Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । আশা করি পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন । তো বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক
মুভি রিভিউ : RRR
Director : এস.এস. রাজামৌলি
Imdb রেটিং : 9.5
personal rating : 9.9
Cast : Ram Charan , jr NTR , অজয় দেবগান, আলিয়া ভাট, শ্রিয়া শারান
আপনারা জানলে অবাক হবেন যে , এই মুভিটি বানাতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা , আর প্রথম দিনেই এটি আয় করেছে ২২৩ কোটি টাকা । এছাড়া RRR সিনেমাটি এক সপ্তাহের মধ্যেই ৫০০ কোটি টাকা আয় করে ফেলে।
১৯২০ সালের ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তৈরি সিনেমাটি একশনধর্মী হওয়ার পাশাপাশি প্রেক্ষাপট সাপেক্ষে ইমোশনাল ও ক্লাসিক তামিল মুভির মতই সাবলীল….
কাহিনী সংক্ষেপ : মুভির শুরুতে আমাদের এই মুভির প্রধান দুই চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় । একদিকে আমাদের দেখানো হয় রামকে , যে ইংরেজদের হাতে তার বাবা মার মৃত্যুর পর তার বাবার স্বপ্ন পূরণের জন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য ইংরেজ বাহিনীতে যোগ দিয়েছে । আর অন্যদিকে দেখানো হয় এই মুভির আরেক মূল চরিত্র ভিমকে , যার মূল উদ্দেশ্য হলো তার দলের মালি নামের একটি মেয়েকে ইংরেজদের হাত থেকে বাঁচানো । ইংরেজরা মূলত ওই মেয়েটির মা কে মেরে তাকে তুলে নিয়ে গেছে । তো একদিন একটি ছেলে আগুনে পুড়ে মারা যাচ্ছিল , তখন রাম ও ভিম একসাথে খুবই সাহসিকতার সাথে ছেলেটিকে বাঁচায় । মূলত সেখানেই তাদের পরিচয় হয় । এবং তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায় । তারপর একদিন ভিম একটি ইংরেজ মেয়ের প্রেমে পড়ে যায় যার নাম ছিল জেনিফার । জেনিফার ভীমকে তার মহলে আসার জন্য আমন্ত্রণ করে । রাম ও ভীম সেখানে যায় ও খুব মজা করে । তারপর ভীম জেনিফারের সাথে ইংরেজদের মহলে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় । সেখানে সে মালিকে আটক অবস্থায় দেখে । তারপর সে মালিকে সেখান থেকে মুক্ত করার পরিকল্পনা করতে থাকে । আর রামের উদ্দেশ্য অর্থাৎ তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য একটা উচ্চ পদের দরকার ছিল কিন্তু তাকে প্রমোশন দেয়া হচ্ছিল না । তো একদিন তার সেই সুযোগ এসে যায় । ইংরেজ রা ঘোষণা করে যে একটি স্বদেশী আশেপাশে ঘুরে বেড়াচ্ছে । তাকে যে ধরতে পারবে তাকে বড় অফিসার বানিয়ে দেওয়া হবে। আর এদিকে রামকে ঘটনাচক্রে একটি বিষাক্ত সাপে কামড়ায় । আর ভীম তাকে বাঁচায় । তো ভীম তাকে চিকিৎসা দিয়ে বিছানায় শুইয়ে রেখে মালিকে বাচাতে দলবল নিয়ে ইংরেজদের মহলে আক্রমণ করে । আর তখন রাম জেনে যায় যে , ইংরেজরা যে স্বদেশি কে খুজছে সে আর কেউ নয় , তার পরম বন্ধু ভীম । তখন সে বুঝতে পারছিলনা যে কি করবে ? তার বাবার স্বপ্ন পূরণ করবে নাকি বন্ধুত্ব রক্ষা করবে ? সে একদম ভেঙে পড়ে । কারণ সে যদি তার বন্ধু অর্থাৎ স্বদেশি কে ধরে ইংরেজদের হাতে তুলে দেয় তাহলে তার প্রমোশন হবে এবং তার বাবার স্বপ্ন পূরণ হবে । কিন্তু এতে তার বন্ধুত্ব চলে যাবে । অবশেষে সে ঠিক করে যে আপাতত সে বাবার স্বপ্ন পূরণের দিকেই চলবে । তাই সে ভীমের সাথে না চাইতেও অপারগ হয়ে বিশ্বাসঘাতকতা করে ভীমকে ইংরেজদের হাতে তুলে দেয় । এতে তার প্রমোশন হয় । তো একদিন ইংরেজরা ঠিক করে যে পুরো গ্রামের সামনে ভিমকে মারা হবে । আর মারার দায়িত্ব দেওয়া হয় রামকেই । তো রামেরও কিছুই করার নেই । সে শত কষ্ট হওয়া সত্ত্বেও ভিমকে খুব খারাপভাবে মারে । আর ভীম মনে করে রাম তাকে ধোকা দিয়েছে । তারপর ভীমের যখন আধমড়া অবস্থা , তখন রাম তাকে গোপনে বাচিয়ে চিকিৎসা করতে পাঠিয়ে দেয় । তখন রাম ঠিক করে এবার ভীমকে ইংরেজদের হাত থেকে মুক্ত করবে । তাই সে পরিকল্পনা করে ভীমকে আর মালিকে মুক্ত করে দেয় কিন্তু তাকে মুক্ত করতে গিয়ে রাম নিজে ইংরেজদের হাতে ধরা পড়ে যায় । আর এদিকে ভীম মুক্ত হয়ে মালিকে নিয়ে চলে যাবার সময় রামকে খুব মারে । কারণ সে ভাবছিল যে রাম তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে । তো এইভাবে অনেকদিন কেটে যায় । এখন ভীম তার দলের সাথে পালিয়ে বেড়াচ্ছে আর রাম ইংরেজদের কারাগারে বন্দি । তার খুবই খারাপ অবস্থা । একদিন ভীম আর তার দল ইংরেজদের হাতে প্রায় ধরা পড়েই যাচ্ছিল তখনই রামের হবু স্ত্রী সীতা ভীম আর তার দল কে বুদ্ধি দিয়ে বাঁচিয়ে নেয় । সেখানেই ভীমের সাথে সীতার পরিচয় হয় ও ভীম সীতাকে গলার মালা দেখে চিনতে পারে । সেখানে সীতা ভীমকে রাম সম্পর্কে সবকিছু খুলে বলে , যে তার উদ্দেশ্য কি , কিভাবে রাম তার বন্ধুকে না চাইতেও ধোকা দিয়েছিল , আর এখন রাম ইংরেজদের কারাগারে বন্দি । আর এখন থেকে দুইদিন পর রামকে ফাসি দেওয়া হবে । তখন ভীম বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে । এটাও বুঝতে পারে রামের বন্ধুত্ব কতটা সত্যি আর খাটি ছিল । তখন সে সীতাকে প্রতিজ্ঞা করে যে রামের ফাসি হবার আগেই সে রামকে উদ্ধার করবে । তারপর ভীম জেনিফারের সাহায্যে ইংরেজদের মহলে প্রবেশ করে ও রামকে উদ্ধার করে । তারপর তারা দুজন মিলে সব ইংরেজদের মেরে ফেলে ওদের অস্ত্র নিয়ে ফিরে আসে এবং রাম ও সীতা এবং ভীম ও জেনিফার একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ।
এই মুভিটি আমি যা বলেছি তার থেকে অনেক সুন্দর । আসলে আমার রিভিউ পড়ে আপনি কিছুই বুঝতে পারবেন না । পুরো মুভিটি দেখলে বুঝতে পারবেন । তাই আমার রিকোয়েস্ট প্লিজ মুভিটি দেখে ফেলুন । আসলে সাউথ ইন্ডিয়ান মুভির সিনেম্যাটোগ্রাফি কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে তো প্রশ্ন তোলার কোনো প্রশ্নই আসে নাহ।মুভির একশন গুলো কিছু ক্ষেত্রে আরটিফিশিয়াল মনে হলেও তা খুব বেশি প্রভাবিত করেনি(Espected in South movies)।
যাইহোক মুভিটির কোনো স্পয়লার দিতে চাচ্ছিনা আর।
তো আজকে এই পর্যন্তই । মানুষ মাত্রই ভুল হয় । তাই ভুল হলে ক্ষমা করে দিয়েন । আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে । কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে জানান । আপনি চাইলে এই লিংক এ ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে join করতে পারেন । আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন ।
The post নিয়ে নিন সর্বকালের সেরা RRR মুভির full রিভিউ । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/jiZ4Py8
via IFTTT
Comments
Post a Comment