আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
Games নিয়ে এই পর্যন্ত প্রচুর পোস্ট আমি করেছি। তার ভেতর বিভিন্ন ধরনের Games নিয়ে পোস্ট করেছি। কিন্তু Mind Training Games গুলো নিয়ে তেমন একটা পোস্ট করা হয়নি।
এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এমন ১৩ টি এপ্লিকেশন বা গেম যা ই বলেন এর কথা যার মাধ্যমে আপনারা খেলার মাধ্যমে নিজেদের Memory Power, Language Skill, Math problem solving skill, Other problem solving skill সহ নিজেদের মস্তিস্ককে ভালোভাবে ট্রেইন করতে পারবেন।
এগুলো মূলত তাদের জন্যে যারা নিজেদের মেমোরি পাওয়ারকে বাড়াতে চান। নিজের মস্তিস্ককে অলস না রেখে মস্তস্কের Muscle গুলোকে ট্রেইন করতে চান।
এখন অনেকেই বলতে পারেন, ভাই সামান্য ১৩ টা গেম খেলে কি নিজের মস্তিস্কের পাওয়ার বাড়ানো আদৌ সম্ভব? বিজ্ঞান অনুযায়ী সম্ভব।
তবে আপনারা নিজেরা চেষ্টা না করলে কিছুই সম্ভব হবে না। আমি যে এপ্লিকেশনগুলোর (গেমও বলতে পারেন) কথা বলছি সেগুলো সাধারন কোনো গেম খেলার এপ্লিকেশন না। এগুলো প্রত্যেকটা আমি নিজে এক এক করে ব্যবহার করে খেলে দেখেছি।
যে পরিমানে কঠিন তা আপনারা নিজেরা কিছুক্ষন খেলে দেখলেই বুঝতে পারবেন।
যাই হোক, প্রত্যেকটা এপ্লিকেশনে যে যে গেমগুলো রয়েছে তা একটা আরেকটার থেকে একেবারে আলাদা। শুরুতেই বলে দিচ্ছি পোস্টটি বড় হতে পারে। তাই কেউ এ নিয়ে কথা বলবেন না বিশেষ করে তারা যারা পোস্ট না পড়েই কমেন্ট করতে আসেন।
সবগুলো এক এক করে বিস্তারিত বলার আগে বলে রাখি আপনারা কি কি Skill নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এগুলোর মাধ্যমে।
1) Memory Power
2) Language Skill
3) Movement Speed
4) Math
5) Writing
6) Speaking
7) Reading
8) Breathing,Eye,Body exercise
9) better sleep
10) emotion labelling
11) visualization
12) wellbeing
13) distancing
14) cognitive reappraisal
15) autogenic relaxation
16) stop method
17) attention power
18) reasoning
19) flexibilty
20) problem solving
এ ২০ টা স্কিল আপনারা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন ১৩ টি গেম/এপ্লিকেশনের মাধ্যমে। এই ২০ টি স্কিল ছাড়াও আরো প্রচুর Benefits আপনারা পাবেন। এ সব গেমকে Brain training games ও বলা হয়। প্লেস্টোরে এমন অনেক গেমসের সমাহার আছে।
কিন্তু আমার কাছে এ ১৩টির ভিতরে যেসব Test গুলো দেওয়া আছে সেগুলো অনেকটা Challenging মনে হয়েছে। তাই আপনাদের মাঝে শেয়ার করছি।
আবারো বলে রাখি, যারা গেমস খেলতে ভালোবাসেন এবং Normal Games থেকে বেরিয়ে এসে এমন কিছু Games খেলতে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা আপনাদের brain কে train করতে পারবেন তাদের জন্যেই এই পোস্ট। অনেকের পোস্টটি ভালো না-ও লাগতে পারে। তারা ইগনোর করবেন।
তাহলে চলুন শুরু করা যাক।
13. GAME NAME : Train Your Brain. memory games
GAME LINK : Playstore
https://ift.tt/6WGkFx8
GAME Developer : Senior Games
Game Version : 3.0.0
Game Released Date : August 29, 2018
এই লিস্টের সবচেয়ে সহজ গেমটি হচ্ছে এটি। তবে এত সহজ মনে করবেন না। তবে এই গেমটি আমি বলবো কোনো বাচ্চাকে খেলতে দিলে সবচেয়ে বেশি ভালো হবে।
কেননা এই ধরনের Easy But Hard Games গুলো বাচ্চাদের খেলতে দিলে তাদের ব্রেইনের বিকাশ হতে পারে। তাদের ভেতর Problem Solving Skill ট আসতে থাকে।
কারন তারা বিভিন্ন ধরনের Puzzle Solve করতে থাকে। ফলে তাদের ব্রেইনের Problem Solving ক্ষমতা বাড়তে থাকে।
গেমটিতে বিভিন্ন Cartoon, Picture এর মাধ্যমে বিভিন্ন Puzzle তৈরি করা হয়েছে যেন যে খেলবে সে বুঝতে পারে সে কি করছে।
তবে শুধু যে বাচ্চাদের জন্যই গেমটি তৈরি করা হয়েছে এমনটা না। আপনি নিজে চাইলেও খেলতে পারবেন গেমটি। এখানে আপনারা যে টাইপের গেমগুলো পেয়ে যাবেন সেগুলো হচ্ছেঃ
– Find card pairs
– Repeat sequences
– Avoid obstacles and trace the right path
– Remember figures and numbers
– Memorize patterns
– Associate objects
– Memorize elements of different images
– Distractive games to stimulate working memory
গেমটির ডিজাইন বিভিন্ন Experts দের সহযোগিতা নিয়ে করা হয়েছে যারা neuroscience and psychiatry তে Experts রয়েছেন।
গেমটিকে খুব simple ভাবে তৈরি করা হলেও scientifically গেমটি আপনার ব্রেইনকে উন্নত করতে সাহায্য করবে।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
12. GAME NAME : SKILLZ
GAME DEVELOPER : App Holdings
GAME LINK : Playstore
https://ift.tt/IXrN950
GAME SIZE : 23 MB
Game Version : 5.2.9
Game Released Date : February 04, 2016
এই গেমটি আগের গেমটি থেকে একটু আলাদা। এখানে Math Solving কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অবশ্য শুধু Math না, Math Related অন্যান্য বিভিন্ন Puzzle নিয়েও গেমটিকে তৈরি করা হয়েছে।
গেমটি আপনি আপনার বন্ধুবান্ধব এবং অন্যান্য Random Player দের সাথেও খেলতে পারবেন। ২ জন থেকে শুরু করে Maximum ৪ জন নিয়ে গেমটি খেলতে পারবেন।
গেমটির মাধ্যমে আপনি আপনার Memory, Reflex, Accuracy, Touch Ability, Speed, Colour Coordination ইত্যাদি Improve করতে পারবেন।
গেমটির প্রতিটি লেভেলেই আপনি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধরনের Challenge দেখতে পারবেন। যতই Level বাড়বে ততই আপনার Difficulty বাড়তে থাকবে।
গেমটি Playstore এ ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার+ বারের মতো।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
11. GAME NAME : Memory Games – Brain Training
GAME DEVELOPER : Maple Media
GAME LINK : Playstore
https://ift.tt/PX9Hqbu
GAME SIZE : 25 MB
Game Version : 3.9.0(136)
Game Released Date : February 02, 2016
এই গেমটিও আগের গেমগুলো থেকে একেবারে আলাদা। এখানে আপনি বিভিন্ন ধরনের Puzzle Solve করতে পারবেন গেমটিতে।
এখানে মোট ২১ টি লজিক গেমস আপনি পেয়ে যাবেন। গেমটি আপনি Offline এ খেলতে পারবেন। আগের গেমগুলোও আপনি Offline এ খেলতে পারবেন।
Memory Grid, Colors Flexibility, sort the digits, remove shapes এই ধরনের বিভিন্ন রকমের Missions + Puzzles পেয়ে যাবেন আপনি Solve করার মতো।
এত সহজ ভাববেন না। গেমটি যথেষ্ট কঠিন আছে। গেমটি প্লে-স্টোরে ৫০ লক্ষাধিকবারেরও বেশিবারের মতো ডাউনলোড করা হয়েছে এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭৫ হাজার+ আর রেটিং রয়েছে 4.3 ★।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
10. GAME NAME : BRAIN TEST
GAME DEVELOPER : Unico Studio
GAME LINK : Playstore
https://ift.tt/QCdaKz8
GAME SIZE : 102 MB
Game Version : 2.731.0
Game Released Date : November 21, 2019
এই গেমটি আপনাকে আপনার চুল ছিড়তে বাধ্য করবে। কেননা এই গেম এতটাই কঠিন। আপনাকে আপনার সম্পূর্ণ ব্রেইন ব্যবহার করে গেমটি খেলতে হবে।
এখানে মোট ৪২৩ টি লেভেল রয়েছে। প্রতিটি লেভেলই একটি আরেকটির থেকে কঠিন। শুধু কঠিনই না, গেমটিতে এত সুন্দরভাবে Picturized + Animate করে Puzzle গুলো তৈরি করা হয়েছে যে আপনাকে গেমটি খেলতে বাধ্য করবে।
গেমটির Design আমি ১০/১০ দিবো। কেননা গেমটি Hand Painted করে Design করা হয়েছে এমন মনে হয়। বিশেষ করে এর Font গুলো।
গেমটি ছোট থেকে বড় সবাই খেলতে পারবে। ছোটরা গেমটি খেলে মজা পাবে বেশি। কেননা এর এনিমেটেড ক্যারেক্টরগুলো বাচ্চাদের বোঝার সুবিধার্থেই ডিজাইন করা হয়েছে।
গেমটি আপনাকে অনেক ভালোভাবে Trick করে আপনাকে Confusion এ ফেলে দিবে Easily। গেমটি Offline ও।
গেমটি এতটাই ভালো যে গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ কোটিবারেরও বেশিবারের মতো। আর সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশিবারের মতো আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
09. GAME NAME : Smart Puzzles
GAME DEVELOPER : App Holdings
GAME LINK : Playstore
https://ift.tt/eH5wKgl
Game Version : 2.6.1
Game Released Date : September 14, 2018
গেমটিতে আপনারা Block, Pipes, One Line, Matches, Percentages, Brush, Rolling Ball, Maze, Loop, Stream, Colour Hues, Rope, Jewles, Symmetry, Cutter, Hexagons, Path, Tangram, Escape, Lasers মোট ২১ ধরনের গেম পাবেন।
গেমটিতে ২১ ধরনের ভিন্ন রকমের গেমসগুলোর ভেতরে প্রথমে আপনি কিছু গেম Unlocked পাবেন। পরে আপনাকে নিজে নিজে খেলে খেলে Unlock করতে হবে।
এই গেমটির ভেতরে যেসব গেমস রয়েছে ঐগুলো আগের গেমগুলো থেকে আলাদা। তাই আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন।
গেমটি সম্পূর্ণ Offline। গেমটিতে রয়েছে ৫০০০+ লেভেল। এখন হয়তোবা মনে করতে পারেন গেমটির Size খুবই বড় হবে। আসলে একেবারেই না।
গেমটির আসল সাইজ মাত্র 10 Mb। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। যাই হোক, গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার+ বারের মতো।
কম সাইজের ভেতরে One Of The Best Brain Training Game বললে ভুল হবে না। সত্যিই গেমটি খুব ভালোভাবেই ডেভেলপ করা হয়েছে।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
08. GAME NAME : BRAIN TRAINING
GAME DEVELOPER : APP HOLDINGS
GAME LINK : PLAYSTORE
https://ift.tt/z9AICno
Game Version : 8.6.8
Game Released Date : January 28, 2014
এই একটি গেমের ভিতরে আপনি ১৫ ধরনের আলাদা আলাদা ব্রেইন ট্রেইনিং গেমস দেখতে পারবেন। সেগুলো হচ্ছেঃ
◆ Multitasking brain training .
◆ Quick Search brain training .
◆ Math brain training .
◆ Focus brain training .
◆ Colors Vs Brain
◆ Memory Power Training
◆ Left Brain Vs Right Brain
◆ Remember Faces
◆ Concentration
◆ Quick Decision
◆ Grid Memory Challenge
◆ Listening Memory
◆ Word Memory Challenge
◆ Concentration Plus
এগুলোর প্রত্যেকটার ভেতর আবার আলাদা আলাদা রকমের লেভেল রয়েছে। যেখানে প্রতিটি লেভেলই কঠিন থেকে কঠিনতর। এই গেমটি Adults দের জন্যে তৈরি করা হয়েছে।
এই গেমটি খেলার মাধ্যমে আপনি আপনার Multitasking skill, Quick Search skill, Math Skill, Focus Skill, Color Vs Brain, Memory Power, Left Vs Right Brain Improve করতে পারবেন।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার+ বারের মতো আর সেই সাথে গেমটির রেটিং দাঁড়িয়েছে 4.3 ★।
এটিও একটি Offline Game। তাই আশা করছি যারা Data User রয়েছেন তাদের কোনো সমস্যা হবে না।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
07. GAME NAME : Words Of Wonders – Crossword
GAME DEVELOPER : Fugo Games
GAME LINK : Playstore
https://ift.tt/tyXNrdo
Game Version : 4.1.0
Game Released Date : April 10, 2018
যারা ইংরেজীতে দূর্বল তারা এই গেমটি খেলে নিজেদের Vocabulary Strong করতে পারবেন। গেমটি খেলে খুবই মজা পেয়েছি আমি। ছোট থেকে বড় যে কেউ এই গেমটি খেলতে পারবেন।
এখানে Background বিভিন্ন Scenery থেকে শুরু করে English Dictionary এর প্রচুর Words পেয়ে যাবেন আপনি। এই গেমটি খেলার মাধ্যমে শুধুই যে আপনার ইংরেজী Vocabulary এর দক্ষতা বৃদ্ধি পাবে এমনটা কিন্তু না।
এখানে আপনাকে বিভিন্ন Words নিয়ে ভাবতে হবে। নিজের ব্রেইনকে খাটাতে হবে। ফলে আপনার Memory Power অনেকটাই Strong হবে বলে আমি মনে করি।
গেমটি এতটাই ভালো যে গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ২ মিলিয়ন+ বার বা ২০ লক্ষাধিকবারেরও বেশিবার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★।
সাধারণত আমরা বেশি রিভিউ দেওয়া গেমগুলোর রেটিং খারাপই দেখতে পাই। কিন্তু Simple এর ভেতরে এই গেমটি সারা পৃথিবীতেই প্রচুর মানুষের মন জয় করে নিয়েছে।
আপনি একজন স্টুডেন্ট হোন কিংবা অন্য কোনো পেশায় যুক্ত থাকেন, বর্তমানে ইংরেজী শেখাটা বাধ্যমূলক পর্যায়ে চলে গিয়েছে। যদি সেই ইংরেজী শেখাটা মজার ও খেলার ছলে হয় তবে শেখাটাও আরো অনেক সহজ হয়ে যায়।
আমি মনে করি বিশেষ করে students দের এই গেমটি খেলা উচিত। তাদের পড়াশোনায় অনেক সাহায্য করবে।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
06. GAME NAME : TWO DOTS
GAME DEVELOPER : PlayDots
GAME LINK : Playstore
https://ift.tt/sCipBk4
GAME SIZE : 149 MB
Game Version : 7.42.2
Game Released Date : November 12, 2014
এই গেম সম্পর্কে অনেকেই জানেন হয়তোবা। Simple design & concept এর ভেতরে গেমটি আমার পছন্দের একটি গেমগুলোর মধ্যে একটি। খুবই Addictive একটি গেম।
গেমটিতে আপনি পেয়ে যাবেন ৪১৭৫ টি লেভেল। যা শেষ করতে করতে করতে আপনার অনেক সময় লাগবে বলে আমি মনে করি।
গেমটি কমসেপ্ট খুবই সহজ আপনাকে একটি ডটার সাথে আরেকটি ডট মিলাতে হবে এবং এভাবেই আপনাকে গেমটিকে সলভ করতে হবে।
গেমটিতে রয়েছে beautiful minimalistic flat design। সাথে আছে relaxing game music and fun sound FX। গেমটি ছোট বড় যে কেউই খেলে মজা পাবে।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
05. GAME NAME : BRAIN OUT – Can You Pass It ?
GAME DEVELOPER : Focus Apps
GAME LINK : Playstore
https://ift.tt/IaAhUXs
GAME SIZE : 94 MB
Game Version : 2.1.23
Game Released Date : September 17, 2019
এটি আমার খেলা one of the most amazing game ever. এখানে প্রতিটি পাজলের সাথে রয়েছে voice over। প্রতিটি পাজলী অনেক সুন্দর ভাবে এনিমেটেড করে তৈরি করা হয়েছে এবং এর ডিজাইন খুবই অসাধারণ।
গেমটিকে প্লে স্টোরে ১০ কোটি বার এরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং গেমটি রিভিউ সংখ্যা রয়েছে পঞ্চাশ লক্ষাধিক বারেরও বেশি এবং সেইসাথে গেমটির রিভিউ রেটিং 4.3 স্টার।
এখানে যে riddles গুলো রয়েছে সেগুলো সবগুলোই কঠিন। যতই আপনি লেভেল পাস করতে থাকবেন ততই আপনার ডিফিকাল্টি আরো বেশি বাড়তে থাকবে গেমটিতে।
funny sound effects, expected game play, unexpected game answers, critical trivia দিয়ে গেমটি ভর্তি। আপনাকে এই গেমটি যথেষ্ট মজা ও আনন্দ দিবে বলে আমি মনে করি।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
04. GAME NAME : infinite energy – anti stress loops
GAME DEVELOPER : Infinity games, Lda
GAME LINK : Playstore
https://ift.tt/fSQ26lh
GAME SIZE : 53 MB
Game Version : 7.2.0
Game Released Date : November 14, 2017
এই গেমটির Puzzle + Music + Gameplay সবকিছুই অসাধারন। এই গেমটির Music + Sound আপনাকে Relaxing Feel দিবে।
গেমটির Basic Concept হচ্ছে আপনাকে বিভিন্ন Wire কে একসাথে Connect করে একটা গঠন তৈরি করতে হবে এবং Puzzle গুলো Solve করতে হবে।
এখানে রয়েছে Simple Gameplay, Relaxing Gameplay, Smart Brain Teasers, Classic game, battery recharge (gameplay) ইত্যাদি।
যাদের ocd বা obsessive compulsive disorder রয়েছে তাদের ভেতর অনেকেই mention করেছে যে গেমটি তাদেরকে relax feel দিতে সাহায্য করেছে।
বিষয়টা এমন যে Yoga Practice করছেন আপনি আপনার Smartphone দিয়েই। গেমটির ডিজাইনও খুবই Minimalistic, তাই আপনাকে বুঝতে অসুবিধা হবে না।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৭ লক্ষ ৩৯ হাজার+ বার আর সেই সাথে গেমটির রেটিং রয়েছে 4.7 ★।
যা গেমটিকে একটি ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে। গেমটি একটি Logic, Puzzle, Abstract, Play Pass Type Game হওয়ায় অনেকের কাছেই গেমটি ভালো লাগবে বলে আশা করছি।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
03. GAME NAME : NEURONATION – BRAIN TRAINING
GAME DEVELOPER : NeuroNation
GAME LINK : Playstore
https://ift.tt/pqdfSk9
GAME SIZE : 59 MB
Game Version : 3.6.83
Game Released Date : August 7, 2014
এই গেমে আছে মোট ৩৪ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।
এছাড়াও এই গেমে আপনারা টেস্ট রেজাল্ট তো পাবেনই তার সাথে আপনারা শরীরচর্চা করার জন্যেও কিছি ব্যায়াম পাবেন। আপনারা আপনাদের চোখ,শরীর উপরের ও নিচের বিভিন্ন অংশ, শ্বাস-প্রশ্বাসজনিত ব্যায়ামগুলো সহ নানান রকমের exercise পাবেন।
এছাড়াও মস্তিস্ককে কিভাবে শান্ত রাখা যায়, কি করলে ভালো ঘুম আসতে পারে, অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয়, আচার-আচরন, দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, Relaxation ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি যা আপনার characteristics কে আরো better করে তুলতে সাহায্য করবে সব এই একটি এপ্লিকেশনে পেয়ে যাবেন।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৩ লক্ষ ৭৬ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★।
এছাড়াও আপনারা আরো যা যা পাচ্ছেন তার একটি লিস্ট দিয়ে দিলাম।
1) Form Fusion
2) Formula
3) Logiladder
4) Rotator
5) Solitaria
6) Trail Tracker
7) Clockwise
8) Colour Craze
9) Form Fever
10) Parallel Perfection
11) Quantum Leap
12) Quick Switch
13) Speed of Light
14) Chain Reaction
15) Flash memo
16) Focus master
17) Mathrobatics
18) Memopair
19) Memobox
20) Memoflow
21) Path Finder
22) Path finder reverse
23) Reflector
24) Restorer
25) Shuffler
26) Turnabout
27) Alphabat Soup
28) Flash Glance
29) Math Blitz
30) Symbolism
31) Verbal Voyager
32) Word Acrobat
33) Wordsmith
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
02. GAME NAME : LUMOSITY – BRAIN TRAINING
GAME DEVELOPER : Lumos Labs, Inc.
GAME LINK : Playstore
https://ift.tt/THgc6Gx
GAME SIZE : 54 MB
Game Version : 2021.08.27.2110334
Game Released Date : June 08, 2014
দ্বিতীয় গেমটির মতো এখানেও আপনারা ৪৪ টি লেভেলের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির গেমস/টেস্ট পাবেন যা আপনাকে নিজের দক্ষতার মাধ্যমে Complete করতে হবে। এই গেমটি অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। তাই এটাও অবশ্যই একবার Try করতে বলবো।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৭০ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।
বাকী যা যা পাচ্ছেন এখানে তার লিস্ট দিয়ে দিচ্ছিঃ
1) speed match
2) highway hazards
3) penguin pursuit
4) river ranger
5) spatial speed match
6) speed match overdrive
7) speed pack
8) splitting seeds
9) memory matrix
10) gameTitle_MemoryServes
11) memory match
12) memory match overdrive
13) pinball recall
14) tidal treasures
15) train of thought
16) gameTitle_Assistants
17) gameTitle_FeelTheBeat
18) gametitle_Skyrise
19) Lost in migration
20) Playing Koi
21) Star Search
22) Trouble Brewing
23) Color match
24) ebb and flow
25) brain shift
26) brain shift and overdrive
27) disillusion
28) gametitle_SpaceTrace
29) Fuse clues
30) masterpiece
31) organic order
32) pet detective
33) pirate passage
34) contexual
35) continuum
36) editor’s choice
37) taking root
38) word bubbles
39) word snatchers
40) chalkboard challenge
41) halve your cake
42) magic chance
43) raindrops
44) top that
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
01. GAME NAME : Elevate – Brain Training
GAME DEVELOPER : Elevate Labs
GAME LINK : Playstore
https://ift.tt/VruFXMY
GAME SIZE : 39 MB
Game Version : 5.64.0
Game Released Date : June 04, 2014
এই গেমে আছে মোট ৪৪ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব আলাদা করে Categorize করে দেওয়া আছে। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।
এখানে আপনার প্রতিদিনের মস্তিস্কের Training এর বিভিন্ন Routine ও পেয়ে যাবেন। যাতে করে আপনাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন রকমের টেস্ট দেওয়া হবে। যা আপনারা Complete করে Score বাড়াতে পারবেন। তার সাথে নিজের দক্ষতাও। এখানে Games এর সাথে Study materials ও আছে। তাই আমি সাজেস্ট করবো এই গেমটিকে একবার হলেও ইন্সটল করে খেলে দেখতে।
এখানে আপনার Progress কতটুকু হয়েছে সেটিও দেখতে পারবেন।
যেসব গেমস/টেস্টগুলো এখানে পাবেন তার লিস্ট নিচে দিয়ে দিচ্ছি। চেক করে নিবেন।
1) Brevity
2) Commas
3) Detail
4) Expression
5) Inversion
6) Punctuation
7) Refinement
8) Spelling
9) Syntax
10) Adjective Recall
11) Clarity
12) Diction
13) Eloquence
14) Recall
15) Error Avoidance
16) Precision
17) Pronounciation
18) Transitions
19) Agility
20) Association
21) Comprehension
22) Connotation
23) Context
24) Extraction
25) Processing
26) Visualization
27) Word Parts
28) Averages
29) Conversion
30) Discounting
31) Division
32) Equivalence
33) Estimation
34) Measuring
35) Percentages
36) Proportion
37) Purchasing
38) Substraction
39) Tipping
40) Focus
41) Name Recall
42) Retention
43) Sequencing
44) Synthesis
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5★।
গেমটির প্রতিটি লেভেলই এক কথায় অসাধারন। গেমটি যতটা Hard ততটাই Enjoyable। গেমটিতে 40+ Brain Training Games, Performance Tracking, Personalized Workouts, Adaptive Progression, Workout Achievements রয়েছে।
আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
অবশেষে বলবো প্রতিটা গেমই Unique এবং গেমগুলো সত্যিই অসাধারন। আপনার যদি কোনো একটি গেম হলেও ভালো লাগে, তবে অবশ্যই জানাবেন। গেমগুলো আমি মনে করি সবারই একবার হলেও খেলে দেখা উচিত।
কেননা Brain Training এর সকলেরই প্রয়োজন রয়েছে। তাই আমি মনে করি সবারই গেমগুলো Try করে দেখা প্রয়োজন। বিশেষ করে Students যারা রয়েছেন তাদের তো অবশ্যই এই ধরনের Puzzle solving গেমগুলো খেলা উচিত।
এতে Memory + brain এর বিকাশ হয় এবং কার্যক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেড়ে যায়।
অলস মস্তিস্ককে আপনারা বিভিন্নভাবে ট্রেইন করতে পারেন। আমি উদাহারনস্বরূপ এ ১৩টি গেমের কথা উল্লেখ করলাম। এগুলো ছাড়াও আরো অনেক পদ্ধতি আছে মস্তিস্ককে ট্রেইন করার।
পোস্টটিতে যদি কোনো ভুল থাকে তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমি জানি পোস্টটি অনেক লম্বা হয়ে গিয়েছে তার জন্যে আমি আন্তরিকভাবে দূঃখিত।পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই।
আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না। তবে আপনাদের কোনো সাজেশন থাকলে তা দিতে পারেন। আরো একটি কথা বলতে চাই। দেখুন, সব মানুষেরই মন মানসিকতা এক না।
সবারই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আলাদা। আমি মানুষ আমার ভুল হতেই পারে। তাছাড়া আমি যেভাবে পৃথিবীর সবকিছুকে দেখি সেভাবে আপনারা কেউই দেখেন না।
আমার কাছে যা সঠিক মনে হয় তা আপনাদের কাছে সঠিক মনে নাও হতে পারে। তাই বলে কমেন্টে এসে উলটা পালটা কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না প্লিজ।
আর আমার কাছে যে বিষয়গুলো ভাল লাগে কাজের মনে হয় আমি সে বিষয়গুলো নিয়েই লিখালিখি করতে পছন্দ করি। তাই আশা করি এ বিষয়ে কারো আপত্তি থাকলেও আমার ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
Trickbd এর সাথেই থাকুন।
দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে।
THIS IS 4HS4N
LOGGING OUT….
The post ১৩ টি Brain Training Games যা আপনার Mind কে Develop করতে সাহায্য করবে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/0Vdueoa
via IFTTT
Comments
Post a Comment