AdSense Approval Ninja Tips Earn Monthly 300-500$

AdSense Approval Ninja Tips পর্বে AI-Based WordPress ওয়েবসাইট বানানোর টিউটোরিয়াল শেয়ার করবো। 


AdSense Approval Ninja Tips

AdSense Approval Ninja Tips এর আগেও কিছু পর্ব শেয়ার করা হয়েছিলো।

তাই যদি আপনি নতুন হয়ে থাকেন তবে প্রথম পর্ব থেকে শুরু করার অনুরোধ রইলো।

আপনি যদি সকল পর্ব পড়ে থাকেন তবে আশা করি একটা ব্যাসিক ধারনা এর মধ্যে পেয়ে গিয়েছেন। 
Business Idea সিরিজ টিতে নানা ধরনের আয় করার মাধ্যম কিংবা টিপস শেয়ার করার জন্য মেক করা হচ্ছে। 
সো চলুন দেরী না করে আমাদের AdSense Approval Ninja Tips বা আমাদের মেইন টপিকের দিকে অগ্রসর হওয়া যাক।
 
AdSense Approval Ninja Tips

 

AdSense:

এটা একটা আর্ন করার মাধ্যম ধরে নিতে পারেন যা কিনা গুগল দ্বারা নিয়ন্ত্রিত।
আর আশা করি এটা নিয়ে কম বেশী সবাই জানেন।
তারপরেও ছোট করে বলি আপনার ওয়েবসাইটে গুগল বিজ্ঞাপন দেখাবে আর সেই বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। 
এটা জাস্ট একটা মাধ্যম গুগল ছাড়াও অনেক মাধ্যম যদিও রয়েছে তারপরেও গুগল এখন পর্যন্ত আমার পছন্দের শীর্ষে।
AdSense Approval Ninja Tips

 

কিভাবে শুরু করবেন?
 
প্রথমত গুগল এডসেন্স এপুভাল এর জন্য ইউনিক ২০ টা কপি মুক্ত পোষ্ট ,
রেসপন্সিভ ডিজাইন আর কিছু পেজ তৈরী করতে হবে জাস্ট। 
প্রতিটি পোষ্ট ১০০০+ ওয়ার্ড করা আবশ্যক
এছাড়াও আপনার ওয়েবসাইটে ভিজিটর দরকার হবে।
 

 

ভিজিটর যদি না থাকে তাহলে গুগল কাকে বিজ্ঞাপন দেখাবে তাই নয় কি?

ধরে নিলাম আপনি সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি তাই আপনার ভিজিটর নিয়ে সমস্যা হবেনা।
তারপরেও একটা ঝামেলা থেকেই যায় আর তা হলো কন্টেন্ট আপনার সাইটে যদি কন্টেন্ট না থাকে তাহলে ভিজিটর দিয়ে কিছু হবেনা।
 

 

তো আমাদের প্রথম কাজ হলো একটা ওয়েবসাইট তৈরী করা ।
সেখানে সর্বনিম্ন ২০ টা পোষ্ট করা এবং এডসেন্স এর জন্য আবেদন করার জন্য সাইট টা সুন্দর ভাবে তৈরী করা।
 
আর পাশাপাশি ওয়েবসাইট টি সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। এস এই ও করতে হবে। 
 
আস্তে আস্তে আমরা সকল কাজ গুলোই করবো এখন কথা হলো আপনি যদি নিজেই পোষ্ট করেন তাহলে সেটা AI-Based কিভাবে হবে?
 
আর নিজেই যদি সব করেন তাহলে আর নিনজা ট্রিক কি কাজে আসবে।
 
বলছি তবে আগে ব্যাসিক জেনে নিন এবং এডসেন্স পেয়ে আপনি কি করবেন সেটা জেনে নিন।
 
আপনি চাইলে নিজেই ব্যবহার করতে পারেন অথবা চাইলে এডসেন্স এপ্রুভাল হয়ে গেলে সেল করে দিতে পারেন।
সদ্য এডসেন্স এপ্রুভাল সাইট এর দাম ৫ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত সেল হয়ে থাকে।
পিন ভেরিফাই এডসেন্স ১৫-২০+ হাজার টাকায় সেল করা সম্ভব। 
এছাড়াও মার্কেটপ্লেসে এটার চাহিদা রয়েছে যেমনঃ Fiverr, upwork, freelancer etc
 
তাহলে বুঝতেই পারছেন ট্রিক টি দিয়ে আপনি কি করতে পারবেন।
যদি আপনি বুঝতে না পারেন তবে এই পোষ্টের কোন ভ্যালু নেই আপনার কাছে।
আর যদি বুঝতে পারেন তবে আপনি ভবিষ্যতে জানিয়েন আমাকে অপেক্ষা করবো।
 
 
যারা আজকে ট্রিক ফলো করবেন তারা পর্ব ৭-৮ না দেখে এডসেন্স এর জন্য এপ্লাই করবেন না।
তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন।
তবে এটুকু সাবধানতা অবলম্বন করবেন ১৫ দিনের আগে কেউ এডসেন্স এপ্রুভাল এর জন্য এপ্লাই করবেন না ।
এই ১৫ দিন জাস্ট পোষ্ট এর লিংক যতটা সম্ভব শেয়ার করবেন অন্যদের কাছে।
 
তাহলে চলুন আজ বানিয়ে ফেলি একটি AI-Based/ Automatic ওয়েবসাইট যা একবার বানিয়ে রেখে দিলেই হবে।
এবং এই সাইট যদি সেল না করেন তবে এটা থেকে ১০০-৫০০+ ডলার মাসে প্যাসিভ ইনকাম করা পসিবল।
 
তাহলে চলুন বানিয়ে ফেলা যাক একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিচের ভিডিও ফলো করে ।
 

ভিডিওতে যে সব Theme এবং প্লাগিন্স ব্যবহার করা হয়েছে তা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন। 
 
 
আর কিছু Feed Link 

 

News:
==================
https://ift.tt/6vJOrg8
https://ift.tt/2hM3Ewg
LifeStyle:
===================
https://ift.tt/qgK9YCX
https://ift.tt/OdEkrtS
https://ift.tt/p1oiCYI
Business:
====================
https://ift.tt/5SKIXzr
https://ift.tt/HE149Dr
https://ift.tt/XrENVdK
https://ift.tt/BJVY281
https://ift.tt/vqojnb6
https://ift.tt/sh1lvS9
Tv Shows:
=====================
https://ift.tt/yUkjsF1
https://ift.tt/oFhswI8
Travel
=============================
https://ift.tt/Dhl6nyP
https://ift.tt/6v0wnlI
Banned Word:\
=================
404 error
503
Error
unathentic

 

 
আশা করি বাকীটা আপনার গুছিয়ে নিবেন ইনশাআল্লাহ্‌ দেখা হচ্ছে পরবর্তী পর্বে।
তাহলে আজকের মত বিদায় দেখা হচ্ছে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
 
লেখকঃ Cyber Prince

The post AdSense Approval Ninja Tips Earn Monthly 300-500$ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/QFLyVlp
via IFTTT

Comments