ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নিয়ে নিন ইমেজ হোস্টিং প্লাগিন

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্লগার CMS হচ্ছে ওয়ার্ডপ্রেস। যা ট্রিকবিডিতেও ব্যবহার হচ্ছে।
আমারা অনেকেই কম স্ট্রোরেজ হোস্টিং ব্যবহার করে থাকি যে কারনে পোষ্টে ইমেজ আপলোড করার জন্যে স্ট্রোরেজ পূর্ণ হয়ে যায়। এ সমস্যা সমাধানের জন্য এ প্লাগিন ব্যবহার করতে পারেন।

প্লাগিনে যে সুবিধা পাবেনঃ

  • ফ্রি ইমেজ হোস্টিং
  • এক ক্লিকে আপলোড
  • ইমেজ সহ কমেন্ট করার সুবিধা
  • প্লাগিনে যে অসুবিধা পাবেনঃ

  • ইমেজ আপলোড করার ক্ষেত্রে Text মুড ব্যবহার করতে হবে, Visual মুড কাজ করে না
  • প্লাগিন নামঃ A Free Image Hosting
    সাইজ : ১.৯৮ কেবি
    ডাউনলোড: গুগল ড্রাইভ অথবা ডিরেক্ট ডাউনলোড

    ইন্সটলঃ

    প্লাগিন ডাউনলোড করে সাইট থেকে আপলোড এবং একটিভ করে নিবেন।

    ব্যবহারঃ

    প্লাগিনটি ব্যবহার করার জন্য অবশ্যই Classic Editor প্লাগিন ইন্সটল থাকতে হবে। না থাকলে প্লাগিন স্টোর থেকে Classic Editor লিখে সার্চ করে ইন্সটল করে নিবেন।

    এবার নিউ পোষ্ট করতে গেলে এমন ” Upload Images” লেখা দেখতে পাবেন

    Upload Images এ ক্লিক করলে নিউ ট্যাবে [https://extraimge.com]ExtraImage.Com[/url] নিয়ে যাবে

    ইমেজ সিলেক্ট করে করে আপলোড হয়ে গেলেই অটো আপনার সাইটে নিয়ে আসবে

    আজকে এ পর্যন্তই, কোন সমস্যা হলে কমেন্ট করুন।


    কারো SMM Services(Facebook Profile Followers, Page like & Follow, Youtube Subscriber, Watchtime etc) লাগলে SMMBD.Top ব্যবহার করতে পারেন। গত দুই মাসে ১৫০০+ অর্ডার কম্পিলিট করেছি।

    The post ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নিয়ে নিন ইমেজ হোস্টিং প্লাগিন appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/xI7RE0Z
    via IFTTT

    Comments