খুব কম সময়ে আপনার ফটোতে ব্যাসিক কালার কারেকশন করুন

আসসালামুওয়ালাইকুম

সবাই কেমন আছেন ? অনেকদিন পর আবারো ট্রিকবিডিতে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের পোস্ট টি অনেক ভালো লাগবে !

অনেকে আমরা ছবি তুলে সাথে সাথে ফেসবুক / ইন্সটাগ্রামে আপলোড করতে চাই! এবং খুব কম সময় দেই এডিটিং এর উপরে!!

তাদের উদ্দ্যেশ্যে আজকের এই পোস্ট

আজ মূলত লাইটরুম দিয়ে ব্যাসিক একটি কালার কারেকশন দেখাবো যা আপনারা খুব কম সময়ে করতে পারবেন,

এই কালার গ্রেডিং করার জন্য মূলত আপনার পিকচার ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড এ শুট করতে হবে!!

তার জন্য সর্বপ্রথম লাইটরুম ওপেন করুন এবং যেই ফটো টি এডিট করবেন, তা নির্দেশ করুন,

এবং ব্যাসিক ভাবে আপনার পিকচারের লাইটিং ঠিক করুন, এবং আপনার পিকচারে পারফেক্ট লাইটিং কিভাবে করবেন তা নিয়ে একটি বিস্তারিত পোস্ট আমি এর পরে করবো, আজ যেহেতু ব্যাসিক কালার গ্রেডিং নিয়ে লিখছি! তাই এটার পরিপ্রেক্ষিতে কথা বলি!

সর্বপ্রথম আমরা চলে যাবো Colour এ
এবং এখানে Vibrance টা একটু বাড়িয়ে, Saturation টা হালকা কমিয়ে দিন, এসব বাড়ানো বা কমানোর সময় খেয়াল রাখবেন আপনার মুখে অতিরিক্ত কালার যেনো চলে না আসে অথবা অতিরিক্ত ফ্যাকাশে যেনো হয়ে না যায়

এরপর উপরে থাকা Mix অপশন টি তে ক্লিক করুন!

এবার হবে মূলত আসল কালার গ্রেডিং,

সবার প্রথমে সবুজ রঙের সার্কেল এ ক্লিক করুন

এবং Saturation টা 100 করে দিন, এবং Hue টা -100 করে দিন, এতে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড এ ইয়োলো একটা ভাইব আসবে,

এবার আপনারা Yellow সার্কেট টায় ক্লিক করুন!
এবং Hue টাকে -100 করে দিন,,,এবং Luminance কিছুটা কমিয়ে দিন!! Luminance কমানোর সময় খেয়াল রাখবেন আপনার পিকচার যেনো খারাপ না হয়ে যায়, যতোটা দেখতে সুন্দর লাগবে ঠিক ততোটাই কমাবেন!

এবার Done এ ক্লিক করুন!!

এবার Effects এ ক্লিক করবেন!!!

এবং Clarity টা হালকা পরিমান বাড়াবেন, 25/30 এমন,, এবং Dehaze টা ৫/৬ এমন করে দিবেন,,

এবং পরে Vignette টা কিছুটা কমাবেন 20/30 মতো,

ব্যাস আপনার কম সময়ে একটি পারফেক্ট এডিটেড ফটো রেডি,, এবার এক্সপোর্ট করুন!!

আগে

পরে

তো দেখতেই পেলেন পার্থক্য, আজ এপর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্ট এ, সে পর্যন্ত ট্রিকবিডির সাথেই থাকুন,
ধন্যবাদ

My Social Media Handles : InstagramFacebook

The post খুব কম সময়ে আপনার ফটোতে ব্যাসিক কালার কারেকশন করুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/lvczgHf
via IFTTT

Comments