জনপ্রিয় ৩ টি ওয়েবসাইট ! দেখে নিন এগুলোর কি কাজ। Useable Website..!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আজকে এমন ৩ টি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেগুলো দেখার পর আপনার‌ একবার হলেও ইচ্ছা হবে এগুলো ঘুরে আসার।

তো আসল কথায় আসি! এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকেই মজা নিচ্ছে, নিজের প্রয়োজন মতো কাজ করছে। সত্যি বলতে আমিও মজা নিচ্ছি, ৪ মাসের মতো। আর আমি চাই আপনারাও এগুলোর মজা নিন। আপনিও যখন এই ওয়েবসাইটের ব্যবহার করবেন তখন তো বুঝবেন কি জিনিস। তাই এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন না হলে আপনি এগুলোর সুযোগ সুবিধা পাবেন না, দেখলে দেখুন না দেখলে আমার কিছু না। 🥱🙄

No 1.

theinpaint.com

এটা এমন একটা ওয়েবসাইট যা আপনার একবার হলেও কাজে লাগবে। ওয়েবসাইটের নাম শুনে হয়তো সাধারণ ওয়েবসাইট মনে হতে পারে, কিন্তু কাজ অসাধারণ।

এই ওয়েবসাইটের সাহায্য আপনি যেকোনো ফটোর অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারবেন। এমন ভাবে মুছে যাবে যে কেউ বুঝতেই পারবেন না যে ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা হয়েছে।

সত্যি বলতে এটা অ্যাপের থেকেও ভালো কাজ করে, আমার কাছে এই ওয়েবসাইট খুবই ভালো লেগেছে।

ব্যবহারবিধি:

ওয়েবসাইটে গিয়ে যে ফটোর Unwanted, অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে চান সেটা Upload করুন

আপলোড হয়ে গেলে ফটোর সেসব অংশ মুছে ফেলতে চান সেগুলো লাল রং দিয়ে সিলেক্ট করুন। তারপর Erase লেখায় ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

চমৎকার ভাবে রিমুভ হয়ে যাবে। এখন ডাউনলোড করে নিন।

এখানে একটা অসুবিধা রয়েছে, আপনি যদি সেরা কোয়ালিটির ফটো (1280p) ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ডলার দিয়ে ক্রেডিট কিনতে হবে। আর যদি সাধারণ কোয়ালিটিতে (720p) ফটো ডাউনলোড করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আমি তো ফ্রী ডাউনলোড দিয়েই ভালো কোয়ালিটির ফটো পাই। আপনি প্রিমিয়াম কিনে ডাউনলোড করবেন নাকি ফ্রী ডাউনলোড করবেন সেটা আপনার ব্যাপার।

No. 2

www.iwastesomuchtime.com

এই ওয়েবসাইট অলসদের জন্য ! যেমন আমি। 😁 আপনিও যদি একজন অলস ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইট আপনার জন্য। এই ওয়েবসাইটে এসে আপনি টাইম পাস করতে পারবেন।

এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি Random, Multiple ফটো-টেক্সট, জোকস, মিমস পেয়ে যাবেন। যা পড়ে আপনি টাইম ওয়েস্ট করতে পারবেন।

এই ওয়েবসাইটের যে মালিক সে কতোটা অলস ভাবুন। তবে অলস হোক আর যাই হোক সে কিন্তু ইনকাম করছে।

No. 3

Star Chrome Experiment

এই ওয়েবসাইটে আপনি 3D Visualization এ ১ লাখ তাঁরা দেখতে পাবেন। আর যখন আপনি এগুলো Zoom করবেন, তখন স্পেসের 3D Image পাবেন এবং আপনি এগুলো রোটেট করে দেখার সুবিধাও পাবেন, সত্যি বলতে এটা মনে শান্তি আনে। ধীরে ধীরে যখন Zoom করতে শুরু করবেন তখন Solar System দেখতে পাবেন এবং যখন আপনি Maximum Zoom করবেন সূর্য দেখতে পাবেন। এই ওয়েবসাইট সম্পর্কে এখনো অনেকেই জানে না।

তো প্রথমে Google এ গিয়ে Search করুন Star Chrome Experiment লিখে। তারপর সবার প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটায় ক্লিক করুন।

আপনি ইচ্ছা করলে Take a Tour এ ক্লিক করে Automatic Play করতে পারবেন।

এই হলো আজকের পোস্টের ৩ টি ওয়েবসাইট।

আরও পড়ুনঃ হিসাববিজ্ঞান কি? হিসাববিজ্ঞান কাকে বলে?– বিস্তারিত আলোচনা!

আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদের নতুন কিছু আর্টিকেল উপহার দেওয়ার। প্রতিদিন নতুন কিছু শিখতে চাইলে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন।

ওয়েবসাইট লিংকঃ BD TECH ROOM.com

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ফেসবুক আইডি

The post জনপ্রিয় ৩ টি ওয়েবসাইট ! দেখে নিন এগুলোর কি কাজ। Useable Website..! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/SoZCdxW
via IFTTT

Comments