[Random Website Review – 1] হয়ে যান হ্যাকার, মজা নিন আপনার বন্ধু-বান্ধবের সাথে

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছে। আজকেই এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইট থেকে আপনি হ্যাকার হওয়ার মজা নিতে পারবেন এবং আপনার বন্ধুর সাথে প্রাংক করতে পারবেন।

তবে এটি শুধুমাত্র কম্পিউটারে করতে পারবেন। মোবাইলে এটি ভালোভাবে কাজ করে না। তাহলে চলুন ওয়েবসাইটের ব্যাপারে জেনে নেওয়া যাক। যে ওয়েবসাইট থেকে হ্যাকিং করার মজা নিতে পারবেন।

তো শুরুতেই আপনাকে একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের লিংক – https://geekprank.com/। ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি নিচের মতোন একটি স্কিনশট দেখতে পারবে। এরপর কি-বোর্ডের F11 চেপে ফুলস্কিন করে নিবেন। ফুল স্কিন না করলে আপনি আসল মজা পাবেন না।

Full Screen করে নেওয়ার পর  Hacker এ ক্লিক করবেন। যেহেতু আমরা হ্যাকিং প্রাংক করব তাই হ্যাকারে ক্লিক করব। আরো অনেক প্রাংক টুল আছে আপনি সেগুলো চেক করে দেখতে পারবেন। Hacker এ ক্লিক করার পর নিচের মতোন স্কিনশট দেখতে পারবেন। মনে হবে যেন আপনি কোন কিছু হ্যাকিং করার পর্টালে আছেন।

এখন আপনি আপনার কি বোর্ডে যা মন চায় তাই টাইপ করুন। আপনার এমন ফিল আসবে যে হ্যাক করার জন্য কোড টাইপ করছেন। এটি আপনি আপনার কোন বন্ধুর সামনে করতে পারবেন। তো যাই কিছুক্ষণ যা মন চায় টাইপ করে দেখুন। আমি কিছু টাইপ করে নিচে স্কিনশট দিয়ে দিলাম আপনাদেকে দেখানোর জন্য।

এবার আপনি কম্পিউটারের স্কিনের দিকে নজর দিন। স্কিনের ডানদিক বিভিন্ন ধরনের টুল দেখতে পারবেন ও স্কিনে বাম পাশে নিচের দিলে Start মেনু দেখতে পারবেন।

Start Menu তে বিভিন্ন ধরনের তথ্য, টিউটোরিয়াল, ভাষা পরিবর্তন করার অপশন পাবেন। এগুলো আমাদের প্রয়োজন নেই। আসল টুলগুলো রয়েছে ডান দিকে। এগুলো একে একে ব্যবহার করা শুরু করে দিন।

আমি Bitcoin Miner এ ক্লিক করে ওপেন করে নিলাম। নিচে স্কিনশট দেখুন। মনে হবে যে আসলে বিটকয়েন মাইন হচ্ছে। যদিও এটি প্রাংক।

এবার চলুন আরেকটা টুল ওপেন করি। Nucler Plant এ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি নিচের মতোন স্কিনশট দেখতে পারবেন। দেখে মনে হচ্ছে আসল।

এভাবে প্রতিটি টুল একে একে ব্যবহার করুন। অনেক মজা পাবেন।

এই ছিল আমার আজকের আর্টিকেল। পরবর্তী Random Website Review পর্বের জন্য অপেক্ষা করতে থাকুন। যদি ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড খুঁজে থাকেন তাহলে লিংক ক্লিক করে পোস্টটি পড়ুন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সাথে থেকে এই পোস্টটি পড়ার জন্য। পোস্টটি নিয়ে আপনার যেকোন মতামত জানাতে কমেন্ট করুন।


Intrested about me? Then, Please visit my Portfolio Website to know more about me: Imran Hossan

The post [Random Website Review – 1] হয়ে যান হ্যাকার, মজা নিন আপনার বন্ধু-বান্ধবের সাথে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/HjCcdoM
via IFTTT

Comments