How to fix your device isn’t compatible with this version (play store problem fixed)

              আসসালামুয়ালাইকুম,

আশা করি সবাই ভাল আছেন ।তো আজকে একটি নতুন ট্রিকস্ নিয়ে আলোচনা করব। এটার মাধ্যমে আপনি প্লে স্টোরের একটি সমস্যার সমাধান করতে পারবেন । সমস্যাটা হলো এরকম যে আমরা যখন কোন অ্যাপ ডাউনলোড করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অধিকাংশ অ্যাপ এ এটা লেখা আসে যে your device isn’t compatible with this version .

তো এটা কিভাবে আপনি সহজেই সমাধান করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিও আমি চারটা উপায় দিব প্রথমটা কাজ না করলে আপনি একটার পর একটা করে চারটি উপায় চেষ্টা করতে পারেন ।

এক নম্বর উপায়ঃ

প্লে স্টোর কে আপডেট করে । আপনি প্লে স্টোরের যেই ভার্সন আছে সেটি আপডেট করার মাধ্যমে এ সমস্যাটির সমাধান করতে পারেন ।

এর জন্য আপনার যে প্রোফাইলের আইকনটি আছে সেটাতে চলে যাবেন।

এরপর এখানে একটি অপশন পাবেন settings

এই অপশনটিতে যাওয়ার পরে আপনি about নামের একটি অপশন পাবেন ।

এবাউট এ ক্লিক করলে আপনি পাবেন play store version এখানে অপশন পাবেন update play store এটাতে ক্লিক করলেই আপনার প্লে স্টোর আপডেট হয়ে যাবে ।

এবং ইন্টারনেট কানেকশন অন রাখবেন যদি এটাতে কাজ না হয় তাহলে ,,,

২ নম্বর উপায়ঃ

প্লে স্টোর অ্যাপ টিকে press and hold করে রাখতে হবে এরপর এটার ইনফর্মেশন এ যেতে হবে ।

তারপর এখানে পাবেন storage uses সেটাতে চলে যাবেন ‌‌

। এরপর এখানে একটি অপশন পাবেন clear catch এখানে ক্লিক করে ক্যাশ ডাটা ক্লিন করে নেবেন

। যদি এটাতেও না হয় তাহলে,,,

৩ নম্বর উপায়ঃ

এবার আপনাকে আপনার ফোনটি আপডেট করতে হবে । এর জন্য আপনার সেটিংস এ চলে যাবেন ‌ তারপর ফোনের আপনার সার্চ বক্সে খুঁজে বের করবেন সফটওয়্যার আপডেট অথবা ওয়ারলেস আপডেট এটা করে ফোনটা কে আপডেট করে নিবেন।

এটাতেও না হলে শেষ উপায়,,,,

৪ নম্বর উপায়ঃ

এর জন্য যেকোনো একটি ব্রাউজার এ চলে যাবে। সার্চ বক্সে যে অ্যাপটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটার নাম প্রথমে লিখবেন উদাহরণ হিসেবে আমি হোয়াটসঅ্যাপ নিলাম । এখন আপনার যে অ্যাপ এর দরকার আছে সেটার নাম লিখবেন। সার্চ টা কিছুটা এরকম করে করবেন

 Whatsapp APK download for Android ( আপনার ফোনের ভার্সন অনুযায়ী ) APKPure.

এখন ফোনের ভার্সন কোথায় খুঁজে পাবেন ? এর জন্য সার্চ করতে পারেন সেটিংস এ অথবা about phone এ গিয়ে ফোনের ভার্সন দেখে নেবেন 

লিখে সার্চ করবেন এরপর দেখতে পাবেন যে ওয়েবসাইট চলে এসেছে এটাতে চলে যাবে তারপরে অ্যাপটা ডাউনলোড করে ইন্সটল করবেন।

তো পোস্ট টা আর দীর্ঘ করছি না আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। 

 ভিডিও টিউটোরিয়াল 👇👇👇👇👇

এ রকমই টিপস ট্রিকস এবং টিউটোরিয়াল পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।

To subscribe click here

Follow our Facebook page

The post How to fix your device isn’t compatible with this version (play store problem fixed) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Zzy7cpS
via IFTTT

Comments