আসসালামুআলাইকুম
ফেসবুক পেজ আমরা সবাই ব্যবহার করি।
সেই পেইজে অনেকে অনেক রকম পোস্ট করে থাকি।
যেই পোস্টগুলো অনেকে কপি করে নিজের বলে চালিয়ে দেয়।
কপি পোস্ট কিন্তু বড় রকমের অন্যায়।
সেটা আমরা সবাই মোটামুটি জানি।
অনেকেই আছে যাদের ফেসবুক পেইজে ফলোয়ার বেশি। আমরা সেই পেজে ভিডিও কিংবা পোস্ট করে থাকি। এতে আমাদের পোস্টে অনেক লাইক কমেন্ট আসে।
বিশেষ করে যারা বিখ্যাত ব্যক্তি তাদের পেইজে অনেক লাইক কমেন্ট আছে।
তখন কিছু মানুষ করে কি, তাদের নামে আইডি খুলে এবং তাদের এই ভিডিওগুলো কপি করে পোস্ট করে।
এখন আপনার সাথে যদি এরকমটা হয়ে থাকে আজকে ট্রিক আপনার জন্য।
আপনার তৈরি করা ভিডিও , ফটো, পোস্ট ইত্যাদি যদি কেউ কপি করে তাহলে তার পোস্টটি কিভাবে ডিলিট করবেন।
উদাহরণস্বর ূপ নিচের স্ক্রিনশট টি দেখুন। এটি আমার পেজের পোস্ট।
আমার পোস্টটি কেউ কপি করে এই পেইজে পোস্ট করেছে
এখন আপনি যদি এই পরিস্থিতির শিকার হয়ে থাকেন। এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে চান। তাহলে নিচের স্ক্রিনশটের মত পদক্ষেপ গুলো নিন।
প্রথমে আপনার যেই পোস্টটি কপি হয়েছে সেই পোস্ট লিংক কপি করুন।
তারপর যেই পেজ দ্বারা আপনার পোস্টটি পাবলিস্ট করা হয়েছে সেই পোস্টের লিংকটি কপি করুন।
দুইটি পোস্টের লিংক কপি করা শেষ হলে। প্রথমে নিচের লিঙ্ক টি ক্লিক করুন।
click
স্ক্রিনশটের মত প্রথমটায় টিক দিন
তারপর নিচের স্ক্রিনশটের মত আপনার ফেসবুক আইডির নাম আপনার ঠিকানা আপনার ইমেইল কনফার্ম email দিবেন। এবার আপনার ফেসবুক পেজের নাম তারপর আপনার দেশ সিলেক্ট করুন প্রমাণস্বরূপ একটি স্ক্রিনশট দিতে পারেন এবার আপনার ফেসবুক পেজের যে পোস্টটি লিংকটি কপি করেছেন। তা এখানে পেস্ট করুন আপনার কি কপি করা হয়েছে তা সিলেক্ট করুন নিজের স্ক্রিনশটের মত সিলেক্ট করুন তারপর বিস্তারিত লিখুন আর কি কপি হয়েছে সেটা সিলেক্ট করুন যেমন আমার ফটোকপি হয়েছে আমি ফটো সিলেক্ট করেছি এবার আপনার ফেসবুক আইডির নামটি দিন এবং সাবমিট এ ক্লিক করুন এখন দেখুন নিচের স্ক্রিনশটের মত আসবে এখন দেখুন নিচের স্ক্রিনশটের মত আপনার দেওয়া জিমেইলে facebook একটি মেসেজ দিবে।
ব্যাস আপনার কাজ শেষ ।
যেকোনো সময় ফেসবুক আপনার জিমেইল একটি মেসেজ দিবে যে আপনার অনুরোধটি রাখা হয়েছে অথবা রাখা হয়নি এরকম কিছু ।
The post আপনার ফেসবুক পেজের পোস্টের কপি থেকে বাঁচাবেন যেভাবে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/5dzBYbs
via IFTTT
Comments
Post a Comment