[Hot Post ] lightroom এর ৩৫০+ প্রিসেট সহ। আইফোনের মত ছবি ইডিটের নিনজা টেকনিক।মিস করলেই লস!

হ্যালো ভাই ব্রাদার্স 😍

কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন!

আমাদের হাতের মোবাইল ফোন দিয়ে কত না ছবি তুলি।একবার চিন্তা করে দেখুন ত যখন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ছবি তুলার পর শুধু মাত্র হালকা ইডিট করলেই আইফোনে তুলা ছবির মত লোক দিবে।বিষয় টা খুবই ইন্টারেসটিং না। তু দেরি না করে চলুন প্রসেস টা দেখায় দি এবং প্রিসেট সহ রয়েছে ৩৭৫+

সব কিছু করার আগে আপনাদের একটা এপস লাগবে! আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে lightroom লিখে সার্চ দিলে ও পেয়ে যাবেন। অথবাএখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।

আইফোন লোক

প্রথমে লাইটরোম অপেন করুন।তারপর All Photos এ ক্লিক করুন।
তারপর নিচের স্ক্রিনসট ফলো করোন।

এখানে ক্লিক করে নিচের দেওয়া পিকটি সহ আপনার যে ছবিটি ইডিট করবেন। ঐ ছবি গুলো ইনপুট করুন। তারপর আমার দেওয়া পিকটিতে ক্লিক করুন।

তারপর এখানে ক্লিক করুন

কপি সেটিং এ ক্লিক করুন

তারপর টিক মার্কে ক্লিক করুন
এখন আপনি যে ছবি গুলো ইনপুট করেছেন ইডিট করার জন্য ঐ ছবি গুলো একটা একটা করে ক্লিক করে সেটিংটা পেস্ট করতে হবে।ছবি যদি বেশি হয় সব গুলো সিলেক্ট করে ও করা যায়। আমি একটা দেখাচ্ছি বাকি সব গুলো একই ভাবে হবে।
প্রথমে আপনার ইনপুট করা ছবি তে ক্লিক করবেন।

তারপর ত্রি ডট মেনুতে ক্লিক করে পেস্ট সেটিং এ ক্লিক করবেন। কাজ শেষ।।

এরপর উপরে থেকে সেয়ার অপশনে গিয়ে সেভ টু ডিভাইস এ ক্লিক করে সেভ করে নিতে পারবেন।

প্রিসেট প্রসেস

আগের মত ছবি ইনপুট করবেন। তারপর যে ছবি ইডিট করবেন সেটিতে ক্লিক করবেন।

এখান থেকে প্রিসেট এ ক্লিক করুন। প্রথমে প্রিসেট ইনপুট করতে হবে।
তু প্রিসেটে ক্লকিক করার পর


ত্রি ডট এ ক্লিক করুন এর পর

ইনপুট প্রসেট এ ক্লিক করে আপনার মোবাইলে যে ফোল্ডারে আমার দেওয়া প্রিসেট গুলো অনজিপ করেছেন ঐখান থেকে সব গুলো প্রিসেট সিলেক্ট করে ইনপুট করুন আমি যেহেতু ২টা ফুল্ডার দিয়েছি তাহলে ইনপুট ২বার করতে হবে। কারণ একটা ফোল্ডারে আছে ৩০০ আরেক ফোল্ডারে আছে ৭৫ টা তাই ২বারে করা লাগবে।
ইনপুট করতে একটু সময় লাগবে ইনপুট হয়ে গেলে

প্রিসেটে ক্লিক করলে এরকম আসবে।
এরপর এখান থেকে আপনাদের ইচ্ছে মত প্রিসেট টি ইউজ করে ছবি টি সেয়ার অপশনে গিয়ে save to device এ ক্লিক করলে সেভ হয়ে যাবে।

যা যা ডাউনলোড করতে হবে

**300+ preset ডাউনলোড
**75 preset ডাউনলোড
আইফোন লোক সেটিং পিক ডাউনলোড
প্রিসেট গুলো জিপ ফাইল। অন করতে না পরলে কমেন্ট করবেন।

৫টাকায় ১কে ফেসবুক ফলোয়ার সহ সকল ধরনের সোশ্যাল সার্ভিস নিতে(মিনিমাম ৫কে) নিচের গ্রুপে জয়েন করেন whatsapp

কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

JABER

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন l ভাল লাগলে
একটা লাইক দিয়ে কমেন্ট
করবেন।



The post [Hot Post ] lightroom এর ৩৫০+ প্রিসেট সহ। আইফোনের মত ছবি ইডিটের নিনজা টেকনিক।মিস করলেই লস! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/835U4he
via IFTTT

Comments