যেকোনো এ্যাপ কে এডিট করে বানান নিজের মন মতো। [Icon, App company name, verson, Sdk]সব কিছু চেঞ্জ করার সুযোগ থাকছে।
আস সালামু আলাইকুম ট্রিকবিডির দর্শকেরা।সর্ব প্রথম সালাম নিবেন আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।আজকের পোস্ট টি অনেক ইন্টারেষ্টিং হতে যাচ্ছে।
আপনারা প্রায় সকলেই জানেন ‘APK EDITOR PRO’ এ্যাপ টি সম্মদ্ধে। এটি কোনো একসময় অনেক জনপ্রিয় একটু এ্যাপ ছিল যা ২০১৬ এর দিকে play store এ ফ্রি তে পাওয়া যেত। তারপর এটি পেইড এ্যাপ এর আওতাভুক্ত করা হয়। আর অবশেষে ২০১৯ এর দিকে এটি আর play store এ পাওয়াই যায়না। তো আজ আমি আপনাদের মাঝে ‘Apk editor pro +’ নিয়ে আলোচনা করবো। এটিতে apk editor pro এর থেকেও অনেক বেশি features থাকছে। চলুন শুরু করা যাক।
এ্যাপটির ডাউনলোড লিংক :
এ্যাপটি নিয়ে বিস্তারিত আলোচনা :
১. যেকোনো এ্যাপ নিজের মনে মতো এডিট করতে পারবেন।
২.Odex patch করতে পারবেন।
৩.যেকোনো এ্যাপ এর AAPT change করতে পারবেন
৪. যেকনো এ্যাপ এর JAR change করতে পাবরেন।
৫. যেকোনো এ্যাপ এর আইকন পরিবর্তন
৬. যেকোনো এ্যাপ এর নাম পরিবর্তন
৭. এছাড়াও এ্যাপ এর verson এবং sdk verson ও চেঞ্জ করতে পারবেন।
এ্যাপটির কিছু ব্যবহার নিচে দেখুন।
এ্যাপটি ওপেন করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে যত গুলো অপশন দেখতে পাচ্ছেন সব গুলো ব্যবহার করতে পারবেন। আমি একটি এ্যাপ এর icon change করে দেখাচ্ছি।
যেই এ্যাপ এর icon change করবো সিলেক্ট করে নিচ্ছি।
এমন আসবে এখন থেকে এ্যাপ টির icon এ চাপ দিন।
তারপর আপনার কাংক্ষিত icon সিলেক্ট করুণ।
দেখুন icon টি চলে এসেছে।
দেখুন এ্যাপ টির icon change হচ্ছে।
এখন install এ চাপ দিয়ে install করে নিন।
প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।
…………..আল্লাহ হাফেজ।ফি আমানিল্লাহ।…………..
ফেসবুকে আমি:For any problem
অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel
The post যেকোনো এ্যাপ কে এডিট করে বানান নিজের মন মতো। [Icon, App company name, verson, Sdk]সব কিছু চেঞ্জ করার সুযোগ থাকছে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/YLNbQh8
via IFTTT
Comments
Post a Comment