৩০ তম বি সি এস প্রিলিমিনিয়ারি প্রশ্নের সমাধান।[পর্ব-৩]

আসসালামু আলাইকুম, কেমন আসেন সবাই? আশা করি ভালো নেই,কেননা দেশ আমাদের দেউলিয়া হওয়ার পথে।আমরা রয়েছি অর্থ সংকটে,একটা দেশ তখনই এ-ই পরিবেশে যখন সেই দেশের মোট আয়ের তুলনায় ব্যয় বেশি হয় এবং বিভিন্ন পণ্যর সংকট হয়।আমরাও কিন্তু এ-ই পরিবেশে যেতে পারি। কিন্তু তারপরও আমাদের এ-ই অভাব অন্টন দমন করা অনেক কঠিন। কেননা আমাদের দেশের মোট  আয়তনের তুলনায় আমাদের দেশের মোট জনসংখ্যা অনেক বেশি,ফলে বাজারে অনেক পণ্যের সংকট দেখা দিচ্ছে এবং মানুশ কে তা দ্বিগুন দামে ক্র‍য় করতে হচ্ছে।তাই আমাদের উচিত হবে যেন আমরা সুশিক্ষিত সুনাগরিক হয়ে সারা বিশ্বের যেকোন স্থান থেকে যেন আয় করে খেতে পারি।
তো আর বেশি কথা না বাড়াই আজ আমি আপনাদের জন্য আবারও বিভিন্নভাবে সংগ্রহকৃত বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন ও উত্তর [৩য় পরব] নিয়ে আসলাম।
1. দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে ?
গজারিয়া
গাজীপুর
সাভার
ভালুকা
Ans : গজারিয়া
2. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে ?
১২১২
 ১২০০
১২০৪
১২১১
Ans : ১২০৪
3. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
 ২০০৭
১৯০৭
 ১৯০৯
 ১৯১৬
Ans : ১৯০৭
4. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
বীরবল
ভিমরুল
অনিলাদেবী
যাযাবর
Ans : অনিলাদেবী
5. \’আধ্যাত্মিক\’উপন্যাসের লেখক কে?
প্যারীচাঁদ মিএ
বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
দামোদর বন্দ্যোপাধ্য্যায়
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
Ans : প্যারীচাঁদ মিএ
6. .কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
গোবিন্দ দাস
কায়কোবাদ
কাহুপা
ভুসুকুপা
Ans : ভুসুকুপা
7. সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি-এ চরণদ্ধয়ের লেখক-
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
 মদনমোহন তর্কালঙ্কার
কৃষ্ণচন্দ্র মজুমদার
Ans : মদনমোহন তর্কালঙ্কার
8. \’ঠাকুরমার ঝুলি\’কী জাতীয় রচনার সংকলন ?
রুপকথা
ছোটগল্প
গ্রাম্যগীতিকা
রুপকথা-উপকথা
Ans : রুপকথা
9. .\’কাঁঠালপাড়া\’য় জন্মগ্রহণ করে কোন লেখক ?
শরৎচন্দ্র চট্র্রোপাধ্যা
 সুভাষ মুখোপাধ্যায়
 কাজী ইমদাদুল হক
বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
Ans : বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
10. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ?
১৮৪৭-১৯১১
১৮৫২-১৯১২
১৮৫৭-১৯১১
 ১৮৪৭-১৯১২
Ans : ১৮৪৭-১৯১২
11. .রবীন্দ্রনাথের\’সোনার তরী\’কবিতা কোন ছন্দে রচিত ?
স্বরবৃও
অক্ষরবৃও
মন্দাক্রান্তা
মাএাবৃও
Ans : মাএাবৃও
12. \’পাহাড়তলী\’গ্রামে জন্মগ্রহণ করেন
মুকুন্দরাম চক্রবর্তী
সৈয়দ শামসুল হক
শামসুর রাহমান
উপরের কোনটি সঠিক নয়
Ans : উপরের কোনটি সঠিক নয়
13. .\’পূর্বাশা\’পএিকার সম্পাদক ছিলেন-
মুন্সী মেহেরুল্লা
 সঞ্জয় ভট্রাচার্য
কামিনী রায়
মোজাম্মেল হক
Ans : সঞ্জয় ভট্রাচার্য
14. বাংলা সাহিত্যের আদি কবি কে?
কাহ্নপা
চেণ্ডনপা
লুইপা
ভূসুকুপা
Ans : লুইপা
15. .কোন লগিষঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২,১৮ এবং ২৪ দ্ধারা বিভাজ্য হবে ?
৮৯
৭০
১৭০
১৪২
Ans : ৭০
16. ক ও খ একএে একটি কাজ ১২ দিনে করতে পারে । ক একা কাজটি ২০ দিনে করতে পারে । খ একা কাজটি কতদিনে করতে পারবে ?
২৫ দিনে
 ৩০দিনে
৩৫ দিনে
৪০ দিনে
Ans : ৩০দিনে
17. .ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুস্থিত হয় ?
ঢাকা
কাঠমুণ্ডু
থিম্পু
মালে
Ans : থিম্পু
18. .নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
৯১
৮৭
৬৩ ৫৯
Ans : ৫৯
19. .নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ?
০.৩
√০.৩
১/৩
২/৫
Ans : ০.৩
20. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট । সংখ্যাটি কত?
৩৪০
৩৪১
৩৪২
৩৪৪
Ans : ৩৪১
21. f(x)=x^3 kx^2-6x 9; k-এর মান কত হলে f(3)=0 হবে
1
-1
-2
0
Ans : -2
22. .x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক ?
xz>yz
x/z>y/z
z/x>z/y
 xz<yz
Ans : xz<yz< font=””>
23. একটি আয়তক্ষেএের দৈর্ঘ্য প্রস্ত্রের দ্ধিগুন । আয়তক্ষেএটির ক্ষেএফল 1250 র্বগমিটার হলে এর দৈর্ঘ্য কত ?
30
40
50
60
Ans : 50
24. নিচের কোনটি বৃওের সমীকরণ ?
ax2 bx c=0
y2=ax
x^2 y^2=16
y2=2x 7
Ans : x^2 y^2=16
25. a 1/a=3 হলa^3 1/(a^3)এর মান কত ?
9
18
27
36
Ans : 18
26. .loga (m/n)=কত ?
loga^m-logn
loga^m logn
loga^m.logn
কোনটিই নয়
Ans : loga^m-logn
27. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুটি সমকোণ হলে একটি অপরটির কী বলে ?
সন্নিহিত কোণ
সরলকোণ
পূরককোণ
সম্পূরক কোণ
Ans : সম্পূরক কোণ
28. বৃওের কেন্দ্র্র ছেদকারী জ্যাকে কী বলা হয় ?
ব্যাস
ব্যাসার্ধ
বৃওচাপ
পরিধি
Ans : ব্যাস
29. দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় ?
একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
 একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোণে ও অনুরুপ বাহুর সমান
একটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণের সমান
Ans : একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
30. .কোন এিভুজের বাহুগুললোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী এিভুজ অংকন সম্ভব হবে ?
 ৬:৫:৪
৩:৪:৫
১২:৮:৪
 ৬:৪:৩
Ans : ৩:৪:৫
31. একটি মিনারের পাদদেশে হতে 20 মিটার দুরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30^0 হলে মিনারটির উচ্চতা কত?
 20√ 3 মিটার
 20/√ 3মিটার
20মিটার
10/√ 3মিটার
Ans : 20/√ 3মিটার
32. ১৩.৩/৪% এর সমান ?
১১/৮০
১১/২০
১/৯
১/৮
Ans : ১১/৮০
33. ৩,৯,৪ এর চতুর্থ সমানুপাতিক কত ?
4
14
16
12
Ans : 12
34. 3x^3 2x^2-21x-20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-
x 2
x-2
x 1
x-1
Ans : x 1
35. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয় ?
দস্তা
সালফার
নাইট্রোজেন
পটাশিয়াম
Ans : সালফার
36. ফল পাকানোর জন্য দায়ী কী?
ইথিলিন
প্রপিন
লাইকোপেন
মিথিলিন
Ans : ইথিলিন
37. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
 এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
 চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
ইনসুলিনের অভাবে এ রোগ হয়
Ans : চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ
পোস্ট টি ভালো  লাগবে পোস্টে লাইফ দিন,কিছু জানার থাকলে কমেন্ট করুন।

The post ৩০ তম বি সি এস প্রিলিমিনিয়ারি প্রশ্নের সমাধান।[পর্ব-৩] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/43pm8TV
via IFTTT

Comments