শুরু হয়ে গেলো Apex Legends Mobile এর নতুন Battle Pass Season: Cold Snap

 

apex legends mobile cold snap

আজ বাংলাদেশ সময়ে সকাল 7 টার সময়ে শুরু হয়ে গেলো Apex Legends Mobile এর দ্বিতীয় Battle Pass Season: Cold Snap.

এই Battle Pass এর সাথে যুক্ত হয়েছে নতুন Character/Legend: Loba

তার Passive Ability: কাছাকাছি Epic এবং Legendary Loot দেয়ালের ভিতর দিয়েও দেখতে পারা

Tactical Ability: একটি আংটি ছুঁড়ে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় Teleport হতে পারা

Ultimate Ability: একটি লাঠি বসিয়ে দিয়ে Black Market তৈরি করা যার মাধ্যমে আশপাশের Loot একই জায়গায় দেখা যাবে এবং নেয়া যাবে।

এছাড়াও এই Battle Pass এর সাথে যুক্ত হয়েছে Snow falls আবহাওয়া।

Apex Legends Mobile - Cold Snap Patch Notes
আরো যুক্ত হয়েছে নতুন Seasonal Shop আর নতুন Game Mode: LTM:

নতুন ধরনের একটি Ordnanceও যুক্ত হয়েছে, যেটার নামঃ Frost Grenade: এর মাধ্যমে enemy freeze করে দিয়ে তার movement slow করে দেয়া যাবেঃ

Apex Legends Mobile - Frost Grenade
নিচ থেকে দেখে নিন Cold Snap Season এর Gameplay Trailer:

ইচ্ছে করলে, Premium Battle Pass টি কিনে নিতে পারেন 799 Syndicate Golds কিনে যার মূল্য হবে 850 টাকার মতো। কোথা থেকে bKash এ Payment করে কিনতে পারবেন, তা জানার জন্যে আমাদের Facebook Page এ Message করুনঃ

বিদ্রঃ একবার Premium Battle Pass কিনে Battle Pass এর Level 50 পূরণ করলেই আবার ফেরত পেয়ে যাবেনঃ 800 Syndicate Gods যা দিয়ে আবার নতুন Season এর Battle Pass কিনতে পারবেন। মানে একবার কিনলেই হবে Battle Pass…, প্রতি  Season এ টাকা খরচ করে কেনা লাগবে না।

আমাদের Socials Networking Sites গুলোতে join বা follow করে Apex Legends Mobile এর Game friends/teammates খুঁজে নিনঃ https://linktr.ee/apexlegendsmobilebd

The post শুরু হয়ে গেলো Apex Legends Mobile এর নতুন Battle Pass Season: Cold Snap appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/dzj6uDx
via IFTTT

Comments