Tiktok ভিডিও For You তে যায়না? তাহলে এই পোস্টে সমাধান দেখে নিন।

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন।
আজকাল প্রায় সবাই টিকটকের সাথে কম বেশি জরিত।
অনেকে শুধু টিকটক ভিডিও দেখে, এবং অনেকে ভিডিও দেখার পাশাপাশি ভিডিও তৈরীও করে থাকে।

আর আমার আজকের পোস্টটি তাদের জন্য যারা টিকটক ভিডিও তৈরী করেন কিন্তু ভিডিও ভাইরাল হয়না, আর টিকটক যদি For You তেই না যায় তাহলে ভাইরাল হবেই বা কি করে?

তাই যদি আপনার ভিডিও ফর ইউ তে না যায়, তাহলে এই পোস্ট টি ভালো ভাবে পড়ুন। আশা করি উপকৃত হবেন।
আর পোস্ট শুরু করার আগে আরেকটি কথা,
মানুষ মাত্রই ভুল। তাই আমারও এই পোস্টেও ভুল থাকতে পারে। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে দয়া করে কমেন্টে ধরিয়ে দেবেন। আমি অবশ্যই ভুলটি ঠিক করে দেব।

★ ★ ★ তো চলুন শুরু করি।

★ প্রথমেই আপনি আপনার টিকটক প্রোফাইলে প্রবেশ করুন, তারপর উপরের (…) থ্রি ডট অপশনে ক্লিক করুন
★ তারপর Settings & Privacy অপশনে ক্লিক করুন, তাহলে নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ দেখতে পাবেন।

★ এখনে আপনাকে [ Help center ] অপশনটি খুজতে হবে।
খুঁজে বের করে এই অপশনে ক্লিক করুন।
তাহলে নিচের স্ক্রিনশট এর মত আরেকটা পেইজ দেখতে পাবেন।

★ এখানে আপনারা অনেকগুলো অপশব দেখতে পাবেন, এখানে যে বড় করে [For You] লেখা আছে, এখানে ক্লিক করুন।

এখানে ক্লিক করার পর আপনারা নিচের স্ক্রিনশট এর মত আরেকটা পেইজ দেখতে পাবেন।

এখানে নিচে দুইটি অপশন আছে,
১. Yes
২. No

এখানে আপনি ১ নম্বর অপশন Yes এ একটি ক্লিক করে দিবেন।

হ্যা, আপনার কাজ এখানেই শেষ।

প্রত্যেকবার ভিডিও আপলোড করার পর এভাবে এই সেটিং টি করে নিবেন। আশা করি তাহলে আপনার ভিডিও অবশ্যই For You তে যাবে।

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।

যদি পোস্টটি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি বুঝিয়ে দেবো।

ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।
নমস্কার

The post Tiktok ভিডিও For You তে যায়না? তাহলে এই পোস্টে সমাধান দেখে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3fkQSIj
via IFTTT

Comments