২০ টি অসাধারন Fully Working Telegram Bots যা আপনার কাজকে আরো অনেক সহজ করে দিবে ( Telegram Users Must See! )
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
এই পোস্টে আমি ২০ টি অসাধারন টেলগ্রাম বটের কথা বলবো যেগুলো পুরোপুরি কার্যকরী এবং উপকারী বট। প্রতিটি বটই আমি নিজে টেস্ট করেছি। তাই এই কথা বলতে পারছি।
শুরুতেই বলে দিই পোস্টটি বড় হতে পারে। তাই ধৈর্য্য ধরে পড়তে পারলে পড়বেন। আর ভালো না লাগলে কোনো বাজে কমেন্ট করার প্রয়োজন নেই।
বলে রাখা ভালো এখানে কোনোটাই এমনভাবে সাজানো হয়নি যাতে মনে হতে পারে একটা আরেকটার থেকে ভালো। আমি শুধু মাত্র ক্রমিক নম্বর অনুসারে সাজিয়েছি।
সবগুলো Telegram bot ই আমি নিজে Test করেছি এবং সবগুলোই ভালো কাজ করে।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পোস্ট।
20) BOT NAME : Reverse Image Search
Bot Username : @LCxRvsImgSrch_bot
এই Bot এর কাজ হচ্ছে image এর আসল সোর্সকে খুজে বের করা। অন্যান্য Bot থেকে এটাকে special করে তুলে এক দিয়ে। সেটা হচ্ছেঃ এই Bot এর মাধ্যমে আপনি ৭ টি ওয়েবসাইট থেকে একসাথে সার্চ রেজাল্ট দেখায়।
বটটি ব্যবহার করতে হলে আপনাকে শুধু বটকে সে ছবিটি পাঠাতে হবে যেটির সোর্স সম্পর্কে আপনি জানতে চান। সাথে সাথে আপনাকে বট গুগল,বিং,ইয়ান্ডেক্স সহ মোট ৭টি ওয়েবসাইটের সার্চ রেজাল্ট দিবে।
অনেক কাজের একটি বট।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
19) BOT NAME : Translator Bot
Bot Username : @TranslatorDR_Bot
এই Bot এর মাধ্যমে খুব সহজেই যেকোনো ভাষা থেকে অন্য যেকোনো ভাষায় ১ সেকেন্ডেরও বা তার কম সময়ে ট্রান্সলেট করতে পারবেন। সবচেয়ে আকর্ষনীয় দিকটি হলো এখানে অনেক ভাষার Option আছে। আমি আশা করি এটা অনেকেরই উপকারে আসবে।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
18) BOT NAME : Temp mail
Bot Username : @TempMail_org_bot
যাদের Temporary Mail এর প্রয়োজন পড়ে তাদের জন্যে এই Bot টি অনেক উপকারে আসবে। বেশি কিছুই করতে হবে না। Bot এর Start এ ক্লিক করুন। তারপর আপনাকে একটি Temporary mail দেওয়া হবে। সেটি আপনি ব্যবহার করতে পারবেন।
আপনি যদি নতুন Mail চান তবে ( + Generate New) আইকনে ক্লিক করলেই নতুন Mail আপনাকে দিয়ে দিবে।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
17) BOT NAME : Video Downloader Bot
Bot Username : @VideoDownloadBot
নামের সাথে কাজের মিল আছে। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, এই বটের মাধ্যমে আপনারা বিভিন্ন সাইটের ভিডিও লিংক কপি পেস্ট করে সেসব ভিডিও ডাউনলোড করতে পারবেন। চিন্তা করবে না। ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশা করি Bot টি উপকারে আসবে।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
16) BOT NAME : Image To Text Bot
1) Bot Username : @the_ocr_bot
2) Bot Username : @imageToText_bot
আমি আপনাদের দুটি Bot ই দিচ্ছি। যদি দেখেন একটি কাজ করছে না বা লিমিট দেখাচ্ছে তবে অপরটি ব্যবহার করতে পারেন। দুটি Bot ই অনেক ভালো কাজ করে। আপনি শুধু আপনার ছবিটি পাঠাবেন আর বট সে ছবিতে থাকা টেক্সট গুলো আপনাকে মেসেজ করে রিপ্লাই করবে। এটাই এই বট দুটির কাজ।
বিভিন্ন ভাষাতেও Text Format করা যায় English বাদেও। তাই এটি অনেকেরই উপকারে আসবে বলে আশা করছি।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
15) BOT NAME : Bing
Bot username : @bing
এই Bot এর কাজ হচ্ছে Image search করা। আপনাকে এই Bot কোথাও Add করা লাগবে না, কিছুই করতে হবে না। শুধু Bot টিকে Start এ ক্লিক করে চালু করুন।
এরপর যেকোনো Chat এর Message এ গিয়ে যখনই @bing লিখবেন আর সাথে একটা Space দিবেন তখনই সাথে সাথে আলাদা একটা Option পাবেন Image search দেওয়ার জন্যে।
সেখানে আপনি যেরকম image চাচ্ছেন সে Image এর নামটি লিখবেন আর আপনাকে সে Related যত Image আছে সব দেখানো হবে। সেখান থেকে আপনি আপনার কাংখিত ছবিটি সেন্ড করে পাঠাতে পারবেন।
নিচে কিভাবে বটটি কাজ করে তার স্ক্রিনশট দেওয়া হলোঃ
14) BOT NAME : Bookmark bot
Bot username : @bookmarchbot
এই বটের কাজ হচ্ছে আপনার পছন্দের লিংক গুলোকে সেভ করা আর আপনি যখনই চান আপনাকে তখনই সেগুলো Provide করা।
কিভাবে ব্যবহার করবেন?
খুবই সহজ। Start command দিন। এরপর আপনার যে লিংক গুলো আপনি সেভ করে রাখতে চান সেগুলো বটকে সেন্ড করুন। এরপর Menu তে গিয়ে browse command দিলেই আপনার সব লিংকগুলো বট আপনাকে দেখাবে। আপনি চাইলে আলাদা Category করেও সেভ করে রাখতে পারবেন।
নিচে স্ক্রিনশট দিয়ে দিলাম বুঝার সুবিধার্থেঃ
13) BOT NAME : Direct Link Generator
Bot username : @DirectLinkGeneratorbot
এই Bot টা মনে হয় বেশিরভাগ মানুষই খুজছিলেন। এই Bot কিছু Supported sites এর লিংককে direct downloading link এ generate করতে পারে।
supported site গুলোর লিস্ট দিয়ে দিচ্ছিঃ
• youtube – হ্যাঁ ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
• onedrive – যেকোনো onedrive এর লিংক সেন্ড করার সাথে সাথে আপনাকে ডাউনলোড লিংক দিয়ে দিবে। এছাড়াও আরো কিছু সাইট আছে। যেমনঃ
• sourceforge.net
• osdn.net
• desiupload
• indishare
• bdupload
• uploadever
• letsupload.co
• upload.ac
• mediafire.com
• dropbox.com
• zippyshare.com
• hubfiles.ws
• w4files.ws
• uploadfiles.pw
• zeefiles.download
• dlfiles.online
• upindia.mobi
• uploadfile.cc
এছাড়াও আরো কি কি সাইট সাপোর্ট করে তা দেখার জন্যে নিচে একটি লিংক দিয়ে দিচ্ছি।
কেন এই পোস্টে লিখলাম না? লিংকে গেলেই বুঝতে পারবেন। এত লিংক লিখতে গেলে আমার হাত আর হাতের জায়গায় থাকবে না। আর কপি পেস্ট করেও দিতে চাচ্ছি না কারন পোস্ট অনেক লম্বা হয়ে যাবে।
আর আপনারা জানেন আমি ফালতু কথা বলে পোস্ট লম্বা করি না। কাজের কথা বলে যতটুকু পোস্ট করা যায় সেটাই চেষ্টা করি।
লিংক : https://ift.tt/alI2RdL
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
12) BOT NAME : Youtube Download Bot
Bot username : @utuberabot
এই বটের কাজ খুবই সিম্পল। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা। কিন্তু এখানে এর স্পেশালিটি হলো আপনাকে শুধু ৪-৫ টা Quality এর ডাউনলোডের option দিবে না।
যে ভিডিও আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সে ভিডিওতে যত Quality এর ভিডিও আর অডিও ফাইল আছে সব আপনাকে দিবে যাতে আপনি যেটা খুশি ডাউনলোড করতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে বটটা। আশা করি আপনাদের উপকারেও আসবে।
11) BOT NAME : office to pdf
Bot username : @office2pdf_bot
এই Bot টি আশা করছি অনেক মানুষেরই কাজে দিবে৷ কারন এই Bot অনেক মানুষই খুজে।
এই Bot এর কাজ হলো ছবিকে pdf এ কনভার্ট করা। আপনাকে এর জন্যে আলাদা কোনো এপ্লিকেশন ইন্সটল করার কোনো প্রয়োজন নেই। শুধু এই bot এ ঢুকুন।
তারপর start command দিন। এরপর আপনার ছবিটি পাঠান। এরপর ফাইলের নাম সেট করুন। আর বট সাথে সাথে আপনাকে সেই ছবির pdf টি দিয়ে দিবে।
উদাহারনস্বরুপ নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ
10) BOT NAME : Functions Robot
Bot username : @FunctionsRobot
এই বটের মাধ্যমে আপনি ১৯ টা কাজ একসাথে করতে পারবেন। সেগুলো হলোঃ
1) shorten url
2) password generator
3) web search (on google, amazon, youtube, wikipedia)
4) forward info
5) translate language
6) text to voice
7) rename file
8) web screen
9) cryptovalues
10) your info
11) upload
12) logo search
13) Create QR code
14) Read QR code
15) image to sticker converter
16) encrypt
17) decrypt
18) domain tools
19) pastebin
পাওয়ারফুল একটি Bot. অনেক কাজই করতে পারবেন। আশা করছি কাজে দিবে।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
09) Bot Name : Youtube download Bot
Bot username : @YtbDownBot
নাম দেখেই বুঝতে পারছেন এর প্রধান কাজই হচ্ছে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা।
কিন্তু এই বটের আরো বিশেষত্ব আছে। এই বট শুধু ইউটিউবের ভিডিও ডাউনলোডই নয়, আরো অনেক কিছু করতে সক্ষম।
কি কি করতে পারে তা বলছি।
1) আপনি চাইলে এই বটের সাহায্যে যেকোনো ইউটিউব ভিডিওর thumbnail high quality তে ডাউনলোড করতে পারবেন।
2) এই বটের সাহায্যে আপনারা ভিডিও থেকে অডিও আলাদা করে ডাউনলোড করতে পারবেন।
3) এই বটের মজার একটি ফিচার আছে। তা হচ্ছে যেকোনো ভিডিওর সবচেয়ে খারাপ Quality টা ডাউনলোড করতে পারার সক্ষমতা ।
4) আরো একটি cool feature হচ্ছে আপনি ভিডিওর যেকোনো টাইমের স্ক্রিনশট নিতে পারবেন এই বটের সাহায্যে। আপনাকে শুধু Time stamp টা দিয়ে দিতে হবে ভিডিওর যে সময়ের স্ক্রিনশটটা আপনি নিতে চান। বট সেটির স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিবে।
আমার কাছে এই বটের এই ফিচার গুলো অত্যাধিক ভালো লেগেছে তাই আমি লিস্টে এই বটটিকে রেখেছি।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
08) Bot name : Anilist bot
Bot username : @theanimebot
Anime lover বা যারা Anime দেখেন তাদের জন্যে এই বটটি অনেক উপকারে আসবে বলে মনে করছি। এই বট ব্যবহার করা অনেক সহজ।
আপনি /start কমান্ড দিয়ে বটটি start করুন। এরপর যেকোনো Group/chat এ গিয়ে @theanimebot লিখে একটি space দিবেন এবং সাথে সাথে বটটি কাজ করা শুরু করে দিবে।
এরপর আপনি যে Anime সম্পর্কে জানতে চাচ্ছেন তার নামটি লিখবেন আর তার সাথে সাথে বট আপনাকে সে Anime সম্পর্কে সকল তথ্য দিয়ে দিবে।
যেমনঃ Anime টি কোন টাইপের (Movie নাকি Series) এরপর episode কতটি, রেটিং কত (এটি anilist এর রেটিং সিস্টেম মেনে চলে) এরপর কোন Genre এর (action/romance/mystery/sci-fi ইত্যাদি) এরপর এর summary সহ সবকিছু আপনাকে দিয়ে দিবে।
তার সাথে Anilist/ myanimelist এর লিংকও provide করে দিবে। বলে রাখি এটি কোনো official bot না। unofficial হওয়া সত্যেও যথেষ্ট ভালো কাজ করে। আমি কোনো সমস্যা পাইনি।
আপনার যদি কোনো anime সম্পর্কে জানতে ইচ্ছে করে তবে এই বটটির মাধ্যমে খুব সহজেই সেই Anime সম্পর্কে জানতে পারবেন। আশা করি যারা Anime দেখেন তাদের একটু হলেও কাজে দিবে।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
07) Bot name : Myanimelist X
Bot username : @MAL_X_bot
আরো একটি Anime Related বট।
আগেরটি যেটি দিয়েছি সেটি anilist এর সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করে। আএ এটি myanimelist এর। তাই যাদের anilist ভালো লাগে না তারা এটি ব্যবহার করতে পারেন। তাছাড়া আগের বটটি যদি কাজ না করে তবে এটি ব্যবহার করতে পারেন।
এই বট আপনারা যেকোনো chat/group/channel এ ব্যবহার করতে পারবেন। বটটিকে start করে যেকোনো ইনবক্সে গিয়ে @MAL_X_bot লিখে space দেওয়ার সাথে সাথে বটটি active হয়ে যাবে।
এরপর আপনি যে anime সম্পর্কে জানতে চাচ্ছেন তার নাম লিখবেন আর বট আপনাকে আপনার কাংখিত ফলাফল জানিয়ে দিবে।
এছাড়াও আপনারা এখানে manga ও সার্চ করতে পারবেন। এছাড়াও এখানে Top ranking anime/manga এর লিস্ট আপনারা পেয়ে যাবেন তাই সেটা নিয়েও চিন্তা করতে হবে না।
আমার কাছে আগের বটটি থেকে এ বটটিকে বেশি ভালো লেগেছে কারন এখানে সবকিছু অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। আশা করি এই বটটিও আপনাদের কাজে দিবে। সবার না দিলেও যারা Anime দেখে তাদের কাজে ঠিকই দিবে বলে আশা করছি।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
06) Bot name : Search bot
Bot username : @ribot
এই বটটি আগের বটের মতই কাজ করে। তবে একটু ভিন্নভাবে। আপনি এই বটটিকে যেকোনো chat/channel/group এ ব্যবহার করতে পারবেন। প্রথমে বটে ঢুকে /start কমান্ডটি দিন।
এরপর যখন বট চালু হয়ে যাবে তখন আপনি যেকোনো ইনবক্সে গিয়ে শুধু @ribot লিখে একটি space দিবেন আর সাথে সাথে বটটি চালু হয়ে যাবে।
এরপর আপনি google এ কি চান সেটি অন্য ব্রাউজারে গিয়ে লিখে search দিয়ে না এনে সরাসরি telegram থেকেই search দিয়ে নিয়ে আসতে পারবেন।
এটি আপনাকে ব্রাউজার ব্যবহারের ভিন্ন একটি স্বাদ দিবে। এই বটে search করার সাথে সাথে আপনাকে বিভিন্ন সাইটের লিংক সহ একটি আলাদা পেজ দেখাবে যা সাধারনত ওয়েব ব্রাউজার গুলো করে।
আপনার অনেকটা সময় বাচিয়ে দিতে পারে যদি আপনি এর ব্যবহার যথাযথ ভাবে করতে পারেন। আশা করি উপকারে আসবে।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
05) Bot name : Text2Gif Bot
Bot username : @text2gifBot
এই বটের কাজ হচ্ছে text কে gif এ রুপান্তর করা। না সাধারন কোনো gif না। আপনি যে text দিবেন সে text কে নিয়ে gif বানিয়ে আপনাকে দিবে।
আপনার নাম দিলে আপনার নাম বসিয়ে অনেক gif আপনাকে সাথে সাথে পাঠাবে। কিভাবে কাজ করে সেটা বলছি। প্রথম /start কমান্ড দিয়ে বটটি চালু করুন। এরপর যেকোনো chat/group/channel এ গিয়ে ইনবক্সে @text2gifBot লিখে একটা space দিন।
এরপর আপনার কাংখিত text/নামটি লিখুন। বট সাথে সাথে আপনার সেই Text দিয়ে gif generate করে দিবে। এরপর আপনি সেই gif কাউকে পাঠাতে চাইলে পাঠাতে পারবেন অথবা ডাউনলোডও করে রাখতে পারবেন।
আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিবো কেমন ভাবে gif পাবেন সেটার। আমার কাছে এই বটটি অসাধারন লেগেছে। unique একটি বট। এমন বট আমি এই প্রথম দেখলাম তাই এটা আমার লিস্টে রেখেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
04) Bot name : Tenor Gif Search
Bot username : @tenorbot
আমি জানি gif নিয়ে আবারো একটা বটের কথা লিখছি। কিন্তু এই বট আগের মতো না। আপনারা অবশ্যই tenor এর কথা জানেন। এই বটটি সেই কাজই করে। এই বটের মাধ্যমে আপনারা যে কারো ইনবক্সে বিভিন্ন gif পাঠাতে পারবেন।
শুধু বটটিকে প্রথমবার start করে ইনবক্সে গিয়ে
@tenorbot লিখে space দিবেন এবং যে related gif চান সেটির নাম লিখবেন আর সাথে সাথে gif পেয়ে যাবেন। meme lover দের জন্যে ভালো এই বটটি। যারা chatting এ meme gif গুলো চান তারা এই বটটি ব্যবহার করে দেখতে পারেন।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
03) Bot name : The Movie bot
Bot username : @MovieDatabaseBot
এই বটের কাজ হচ্ছে আপনাকে মুভি/টিভি শো/Series ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া। imdb এর কাজটিই করে মূলত এই বটটি। বটটি ব্যবহার করতে প্রথমে
আপনারা /start command দিন। এরপর /movie command দিন যদি কোনো মুভি সম্পর্কে জানতে চান এবং তার সাথে space দিন। space দেওয়ার পর মুভির নামটি লিখুন।
এরপর সেন্ড করুন। সাথে সাথে আপনাকে সে মুভি রিলেটেড যত তথ্য আছে সব আপনাকে পাঠিয়ে দিবে এই বট। imdb/tmdb/rotten tomato/metacritic এর রেটিংও সাথে দিয়ে দিবে।
তার সাথে cast দের নামও দেখাবে। এরপর মুভিটি কতক্ষন ধরে চলবে মানে কত মিনিটের/ঘন্টার সেটাও আপনারা দেখতে পাবেন। তার সাথে কোন দেশের মুভি সেটিও দেখতে পারবেন।
এছাড়াও মুভির ট্রেইলার, কোথায় দেখতে পারবেন, ওয়েবসাইট ইত্যাদি সব আপনাকে একইসাথে পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে প্রতিবার গুগলে গিয়ে আর মুভি সার্চ দিতে হবে না। সব টেলিগ্রামেই করতে পারবেন।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
02) Bot Name : Telegram Email
Bot username : @etlgr_bot
এই বটের কাজ হচ্ছে temporary mail generate করা। তবে এখানে আপনারা নিজেদের ইচ্ছামতো নাম দিয়ে email generate করতে পারবেন।
এই বটটিকে লিস্টে রাখার কারন হচ্ছে এ বটে এক্সট্রা কিছু ফিচার আছে যা অন্য temporary mail এর বটগুলোতে আমি পাইনি। আপনারা চাইলে এই বট থেকেই যে কাউকে email send করতে পারবেন।
আপনারা custom name দিয়ে email generate করতে পারবেন। /addresses কমান্ড দিয়ে সে গুলোর লিস্টও পেয়ে যাবেন। এছাড়াও সেগুলো ডিলিটও করতে পারবেন। এ ফিচারগুলোর কারনে আমি এই বটটি লিস্টে রাখছি।
আশা করি কারো না কারো উপকারে অবশ্যই আসবে। উপকারে আসলে অবশ্যই জানাবেন।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
01) Bot Name : Map bot
Bot username : @openmap_bot
এই বটটি আপনাদের Satellite ও street map দেখাবে। google maps এর alternative হিসেবে এটি ব্যবহার করতে পারেন। যাদের প্রতিনিয়ত map প্রয়োজন হয় তারা এটি ব্যবহার করতে পারেন।
বটটি start করে আপনি পৃথিবীর যে স্থানের map টি চাচ্ছেন সে জায়গাটার নাম লিখুন। আপনার এলাকার নামও লিখতে পারেন। কোনো সমস্যা হবে না।
আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে বটটি map এর স্ক্রিনশট দেয়। যা আপনারা সেভ করে রাখতে পারেন। কোনো জায়গায় যেতে হলে সেটি ব্যবহার করতে পারেন যেখানে আপনার wifi কাজ করবে না আর ডেটা না থাকলেও এক্ষেত্রে সে সমস্যার সমাধান হিসেবে এটি কাজ করবে।
এছাড়াও আপনারা বটে zoom in ও zoom out করতে পারবেন map এর মধ্যে। toggle marker টি remove ও করতে পারবেন। এছাড়াও map টি Satellite ও Street দুইভাবেই আপনারা view করতে পারবেন। অনেকের কাছেই কাজের লাগতে পারে তাই লিস্টে এড করেছি।
স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে :
আরো একটি কথা। পূর্বের একটি পোস্টে এক ভাই (নাম বলবো না) বলেছিলেন আমি নাকি Translated পোস্ট করি। যদি তাই হতো তাহলে এত দিনে আমার Author হওয়া থাকতো না।
Trickbd এর Moderator গণ যথেষ্ট ভালো আছেন। তারা Translated Post খুব দ্রুত ধরে ফেলেন এবং Warning এমন কি Author পদ বাতিলও করে দিতে পারেন।
যাই হোক, আমার কোনো ক্ষোভ নেই কারো প্রতি। আমি শুধু ভুল টা ভাঙানোর চেষ্টা করছি। কারো সম্পর্কে কোনো কিছুই না জেনে কমেন্ট করা উচিত না। এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ শিখতে আসে সেখানে তো এমন কমেন্ট করা উচিতই না।
তাহলে আর কেউ কারো পোস্ট দেখতে চাইবে না। আমিই হই বা যে ই হোক না কেন। নিজেরা নিজেরাই একতার সাথে থাকতে না পারলে অন্যরা তো এমনিতেই চলে যাবে।
যাই হোক, আমি কারো বিরুদ্ধে কিছুই বলতে চাই না। আমি শুধু আমার উপর দেওয়া মিথ্যা অভিযোগ টা তুলে নেওয়া হোক এটাই চাই। কেননা কমেন্টটি পড়ে আমার খুবই খারাপ লাগে।
কেউ যদি প্রমান করতে পারেন যে আমি Translated Post করি তবে আমি Trickbd তে আর পোস্টই করবো না। কেননা এত এত Information দিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে পোস্ট লিখেও যদি এত খারাপ মন্তব্য শুনতে হয় তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।
এতদিনে (যেদিন থেকেই Trickbd তে পোস্ট করা শুরু করেছি) প্রায় বেশিরভাগ পোস্টেই কোনো না কোনো Negative Comment পেয়েছি।
আমি প্রায় প্রতিটি পোস্টেই বলে দিই যে পোস্ট ভালো না লাগলে Ignore করতে। কেননা বাজে মন্তব্যের কারনে পোস্ট অনেকেই সত্য মনে করে না। যার কারনে সব পোস্টই যদি এমন হয় তবে অনেকেই আর এই Website এ আসতে চাইবে না।
তখন লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। তবে হ্যাঁ, পোস্ট ভালো না হলে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এটা ভালো, ঐটা খারাপ হয়েছে এমন কিছু।
কিন্তু এমন মন্তব্য করবেন না যা একজন মানুষের মন ভেঙে দেয় এবং তাকে তার কাজ থেকে একেবারে দূরে সরিয়ে দেয়।
কারো Motivation নষ্ট করে দিবেন না। কারন Author রা আছে বলেই Trickbd এখনো চলছে। সবাই যদি চলে যায় তবে Post পাবেন কোথা থেকে? ট্রিকবিডিতে অনেক দিন ধরেই আমি Negative কমেন্ট দেখি। শুধু আমার পোস্টেই না।
যাই হোক, আমার যা বলার ছিল আমি বলে দিলাম। বাকীটা আপনাদের উপর।
যাই হোক, কথাগুলোতে যদি ভুল কিছু বলে থাকি তবে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আর পরবর্তীতে কোনো পোস্টের সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন।
এখনের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ট্রিকবিডির সাথেই থাকুন। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….
The post ২০ টি অসাধারন Fully Working Telegram Bots যা আপনার কাজকে আরো অনেক সহজ করে দিবে ( Telegram Users Must See! ) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/tzHXsaD
via IFTTT
Comments
Post a Comment