অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন

এন্ড্রয়েড ফোন যারা. ব্যবহার করি তাদের জন্য আজকের এই বিশেষ টিপসটি।
like
স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য সুবিধা হচ্ছে এর লক সিস্টেম।

এই সিস্টেম থাকার কারণে আমাদের গোপনীয় তথ্য হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকে।

যে কেউ চাইলে আপনার ফোন ঘাটাঘাঁটি করতে পারে। যার কারনে স্মার্টফোনে স্ক্রিন লক রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

এতে আপনার সকল গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ থাকবে।

কিন্তু কোন কারণে যখন আপনার ফোনের প্যাটার্ন লকটি ভুলে যান তাহলে কি হবে?

প্যাটান বা কোড নাম্বার ভুলে গেলে আমরা সবাই প্রায় মোবাইল সার্ভিস সেন্টারে যাই। এবং টাকার বিনিময়ে মোবাইল লক খুলে আনি।

তারা সম্পূর্ণ তাদের প্রযুক্তি ব্যবহার করে লকটি খুলে দেয়।

আবার অনেক সময় পুরো ফোন রিপ্লাই দিতে হয় যার কারণে জরুরি অনেক তথ্য হারিয়ে যায়।

যার কারণে আমরা অনেক সময় তথ্যগুলো সেভ রাখার জন্য অন্য কোন উপায় খুঁজি।

অনেকেই হয়তো এইই নিয়মটি জানেন। যারা জানেন তারা চাইলে পোস্টটি এড়িয়ে চলতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার ফোনের প্যাটার্ন লক নতুন করে রিসেট করবেন।

যেহেতু মোবাইলে স্ক্রিনশট দেওয়ার সুযোগ নাই সুতরাং স্ক্রিনশট দিতে পারলাম না। লিখেই বুঝাবার চেষ্টা করব।

১#প্রথমে যে ফোনের প্যাটার্ন লক ভুলে গেছেন সেই ফোনটি সুইচ অফ করে দিন।

২#কমপক্ষে এক মিনিট ধইরা অপেক্ষা করেন‌

৩#পাওয়ার বাটন এবং ভলিউম বাটম কি বাটম একসাথে চাপ দিয়ে ধরে রাখুন। যতক্ষণ না পর্যন্ত স্কিনে কোন লেখা আসে ততক্ষণ পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখুন।

৪#যদি স্কিনে কোন লেখা দেখা যায় তাহলে বুঝবেন ফোনটি রিকভারি মোডে চলে গেছে।

৫# factory reset button নামক একটি অপশন আসবে। তার উপরে ক্লিক করুন।

৬# wipe cache নামক অপশন আসবে সেখানে ক্লিক করুন এবং ডাটা ক্লিন করে ফেলুন।

৭#এরপর ফোন বন্ধ করে অ্যান্ড্রয়েড ডিভাইসটি চালু করতে হবে।

তখনই কোটবা পেটান ছাড়া ফোন এক্সেস করতে পারবেন।

আর এই পর্যন্তই।
ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথে থাকবেন।
ইনশাল্লাহ ট্রিক বিডি থেকে ভালো কিছু পাবেন।

আরো পড়ুন

মাত্র ১৩ এমবির একটি অ্যাপ দিয়ে হবে এবার লাইভ স্ট্রিম স্কিন ভিডিও রেকর্ড এবং স্ক্রিনশট আরো অনেক সুবিধা
ফ্রি আনলিমিটেড হোস্টিং নেওয়ার সবচাইতে সেরা সাইট
মোবাইলে এই অ্যাপস গুলো নাই তো থাকলে এখনই মুছে ফেলুন না হলে বিপদে পড়তে পারেন
আপনার ফেসবুক পেজের পোস্ট কপি হলে যেভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন
নিয়ে নিন জাগো নিউজ ২৪ এর ওয়ার্ডপ্রেস থিম সম্পূর্ণ ফ্রিতে
নিয়ে নিন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য লাইক বাটন প্লাগিন
অ্যাপ ছাড়া যেভাবে যে কোন মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন
aa
পোস্টটি পরার   জন্য ধন্যবাদ।

The post অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/p0hJbxF
via IFTTT

Comments