এসএসসি 2022 পরীক্ষার্থীদের জন্যে ফাহাদ স্যার কি ধরনের উদ্যোগ নিয়েছে জেনে নিনঃ
আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ট্রিকবিডিবাসীর সকলেই ভালো আছেন।আমি মোটামুটি ভালো আছি, সবাইকে স্বাগত আজকের পোস্টে।কিছু দিন পরেই এসএসসি পরীক্ষা শুরু হবে।সকলেই জানেন আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে আমাদের পরীক্ষা শুরু হতে চলেছে।আমিও এবার ২০২২ এর একজন পরীক্ষার্থী, দোয়া করবেন আমার জন্যে।তবে পোস্টের উদ্দেশ্য এটা না মূল কথায় চলে যাচ্ছিঃ ফাহাদ স্যারের নাম কম বেশি সকলেই শুনেছেন।করোনার সময় ২০২১ সালের এসএসসির শিক্ষার্থীদের জন্য তিনি বেশ ভালো কিছু করেছিলেন।মূলত তিনি ফেসবুকে লাইভ করিয়েছেন।
এখন আবার ২২ সালেও এই ব্যবস্থা করেছেন।আজ রাত ৯ টায় সে আবার লাইভে আসবেন।রসায়ন একাদশ অধ্যায়ের প্রশ্নোত্তর ও ব্যাখ্যা করবেন।যাদের মনে চাবে তারা লাইভে অংশগ্রহণ করতে পারেন।ফাহাদ হোসেন আমাদের স্কুল ইউটুউব চ্যানেলে দীর্ঘ সময় এসএসসি ও এইচএসসির বিজ্ঞান বিভাগের বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়েছেন।এখন Fahad’s Tutorial চ্যানেলে ভিডিও আপলোড করে।ফেসবুকের লাইড ক্লাসগুলোও রেকর্ড করে এতে দিন।তিনি এবার একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে অনলাইন এমসিকিউ বা নৈবর্তিক পরীক্ষার।আপনিও চাইলে অংশ নিতে পারেন পেইজ লিংক হচ্ছেঃ facebook page
লিংকে গেলে আপনি একটু নিজের দিকে দেখবেন পরীক্ষার লিংক পেয়ে যাবেন।৫০ মার্কে আজকের রাতের রসায়ন একাদশ অধ্যায়ভিত্তিক পরীক্ষা হবে।যদিও বোর্ড পরীক্ষার সময় পেছানোর কারণে আমরা পড়াশুনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছি।যার কারণে ফাহাদ স্যারের এরকম একটা উদ্যোগ নিয়েছেন, আশা করি প্রিয় শিক্ষার্থী ভাইদের ভালো লাগবে।
ভালো লাগলে স্যারের পেইজে ফলো করতে পারেন।
আমার দেখা একজন ভালো মনের স্যার তিনি।
যেকোনো খবরের আপডেট, টিপস ও টেক রিলেডেট নিউজ জানতে নিচের সাইটটি ফলো করতে পারেন।
সময়ের খবর
The post এসএসসি 2022 পরীক্ষার্থীদের জন্যে ফাহাদ স্যারের উদ্যোগ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/GXQqymD
via IFTTT
Comments
Post a Comment