আসসালামু ওয়ালাইকুম। আশা করছি আপনিই ভালো আছে। আপনাদের সামনে অসাধারণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আপনি যদি ব্লগারে সিম্পল ডিজাইনের নিজের পর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান একদম ফ্রিতে তাহলে এই টিউটোরিয়ালটি ফলো করতে পারেন।
যে পর্টফোলিও ওয়েবসাইট বানানোর টিউওটোরিয়াল দিব সেটি অনেক সিম্পল ডিজাইনের আর এটি একটি ল্যান্ডিং পেজ পর্টফোলিও। ওয়েবসাইটির ডেমো নিজের ছবিতে দেখতে পাচ্ছেন। আর সরাসরি ডেমো দেখতে ছবির উপরে ক্লিক করুন।
ডেমো তো দেখে নিলেন। আশা করছি ডেমোটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চলেন কিভাবে এ ধরনের একটি ওয়েবসাইট বানাবেন তা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
যেভাবে ব্লগারে তৈরি করুন নিজের সিম্পল ডিজাইনের পর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন
নিচের ধাপগুলো অনুসরণ করে ওয়েবসাইটি তৈরি করে ফেলুন।
ধাপ ১ঃ
এই ধরনের ওয়েবসাইট বানাতে প্রথমে আমাদের যে জিনিসের প্রয়োজন পড়বে তা হলো একটি টেমপ্লেটের। টেমপ্লেটটি ডাউনলোড করার জন্য এই লিংকে ভিজিট করুন। সরাররি ডাউনলোড লিংক দেওয়া আছে। ডাউনলোড লিংক – https://www.kivabe.xyz/download-profile-landing-blogger-template/
ধাপ ২ঃ
এবার ব্লগারে যান এবং সেখান থেকে নতুন একটি সাইট তৈরি করুন। অথবা আগে থেকে তৈরি করা যেকোন একটি সাইট সিলেক্ট করুন। আশা করছি এই ধাপটি আপনি সম্পন্ন করতে পারবেন তাই এই ধাপে কোন প্রকার স্কিনশট দিলাম না।
ধাপ ৩ঃ
এবার উপরের স্কিনশটের মতোন Themes এ যান এবং Themes থেকে Edit Html এ ক্লিক করুন।
ধাপ ৪ঃ
Edi Html এ গিয়ে যে কোডগুলো আছে সেই সকল কোডগুলো মুছে ফেলুন উপরের স্কিনশটের মতোন।
ধাপ ৫ঃ
মুছে ফেলার পর আপনার ডাউনলোড দেওয়া টেমপ্লেট ফাইলটি Extract করে নিন। Extract করার পর টেমপ্লেট ফাইলটি কোন কোড এডিটর software দিয়ে ওপেন করুন। টেমপ্লেট ফাইলটি ওপেন করার পর সবগুলো কোড কপি করে নিন।
ধাপ ৬ঃ
এবার ব্লগারে ফিরে এসে কপি করা কোডগুলো পেস্ট করে দিন।
ধাপ ৭ঃ
পেস্ট করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে কোডগুলো সেভ করে দিন।
ব্যাস আপনার নিজের পর্টফোলিও ওয়েবসাইট রেডি। এবার লিংকগুলো ও কোড কাস্টমাইজ করে ওয়েবসাইটিকে নিজের মতোন সাজিয়ে নিন। ভালো রেসপন্স পেলে কিভাবে কাস্টমাইজ করবেন তা নিয়ে একটি বিস্তারিত পোস্ট দিব। সংক্ষেপে বলে নেই সব কাস্টমাইজেশন Edit Html থেকে করে নিতে হবে।
এই ছিল আজকের পোস্ট। আশা করছি এই পোস্টটি ফলো করে আপনি নিজে নিজের একটি পর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। কোন প্রকার জিজ্ঞাসা থাকলে পোস্টে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার।
আপনি মেয়েদের ইসলামিক নামের সন্ধান করে থাকেন তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন – মেয়েদের ইসলামিক নাম। আর্টিকেলটিতে অনেক সুন্দর সুন্দর মুসলমান মেয়েদের ইসলামিক নাম বাংলা অর্থ সহ তুলে ধরা হয়েছে।
Template & Post Credit goes to – Imran Hossan (me) – আমার সাথে যোগাযোগ করার মাধ্যম!
The post ফ্রিতে ব্লগারে তৈরি করুন নিজের সিম্পল ডিজাইনের পর্টফোলিও ওয়েবসাইট appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/BL5mQJG
via IFTTT
Comments
Post a Comment