টেলিটকের ডাটা প্যাকেজগুলো সুলভ দামের জন্য বিখ্যাত। এছাড়া একমাত্র টেলিটক বাংলাদেশে বর্তমানে আজীবন মেয়াদ বা আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক সুবিধা দিচ্ছে। টেলিটকের অন্যতম জনপ্রিয় একটি ডাটা প্যাক হচ্ছে ১৭ টাকায় ২জিবি অফার। এটি অত্যন্ত সাশ্রয়ী এবং অনেকদিন ধরেই গ্রাহকরা কম মূল্যে এই চমৎকার ডাটা প্যাক উপভোগ করে আসছেন।
তবে এতদিন আপনি যেভাবে ১৭ টাকায় ২জিবি ডাটা ব্যবহার করে এসেছেন, এখন সেই অভ্যাসে কিছুটা পরিবর্তন আনতে হবে। কারণ ডাটা প্যাকটির শর্তে বড় কিছু পরিবর্তন এসেছে। এই পোস্টে আমরা ডাটা অফারটির নতুন শর্তগুলো জানব এবং প্যাকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
প্রথমেই জানিয়ে দিচ্ছি অফারটির সবচেয়ে বড় পরিবর্তন সম্পর্কে। আগে আপনি চাইলে একটি নির্দিষ্ট কোড নম্বর ডায়াল করে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট নিতে পারতেন। কিন্তু এখন নতুনভাবে অফারটি ঢেলে সাজানোর কারণে আপনি আর আগের মত কোনো কোড ডায়াল করে এই ইন্টারনেট প্যাক নিতে পারবেন না। অর্থাৎ, আগের মত *১১১*১৭# কোড ডায়াল করে ১৭টাকায় ২জিবি নিতে পারবেন না।
এখন থেকে টেলিটকে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট নিতে হলে আপনার সামনে দুটি উপায় রয়েছে। আপনি যদি ঠিক ১৭ টাকা আপনার টেলিটক প্রিপেইড মোবাইলে রিচার্জ করেন তাহলে সরাসরি ২জিবি ডাটা পাবেন। ১৭ টাকা কেটে নেয়া হবে।
এছাড়া আপনি চাইলে মাইটেলিটক অ্যাপ থেকেও অফারস সেকশন থেকে সহজেই ১৭ টাকা দিয়ে ২জিবি ডাটা কিনতে পারবেন। মাইটেলিটক অ্যাপ ওপেন করে অফারস সেকশনে ট্যাপ করুন। স্ক্রল করে নিচের দিক যেতে যেতে এক সময় “শতবর্ষ স্পেশাল ডাটা ২জিবি ১৫দিন” অফারটি পাবেন। সেখানে ক্লিক করে কনফার্ম করলেই প্যাক চালু হবে।
এই প্যাকটির আরেকটি পরিবর্তন হলো এখন থেকে এর ডাটা আর ক্যারি ফরওয়ার্ড হবেনা। মেয়াদ থাকাকালীন আপনি আবার নতুন করে ১৭ টাকায় ২জিবি কিনতে পারবেন না। ১৫দিনের মেয়াদ শেষ হলে পরের দিন আবারও অফারটি নিতে পারবেন। অর্থাৎ, ১ মাসে অফারটি সর্বোচ্চ ২বার কিনতে পারবেন।
এই প্যাকটির আরেকটি পরিবর্তন হলো এখন থেকে এর ডাটা আর ক্যারি ফরওয়ার্ড হবেনা। মেয়াদ থাকাকালীন আপনি আবার নতুন করে ১৭ টাকায় ২জিবি কিনতে পারবেন না। ১৫দিনের মেয়াদ শেষ হলে পরের দিন আবারও অফারটি নিতে পারবেন। অর্থাৎ, ১ মাসে অফারটি সর্বোচ্চ ২বার কিনতে পারবেন।
The post টেলিটক ১৭ টাকায় ২ জিবি অফারে বড় পরিবর্তন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/WrSTsR1
via IFTTT
Comments
Post a Comment