জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ (২০২১-২২) ভর্তি বিজ্ঞপ্তি

গত কাল (১৯-০৫-২০২২) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ(২০২১-২২) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার ভর্তি আবেদন কিছুটা পরিবর্তন হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি নিচের ছবিগুলো থেকে পড়ে নিতে পারেন।




Download Circuler

১। অনার্স প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুর হবে ২২ মে বিকাশ ৪ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ০৯ জুন রাত ১২ টা পর্যন্ত।

২।আবেদন করতে যা যা দরকার:

i. এসএসসি ও এইচএসসির রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার। (ssc+hsc Roll+Registration number)
ii. সচল মোবাইল নম্বর
iii. পাসপোর্ট সাইজ এক কপি ছবি
iv. আবেদন ফি ২৫০ টাকা
v.দোকানদারের ফি ৫০/১০০ টাকা কম্পিউটার ফি (নিজের মোবাইল থেকেও করতে পারবেন)।

৩।আবেদন করতে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে?

সাইন্স- SSC 3.5 & HSC 3.5
ব্যবসায় – SSC 3.5 & HSC 3.5
মানবিক- SSC 3.5 & HSC 3

পয়েন্ট থাকতে হবে…

৪। কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে?

কেবলমাত্র সে সকল ছাত্রছাত্রীই আবেদন করতে পারবে যারা SSC ২০১৮ বা ২০১৯ ও HSC ২০২০ অথবা ২০২১ সালে পাশ করেছে!

৫।একজন ছাত্রছাত্রী কয়টি কলেজে আবেদন করতে পারবে?

উত্তর:- একজন ছাত্রছাত্রী প্রথমিক পর্যায়ে একটি কলেজে আবেদন করতে পারবে এবং আবেদনের প্রথম পর্যায়ে কোন কলেজে চান্স না পেলে সে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করবে।
কোন স্টুডেন্ট দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে সে প্রথম রিলিজ স্লিপের মাধ্যমে ৫ টি কলেজে আবেদন করতে পারবে।
কোন ছাত্রছাত্রী প্রথম রিলিজ স্লিপে কোন কলেজে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ৭ টি কলেজে আবেদন করতে পারবে।

৬। আবেদন করার পর
আবেদন এরপরে ছাত্রছাত্রীদের করণীয় কাজ হলো আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে আবেদনের প্রিন্ট কপি ও ২৫০ টাকা ফ্রি বাবদ স্ব-শরীরে ১১ ই জুনের মধ্যে জমা দিবেন।

আবেদন এর প্রিন্ট কপি ও ফি কলেজে জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩ জুলাই ২০২২ তারিখে।

কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে ২২ তারিখ রাতে অথবা ২৩ তারিখে পোষ্ট করব।

The post জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ (২০২১-২২) ভর্তি বিজ্ঞপ্তি appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/c2jtLp5
via IFTTT

Comments