ফেইসবুকের প্রাইভেট গ্রুপের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে ফেইসবুকের প্রাইভেট গ্রুপের ভিডিও ডাউনলোড করা যায়।  আমরা কম বেশি সবাই ফেইসবুক ব্যবহার করি এবং সবারই কম বেশি গুরুত্বপূর্ণ ভিডিও থাকে যেগুলো কিছু মানুষ ছাড়া কাউকে দেওয়া যায় না। তাই আমরা প্রাইভেট গ্রুপ খুলে থাকি।  অনেকে আছে যারা অনলাইনে কোর্স কিনে এবং তাদের প্রাইভেট গ্রপে এড করে রাখে। আমরা চাইলেই কিন্তু সেই ভিডিও গুলো ডাউনলোড করতে পারবো না। তো সেই ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেই আজ দেখাবো।  তো চলুন শুরু করা যাক।

প্রথমে আমরা vidmate এ চলে যাবো। আর হ্যাঁ বর্তমানে কম বেশি সবাই vidmate ব্যবহার করে তাই vidmate দিয়ে দেখাচ্ছি।

এখন আমরা ফেইসবুকে চলে যাবো।

এখন আমরা আমাদের ফেইসবুক লগইন করবো।

আপনাদের দেখানোর জন্য আমি নিজে অন্য একটা আইডি দিয়ে প্রাইভেট গ্রপ করছি এবং এই আইডি এড করছি।  দেখতে পাচ্ছেন hi নামে একটি গ্রুপ যেটা প্রাইভেট করা আছে।

দেখতে পাচ্ছেন আমি একটা সর্ট ভিডিও আপলোড করছি এবং সেই ডান পাশে ডাউনলোড একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম চলে আসছে।  এখন আমি ডাউনলোডে ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট গ্রুপের ভিডিও টি ডাউনলোড করে ফেললাম।  তো এইভাবে চাইলে আপনি প্রাইভেট গ্রুপের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

  Facebook

YouTube

 

The post ফেইসবুকের প্রাইভেট গ্রুপের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/BaAo7Xq
via IFTTT

Comments