সিংগেল নেম ফেসবুক আইডি বানানোর ট্রিক (Single name facebook acoount trick)

যা যা প্রয়োজন-
১. একটি স্মার্টফোন
২. সুস্থ ইন্টারনেট কানেকশন
৩. Tunnel Bear VPN (অন্য ভিপিএন-ও ব্যবহার‍্যোগ্য)
৪. Facebook app (Official)
৫. Instagram Account (যে ফেসবুক আইডি তে নাম চেঞ্জ করবেন তার সাথে সংযুক্ত করার জন্য)

প্রথমে নিচ থেকে Tunnel Bear VPN ডাউনলোড করে নিন। সেখানে একটি একাউন্ট খোলার প্রয়োজন পড়বে। এরপর ইন্সটাগ্রাম এ একটি একাউন্ট খুলে নিন।
Play Store

বিঃদ্রঃ চাইলে অন্য ভিপিএন-ও ব্যবহার করতে পারবেন, তবে সেখানে “Indonesian Server” থাকতে হবে।

প্রথমে ফেসবুকে ঢুকুন এবং মেনুতে গিয়ে সেটিংসে যান।
স্ক্রীনশট ফলো করুন।


এখন ফেসবুক থেকে বের হয়ে আসুন এবং Recents অপশন থেকে সব ক্লিয়ার করুন।

এবার আপ্নারা ভিপিএন এ প্রবেশ করে Indonesian server কানেক্ট করুন।

কানেক্ট হয়ে গেলে বের হয়ে এসে আবার ফেসবুকে ঢুকুন সেটিং এ ঢুকুন ও স্ক্রীনশটের মতো।


এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
First Name এর জায়গায় আপনার এক শব্দের নাম লিখুন যেটা দিতে চান।
মাঝের টা ফাকা রাখুন।
আর শেষের টায় কী-বোর্ড এর স্পেস বাটন এর তিন ক্লিক করুন। অর্থাৎ তিনটা স্পেস লিখুন। এটা না করলে হবে না কিন্তু।
স্ক্রীনশট দেখুন।

এরপর

Thanks for reading 😇

কোনো সমস্যা হলে নক করতে পারেন।
Facebook: মুন্সী

The post সিংগেল নেম ফেসবুক আইডি বানানোর ট্রিক (Single name facebook acoount trick) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/39V1Eul
via IFTTT

Comments