আসসালামু আলাইকুম,
তো পোস্ট টা শুরু করি ই ফাজলামো কইরা বিকজ আমি ফাজলামো করতে একটু বেশি পছন্দ করি তোমরা জানো
আর আমি এমন একটা পোস্ট মানে টপিক বাইক থুক্কু বাইর করছি যেটা তুমি ট্রিকবিডির ইতিহাসে কোন দিন পাও নাই।
তো চলো বেশি প্কাচ প্কাচ না করে মূল পর্বে চইলা যাই।
অবসর কিংবা কাজের ব্যস্ততায় অথবা গার্লফ্রেন্ডের কাছে ছ্যাকা খাইয়া ব্যাকা হওয়ার পর গান ই প্রশান্ত করে মন।
আর গানটি যদি হয় হিরো আলমের তাহলে অতি সাধারণ একটি দিনও অসাধারণ হয়ে যেতে পারে
বিঃদ্রঃ হিরো আলমের গান শুনে মানসিক রোগী হয়ে গেলে আমি কিংবা ট্রিকবিডি দায়ী থাকবে না
তো তোমরা হয়তো বা জানো না ইউটিউব এ এমন কিছু গান আছে, যা কোটি কোটি মানুষের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে।
তো ইউটিউব এর সেরা ৫ ভিউজ পাওয়া গান নিয়ে আজকের আয়োজন।
১। বেবি সার্ক
প্রথমে যে গানটি আসবে তার শিরোনাম বেবি সার্ক, গানটির শ্রোতা খুদে শিশুরা।
অসাধারণ এই গানটি শিশুদের মুখে মুখে শোনা যায়।
আর এই গানটি ইউটিউবের ইতিহাসে সর্বোচ্চ সর্বোচ্চ মানুষের দেখা একটি মিউজিক ভিডিও।
এই গানটির উদ্ভব মূলত ক্যাম্প ফায়ার গান হিসাবে। ২০১৬ সালে বেবি সার্ক গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল।
এবং তারই ধারাবাহিকতায়, এটি এখন ইউটিউব এর সবচেয়ে বেশি ভিউ পাওয়া একটি গান।
২০২২ সালের জানুয়ারিতে এই গানটি ১০ বিলিয়ন ভিউজ ছুঁয়ে যাওয়া প্রথম ইউটিউব ভিডিও হয়ে উঠেছে।
পিঙ্ক ফঙ্ক নামে দক্ষিণ কোরিয়ার বিনোদন সংস্থা প্রথম ভিডিওসহ গানটির একটি সংস্করণ ইউটিউবে প্রকাশ করে।
পরে তা সোশ্যাল মিডিয়া অনলাইন এবং রেডিও জুড়ে ভাইরাল হয়ে যায়।
২। দেসপাসিতো।
গানটির সংগীত শিল্পী লুইস ফন্সি এবং ড্যাডি ইযাঙ্কী এর গাওয়া।
এই বিখ্যাত গানটি ২০১৭ সালের ১২ ই জানুয়ারি প্রকাশ করা হয়।
ইউটিউব এ গানটির বর্তমান ভিউজ ৭.৮ বিলিয়ন ছাড়িয়েছে।
দেসপাসিতো গানটি গেয়ে, সর্বকালের সেরা লাতিন সংগীত হিসাবে বলা হয়,
মেলোডিপ হওয়ার পর গানটি ইউটিউবের ইতিহাসে অন্যতম সেরা একটি মিউজিক ভিডিও বা গান।
৩। শেপ অফ ইউ
এই গানটি ইংরেজি গায়ক। গীতিকার এড শীরান এর গাওয়া তার জীবনের অন্যতম সেরা গান।
এটি তার তৃতীয় স্টুডিও অ্যালবাম থেকে ডাবল লীড একক হিসেবে ৬ জানুয়ারি ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল ।
অভাবনীয় সাফল্য পাওয়ায় এই গানটি যুক্তরাজ্যের ২০১৭ এবং দর্শক এর সর্বাধিক বিক্রিত গান ছিল।
ইউটিউব এও গানটির ভিউ ৫ দশমিক ৭ বিলিয়ন।
৪। সি ইউ এগেইন
এই গানটি আমেরিকান রেপার এবং গায়ক উইজ খলিফার একটি গান।
অভিনেতা পল ওয়ার্কার যিনি ৩০ নভেম্বর ২০১৩ সালে।
একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।
আর তাঁকে শ্রদ্ধা জানানোর জন্যই ২০১৫ ফিল্ম ফিউরিয়াস এর সাউন্ডট্র্যাকের জন্য তৈরি করা হয়েছিল।
গানটি প্রকাশ পায় ১০ মার্চ ২০১৫ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পটিফাই অ্যাপ এ একদিনে সর্বাধিক স্ট্রিম করা ট্রাকের রেকর্ড ধরে রেখেছে এই গানটি।
ইউটিউবে বর্তমানে গানটির ভিউজ ৫.৫ বিলিয়ন।
৫। আপডাউন ফাংক
গানটি ব্রিটিশ রেকর্ড প্রযোজক মার্ক জংশনের চতুর্থ স্টুডিও অ্যালবাম, আপডাউন স্পেশাল একটি গান আপডাউন ফাংক।
গানটি একটি ফাংক পপ ডিস্কো পপ সাউন্ডট্র্যাক। ইউটিউব এ গানটি পঞ্চম সর্বাধিক। ভিউ পাওয়া একটি গান।
৪ দশমিক ৫ বিলিয়ন ভিউ পেয়েছে এই গানটি। পপ সংস্কৃতিতে একটি বড় প্রভাব ফেলেছিল এই গানটি।
ও হ্যাঁ, আমার একটা
হিপহপ
আইডি আছে টাকার অভাবে বিক্রি করবো। দাম মাত্র ৫ হাজার! কোন বড়লোক বান্দা যদি কিনতে চাও তাহলেhttps://www.facebook.com/profile.php?id=100081451283590 এই লিংকে ক্লিক করে আমার ফেসবুকে মেসেজ দিও
থুক্কু আমার ফেসবুক আইডিতে মেসেজ দিও কারণ ফেসবুক তো মার্ক জুকারবার্গ এর আমার নয়
আমার কাছে নরমাল আইডি ও আছে কম টাকায় প্যারা নাই চিল নক দিও
তো আজকে তোমাদের এখানে ফাইলা আমি চলে যাই? আবার আসবো যদি মহান আল্লাহতালা আমাকে বাঁচিয়ে রাখেনসবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো হয়ে যান , কয়দিনই বা দুনিয়ায় আছেন আল্লাহ এর সঙ্গে প্রেম স্টার্ট করে দিন
The post ইউটিউব এর চোখে সেরা ৫ টি জনপ্রিয় গান | Top 5 Most Popular Songs In YouTube appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/fAjeTk9
via IFTTT
Comments
Post a Comment