[mobile app]মোবাইলে এই অ্যাপ গুলো নেই তো? থাকলে এখুনি মুছে ফেলুন, না হলে বিপদে পরতে পারেন।

আমরা হয়ত জানি প্লেস্টোর ও এখন ভূয়া অ্যাপ ভরে গেছে।
প্লে স্টোর থেকে ডাউনলোড করার সময় এই অ্যাপগুলোর একটি নকল আইকন দেয়ার ফলে ডাউনলোড করার সময় অস্বাভাবি কিছু মনে হচ্ছে না।বেশ কিছু দিন পর সম্যসা শুরু হয়। অ্যাপগুলোর মাধ্যমে গ্রহকদের প্রয়োজনীয় তথ্য স্কামারের হাতে চলে যায়। গত ডিসেম্বর এরকম কিছু ক্ষতিকারক অ্যাপকে প্লেস্টোর থেকে মুছে ফেলে। ফেব্রুয়ারি মাসেও এরকম ২৯ টি ডিলিট করা হয়।
এবার ৩৫ টি ভূয়া অ্যাপকে মুছে ফেলল গুগল।
এই অ্যাপগুলোর কোনটি হাজারের বেশিও ডাউনলোড করা হয়। বেশ কিছু অ্যাপের রেটিং ছিল ৪.৮ । যার কারনে অ্যাপগুলো চিনা বড় কঠিন হয়ে যায়।
আমাদের যখন কোন অ্যাপ প্রয়োজন হয়। তখন আমরা সেটা প্লেস্টোরে সাচ করি । আর না জেনেই সেটা ডাউনলোড করি।
আর চোর আপনার তথ্য চুরি করে ফেলে।কিন্তু আমাদের উচিৎ গুগল থেকে অ্যাপগুলো সম্পকে জেনে ডাউনলোড করা।
প্লেস্টোরে কিছু ভূয়া অ্যাপ
১.ওয়ালস লস
২.বিগ ইমোজি
৩.গ্রেড ওয়ালপেপার
৪.স্টক ওয়ালপেপার
৫.আট ফিল্ডার
৬.ক্রিয়েট স্টিকার ফর হোয়াটস অ্যাপ
৭.ফটো পিক্স এফেক্ট
৮.কীবোড
৯.স্মাট ওয়াফাই
১০.এফেক্ট মানিয়া
১১.ফাস্ট ইমোজি কিবোট
১২.ম্যাথ সলভ
১৩.লিড থিম
১৪.GPS লোকেশন
Etc…

The post [mobile app]মোবাইলে এই অ্যাপ গুলো নেই তো? থাকলে এখুনি মুছে ফেলুন, না হলে বিপদে পরতে পারেন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/1wZxrGe
via IFTTT

Comments