vscode browser এ ব্যবহার করুন by github (connecting git)

আস্সালামুআলাইকুম

 

আপনারা সবাই কমবেশি github ও visual studio code এর ব্যাবহার জানি। আজকে আপনাদের সঙ্গে github এর একটা দারুন ফিচার নিয়ে আলোচনা করবো।

প্রথমে এই লিঙ্ক(github.dev/github/dev) এ ক্লিক করে দেখুন।

Github developer এ vscode এর সবকিছুই ব্যাবহার করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ এর মডিউল , plugins এগুলা সবকিছুই আছে। আর তার থেকে সুবিদা হচ্ছে আপনি ডাইরেক্ট এখানে আপনার repository র ফাইল বের করে edit করতে পারবেন ।

তবে সবথেকে দুঃখের কথা হচ্ছে এখানে programme run করার কোনো অপশন আমি খুজে পাইনি। 🙂 Run করতে হলে workflow থেকে করতে পারেন। একটা docker workflow তে ubuntu নিয়ে পাইথন run কমান্ড দিবেন। নতুন প্রোগ্রামের দের কষ্ট হবে , তবে যারা github এ কাজ করছেন অনেকদিন থেকে তাদের জন্য basic এডিটর এর থেকে ভালো হবে বলে আশা করি।

 

 

Neverinstall এও আপনারা চাইলে vscode ব্রাউজার এ ব্যাবহার করতে পাবেন । কিন্তু সেখানে আপনার vps সার্ভার remotely কানেক্ট করে ব্রাউজার এ । বুঝতেই পাচ্ছেন যা নেট এর ping , খালি আটকে আটকে যায়। কোড করে মজা নাই।

 

Everyone claim your virtual chocolate 🍫 from here now.লিমিটেড টাইম অফার : https://t.me/unknownintellect

The post vscode browser এ ব্যবহার করুন by github (connecting git) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/jb81a6y
via IFTTT

Comments