আসসালামুআলাইকুম প্রিয় TrickBD এর সকল সদস্যগ
কেমন আছেন সবাই ,
আশা করি সকলে ভালো আছেন
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি
ভালো আছি বলেই আজকে নতুন একটি
পোষ্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
সবাইকে স্বাগতম আমার পোস্টে
ফেসবুক হচ্ছে বর্তমানে মেটা কোম্পানি এর অধীন
একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
ফেসবুক এবার তার বিভিন্ন কমিউনিটি
এর এডমিন দের জন্য নিয়ে এসেছে নতুন একটি ফিচার
যদি আপনি ফেসবুকের আওতাধীন
কোন গ্রুপের এডমিন হয়ে থাকেন
তাহলে আপনি আবেদন এর মাধ্যমে পেয়ে
যেতে পারেন প্রায় ৩৮ লক্ষ টাকা।
এই প্রোগ্রামটির নাম দেয়া হয়েছে
“এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেটর”
মূলত তারা এই ফিচারটি চালু করেছে যাতে
এডমিনদের লিডারশিপ দক্ষতা বৃদ্ধি পায়
তারা বিভিন্ন টুল ব্যবহার করে তাদের
কমিউনিটি এর প্রভাব আরো বেশি বৃদ্ধি করে তুলতে পারে
এই বছর বাংলাদেশী কমিউনিটি ভুক্ত গ্রুপগুলো অংশগ্রহণ
করতে পারবে এই ফিচার এ।
ফেসবুক একটি বিবৃতিতে জানাই নির্বাচিত গ্রুপগুলো
তাদের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী
প্রায় 40 হাজার ইউএস ডলার পাবে যা সমান ভাবে ভাগ করে
দেওয়া হবে।
তবে ফেসবুক এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার
জন্য কিছু শর্ত আরোপ করেছে।
যেমন:
অবশ্যই আপনার কাঙ্খিত গ্রুপটিকে
এক বছরের বেশি হতে হবে
গ্রুপের সদস্যদের সংখ্যা প্রায় ৫ হাজারের ওপরে হতে হবে।
বাংলাদেশ বাদেও এশিয়া রিজনের যেসব গ্রুপ রয়েছে সকল এডমিনগুলো এই ফিচারে অংশগ্রহণ করতে পারে।
অংশগ্রহণ করতে হলে নিচের লিংকে
ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন সময় খুব সীমিত ।
লিংক কপি করে
গুগল ক্রোম ব্রাউজার এ পেস্ট করে
আবেদন করুন
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন
এবং ট্রিকবিডি এর সাথেই থাকবেন।
(বি. দ্রঃ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,)
এই যে লিংক,,
The post বাংলাদেশী ফেসবুক গ্রুপ এর এডমিন যদি আপনি হয়ে থাকেন আপনিও পেতে পারেন প্রায় ৩৮ লক্ষ টাকা !! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Rsctf6D
via IFTTT
Comments
Post a Comment