডট্র্যাকও এক কথায় অসাধারন। কন্ট্রোল একটু খারাপ মনে হয়েছে আমার কাছে। তবে আপনার খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয়না।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ লক্ষাধিকবারেরও বেশিবার। গেমটি রিভিউ করা হয়েছে মোট ২ হাজার বার+।
যেহেতু এটি ২০১৮ সালের গেম তাই খুব একটা জনপ্রিয় হয়ে উঠেনি। হ্যাঁ, গেমে আরো অনেক কাজ বাকী আছে। তবে খেলার অযোগ্য এমন না। গেমটির রেটিং প্লে-স্টোরে 3.8 ★। তবে আমার মতে At least 4★ হওয়া উচিত ছিল।
কেননা গেমের কন্সেপ্ট + গ্রাফিক্স প্রশংসনীয়। কিন্তু তবুও কিছু মানুষের কমপ্লেইন থাকবেই। কিছুই করার নেই। আপনি খেলে দেখতে পারেন। আপনার কাছে ভালো লাগতে পারে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
6) Game Name : Radiation Island
Game Developer : Atypical Games
Game Size : 2 GB
Required OS : 5.0+
Released Date : December 7,2017
Game Type : Offline
Game Link : Playstore/ Pdalife (For Full Unlocked Version)
https://pdalife.com/radiation-island1-android-a24976.html
আপনার কি Survival Type Games ভালো লাগে? তবে এই গেমটির আপনারই জন্যে।
এটি একটি অনেক বড় Open World Game। এখানে আপনি আদিবাসীদের মতো জীবনযাপন করবেন। আমি এমন গেম খুব কমই পেয়েছি যেখানে আমার Actual Expectations Fulfill করতে পেরেছে কিছুটা হলেও।
কেন এমনটা বলছি? তাহলে শুনুন। এই গেমে bugs আছে। বিশেষ করে গেমের control + touch response এ। তা না হলে এই গেমটাকে আমি 1 number position এই রাখতাম। গেমটিকে এখনো অনেক আপডেট করা হচ্ছে। তবুও কিছু সমস্যা আছে।
তাই বলে কি খেলবেন না? অবশ্যই খেলবেন। Android এ এমন গেম খুব কমই পাবেন যেখানে আছেঃ
1) Beautiful Graphics (60 Fps Option)
2) Day + Night Vision (রাত ও দিন মানে ২৪ ঘন্টার সম্পূর্ণ সময়টাই এখানে দেখতে পাবেন real life এর মতো)
3) First Person viewing experience (এখানে আপনার মনে হবে আপনি নিজেই গেমের ক্যারেক্টারে আছেন সত্যি সত্যিই)
4) Night Stars + Moon + Astronomical View (রাতের আকাশটাকে এখানে যেভাবে Portray করা হয়েছে এতে আমি এখানে ১০/১০ দিবো।
5) Day Sky Viewing experience এও আমি একে ১০/১০ দিবো। কার এখানে সকাল + বিকাল + সন্ধ্যা + মেঘাচ্ছন্ন আবহাওয়া মানে সবধরনের আবহাওয়ায় দিনের আকাশটাকে কেমন দেখায় এখানে সবকিছুই Accurate Detail এ দেওয়া আছে।
6) Animals + Ocean সহ বিভিন্ন Objects যেমনঃ Trees, Grass, Flowers, Fruits, Sticks ইত্যাদি এগুলোকেও ভালোভাবেই Animate করতে পেরেছে Developer রা। যদিও মাঝে মাঝে কিছু Bugs দেখা যায়।
এছাড়াও আরো অনেক কিছুই আছে বলার মতো। কিন্তু আমি পোস্টটিকে বেশি বড় করতে চাচ্ছি না। তাই বাকীটা আপনি খেলে দেখলেই বুঝতে পারবেন। আর আমি স্ক্রিনশট তো দিয়েই দিবো। সেগুলোতেই দেখে নিবেন।
বিঃদ্রঃ এই গেমটির স্ক্রিনশট এর পরিমান অন্যান্য গেমের তুলনায় বেশি হবে। কারন সবকিছু একই স্ক্রিনশটে দেখানো সম্ভব নয়। এটা Open world হওয়ায় এখানে অনেক কিছুই আপনি দেখতে পাবেন। আমি যেগুলো স্ক্রিনশট দিচ্ছি সেগুলোতে এর এক-তৃতীয়াংশও দেখানো হয়নি। তাই আপনি নিজে খেলে দেখবেন।
গেমটির কিছু স্ক্রিনশটসঃ
7) Game Name : Hero Hunters
Game Developer : Deca Games
Game Size : 133 MB
Required OS : 4.4+
Game Released Date : January 31, 2018
Game Version : 5.6
Game Link : Playstore
এই গেমটি আমি সবাইকেই Recommend করবো। এই ধরনের গেম খুব কমই পাবেন। কারন গেমটি সব দিক দিয়েই অনেক ভালো।
প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা ছিল ১ লক্ষ ৬০ হাজার+। সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★। আমি মনে করি এই গেমের রেটিং At Least 4.5 ★ হওয়া উচিত।
ছিল আগে। এখন নেই। আবার হয়ে যাবে। কারন গেমের রিভিউ অনুযায়ী রেটিং উপরে নিচে উঠতে থাকে। তাছাড়া এই গেম 4.5 ★ পাওয়ার যোগ্য।
গেমটিতে আপনারা প্রচুর Characters পাবেন Play করার জন্যে। একসাথে ৫ জন Character নিয়ে খেলতে পারবেন আলাদা আলাদা কাজের জন্য।
যেমনঃ একজন শুধু Shooting করবে, আরেকজন Sniper এবং আরেকজন Wall Breaking এর জন্যে। এমন নানান ধরনের বৈশিষ্ঠ্য নিয়ে প্রচুর Character পেয়ে যাবেন যা আপনাকে আস্তে আস্তে Unlock করতে হবে।
তবে আমি এত Character খুব কমই দেখেছি বিশেষ করে এই ধরনের গেমস গুলোতে। আপনি গুনে শেষ করতে পারবেন না এতগুলো ক্যারেক্টার এখানে আছে ।
গেমটিকে রেগুলার আপডেট করা হচ্ছে। আপডেট করতে করতে গেমটিকে অনেক ভালোভাবেই Optimize করা হচ্ছে। সাথে অনেক নতুন নতুন Features, Maps, Characters, Skills, Upgrades ইত্যাদি নিয়ে আসা হচ্ছে।
গেমটি ২০১৮ সালে যখন রিলিজ করা হয়েছিল তখন গেমটি অনেক সাড়া ফেলেছিল গেমারদের কাছে। আমি মনে করি এখনো এমন ধরনের গেম বেশ কমই পাওয়া যাবে।
গেমটি যদিও অনলাইনের তবুও মাত্র ১৩৩ এম্বির ভিতরে এমন গেম আপনি পাবেন না। পেলেও এতটা ভালো হবে না। এই ধরনের গেমের পিছনে At Least আপনাকে 1 GB+ Data খরচ করতে হবে।
তাই আমি বলবো যারা Mobile Data user আছেন তারা এই গেমটিকে অবশ্যই Try করে দেখবেন। কারন কম সাইজের ভিতরে এটা সেরাদেরও সেরা।
এছাড়াও গেমটি বিভিন্ন ধরনের Awards ও জিতেছে। গেমটি আছে নানান ধরনের Locations, Boss Fights, Characters, Gun skins, Upgrades, Special Skills, Healing Skills ইত্যাদি।
এছাড়াও গেমের আরো অনেক ফিচার আছে। যা লেখার ক্ষমতা আমার নেই । আপনি দেখে নিন। আমি দিয়ে দিচ্ছি।
নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দেওয়া হলোঃ
8) Game Name : FZ9 Timeshift
Game Developer : HUNKER GAMES
Game Size : 885 MB
Required OS : 4.1+
Game Released Date : December 5, 2016
Game Version : 2.2.0
Game Link : Playstore
এই গেমটির Concept অনেক Unique যা প্লে-স্টোরে থাকা অন্যান্য Shooting games এর সাথে মিলবে না। এখানে আপনি Time stop বা Time Slow করে দিতে পারবেন সবকিছুরই!
কি বিশ্বাস হচ্ছে না তো? জি। আপনি এই গেমে Time stopping এর Unique Concept টি দেখতে পারবেন এবং এভাবেই খেলতে পারবেন।
আসলে বিষয়টা বুঝিয়ে বলি। আপনি গেমটি খেলা Start করলেন। যতক্ষন আপনি Touch control এর মাধ্যমে Move করছেন এবং Gun fire করছেন ততক্ষন Time Normal ভাবেই চলবে।
কিন্তু যখনই আপনি control অথবা Firing থামিয়ে দিবেন তখনই Time slow motion এ চলতে থাকবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে jump করলেও time slow হয়ে যায়।
কোনো sci-fi/action movie এর মতো দেখতে লাগে দৃশ্যটা। আর এর গ্রাফিক্স নিয়ে তো কোনো কথাই হবে না। এখানে 200 FPS এ গেমটি খেলতে পারবেন!
জি আপনি ঠিকই শুনেছেন। এই Option টি আপনি Game Settings এই পেয়ে যাবেন। গেমটির গ্রাফিক্স খুবই ভালো। কন্ট্রোলটা ইউনিক হওয়ায় একটু খেললেই আপনি বুঝে যাবেন।
কোনো কষ্ট হবে না আশা করছি। Enemy Firing ও stop হয়ে যায় slow motion এ গেলে। তাই আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না।
আরামসে enemy মারতে পারবেন। এছাড়াও এখানে আরো একটি Concept আছে guns এর। এটা আমি বলবো না । আপনারা যাতে গেমটি খেলে বুঝতে পারেন সে জন্যে এটা আপনাদের জন্যেই রেখে দিলাম।
গেমটি ডাউনলোড করে খেললেই বুঝতে পারবেন। গেমটিতে slow motion এর সাথে অন্যান্য Graphics এর Details গুলো যেভাবে optimized করে তৈরি করেছে ডেভেলপাররা তা সত্যিই প্রশংসার দাবীদার।
আমি এক কথায় fan হয়ে গিয়েছি এর unique concept এর কারনে। আপনি নিজেই time কে control করতে পারছেন একটি shooting গেমে। ব্যাপারটা অদ্ভুত ও সেই সাথে মজারও।
এছাড়াও গেমটিতে আপনি বেশ লম্বা storyline, missions ইত্যাদি পাবেন complete করার জন্য। আর সেই সাথে বিভিন্ন ধরনের locations, gun skins, upgrades ইত্যাদি তো আছেই।
আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
9) Game Name : Battle Prime
Game Developer : Press Fire Games Limited
Game Size : 1.58 GB
Required OS : 5.0+
Game Released Date : December 10,2019
Game Version : 8.3
Game Link : Playstore
PUBG, Free Fire, Call of duty তো অনেক খেললেন। এবার Same Concept এ আরো একটি অসাধারন গেম খেলুন।
এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর PC/Console Quality Graphics। Shadow থেকে শুরু করে Sky, Trees, Grass, Buildings সহ প্রত্যেকটি জিনিসের Details এ একটুও কৃপনতা করেনি ডেভেলপাররা।
একদম ১০/১০ দেওয়ার মতো গ্রাফিক্স আছে এই গেমটির। আপনার যদি ভালো একটি high end device থাকে তবে আপনি max graphics এ গেমটি খেলতে পারবেন।
আর এই গেমটি high graphics এ না খেললে একটুও মজা পাবেন না। গেমটি real life experience দিতে সক্ষম।
আর এর control ও বেশ Smooth পেয়েছি আমি high settings এও। helio g35 processor এ medium graphics এ বেশ smoothly খেলতে পেরেছি গেমটি।
কোনো lagging এর দেখা পাইনি। আর সবকিছুর details সুন্দর হওয়ায় বেশ ভালো একটা experience পেয়েছি আমি।
এই processor এ কোনো কিছুই expect করিনি আমি। তবে এই গেমটি আমার সেই ধারনা ভেঙ্গে দিয়েছে। সত্যিই প্রশংসা না করে থাকতে পারছি না।
এই ধরনের lag free experience পাবো এমন processor এ তবুও ভালো graphics এ সেটা অনেকটাই unexpected ছিলো।
যাই হোক, গেমটি অবশ্যই খেলে দেখবেন। অনেক মজা পাবেন। আশা করছি সেটাই।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
10) Game Name : Sky Trail
Game Developer : SayGames LTD
Game Size : 72 MB
Required OS : 5.0+
Game Released Date : July 30, 2021
Game Version : 1.7.6
Game Link : Playstore/Pdalife/Rexdl/Revdl
আপনার কি Parkour বা Running Type Games পছন্দ যেখানে Action ও আছে?
তবে এই গেমটি আপনারই জন্য। এই গেমটির ইউনিক কনসেপ্ট এর জন্য আমার কাছে এই গেমটি অনেক ভালো লেগেছে।
গেমটিতে আছে অফুরন্ত Action। গেমটি আপনাকে Action-Adventure-Parkour-Running সবকিছুরই experience একই সাথে দিবে।
গেমটি একটি Mission Type Game। এখানে আপনি একের পর এক Mission Complete করে যেতে হবে।
আপনি যদি গেমটির mod version download করেন তবে আপনি গেমটির আসল স্বাদ গ্রহন করতে পারবেন।
কারন গেমটিতে অনেক Upgrades আছে যার জন্যে আপনাকে অনেক money pay করতে হবে। যা unlimited mod money version ছাড়া possible হবে না।
তাই গেমটির আসল মজা উপভোগ করতে চাইলে অবশ্যউ এর mod version টি ডাউনলোড করে খেলুন।
গেমটির গ্রাফিক্স দেখে আবার হতাশ হবেন না। আমার কাছে decent graphics ই মনে হয়েছে।
কেননা সাইজ অনুযায়ী এমন গ্রাফিক্স পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আর এই গেমটি রিলিজ হয়েছে এখনো ১ বছরও হয়নি।
তাই ভবিষ্যতে এই গেমটিকে ডেভেলপাররা আপগ্রেড করতে করতে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে বলে আশা করছি।
তাছাড়া এই গ্রাফিক্স এর কারনেই আপনি যেকোনো মোবাইলে গেমটি অনায়াসে smoothly কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন।
আর যেহেতু এটি একটি FPS – First Person Game তাই গেমটিতে গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না।
বাকীটা আপনার নিজের উপর। আশা করছি গেমটি আপনার ভালো লাগবে।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই সাথে গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২১ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★।
বুঝতেই তো পারছেন গেমটি কতটা ভালো। এর রেটিং দেখলেই বোঝা যায় এত কম সময়ের ভিতরেও গেমটিকে এতবার ডাউনলোড + রিভিউ করে ভালো একটা পজিশনে নিয়ে আসা হয়েছে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
আশা করছি গেমগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যারা জানতেন তাদের জন্যে পোস্টটি করা হয়নি। যারা জানেন না একমাত্র তাদের জন্যেওই পোস্টটি করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….
The post Android এর ১০ টি ভিন্ন Category এর অসাধারন কিছু High Graphics Games! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Z43PYnw
via IFTTT
Comments
Post a Comment