ট্রিকবিডিতে সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি গেম যেখানে আপনি দুটি গেম খেলতে পারবেন।
আমি আগেই টাইটেলে বলেছি যে এই গেমটি একটি কিন্তু গেমটি চালু করলেই দুটি গেম পাবেন।অর্থাৎ এটি একটি এপ এর মতো,, যেখানে আপনি একটি এপ ডাউনলোড করে দুটি গেম খেলতে পারবেন।শুধু তাই নয়, এই গেম দুটিও অনেক ভালো,,কিন্তু ট্রিকবিডিতে দেখলাম এরকম ভালো গেম নিয়ে কেউ পোস্ট করেনি.,তাই পোস্টটি করলাম।আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন।তো চলুন গেমটি এক নজরে দেখে নেই।
গেম ডিসক্রিপশন:-
Game Name: 2In1Jewels and War
Game Size: 603 Kb
Game Version: 1.0
Game Type: .jar
Game Vendor: Inlogic Softwar Ltd.
Game ScreenSize: 240*320
এই গেমটি চালু করলে নিচের গেম দুটি পাবেন
1.Castle Defender
2.Jewel Explosion
এখন গেম দুটির বিস্তারিত দেখে নেয়া যাক।
তো এখন চলুন গেমটির কয়েকটি Screenshot দেখে নেয়া যাক।
যেভাবে খেলবেন:খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে ঠিকভাবে মানতে হবে।এই খেলাটির মেইন বিষয় হল টার্গেট ঠিক রাখা।কারন আমি আপনাদের আগেই বলেছি এই গেমটি তে আপনাকে প্রত্যেকবার ওকে প্রেস করে শুট করতে হবে না।আপনাকে শুধু 4 এবং 6 প্রেস করে গেমটি খেলতে হবে।4 প্রেস করে বামে এবং 6 প্রেস করে ডানে টার্গেট করতে পারবেন।এভাবে খেলতে থাকলে কিছুক্ষন পর দেখবেন লেভেল আপ হবে।
তো এখন চলুন গেমটির কয়েকটি Screenshot দেখে নেয়া যাক।
যেভাবে খেলবেন:খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে ঠিকভাবে মানতে হবে।এই খেলাটির মেইন বিষয় হল কালার মিলানো।যেখানে দেখবেন 3 অথবা 3+ কালার মিলে যাচ্ছে,,, 2,4,6 এবং 8 প্রেস করে আপনাকে সেইখানে গিয়ে কালারগুলো মিলাতে হবে।এখন প্রশ্ন হল কীভাবে কালার মিলাবেন।তো কালার মিলানোর জন্য আপনাকে উক্ত কালার এর উপর গিয়ে 5 প্রেস করতে হবে এবং ওই কালারকে যেদিকে নিয়ে যেতে চান, সেই অনুসারে 2,4,6,8 প্রেস করতে হবে।এভাবে খেলতে থাকলে কিছুক্ষন পর দেখবেন লেভেল আপ হবে।
আশা করি গেম দুটি আপনাদের ভালোই লেগেছে।তো আপনারা গেম দুটি খেলতে থাকুন।গেমটিতে অনেক লেভেল আছে।গেম দুটি অনেক মজার গেম।তাই ভাবলাম আপনাদের সাথেও গেম দুটি শেয়ার করি।
তাহলে আর দেরি না করে গেমটা ডাউনলোড করে নিন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:-
আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে।পরবর্তী পোস্টে আবারও আপনাদের কাছে ফিরে আসব।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।
The post [hot post]একটি এপ/গেম ডাউনলোট করে দুটি গেম খেলুন তাও আবার জাভা মোবাইলে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/lKkLRQA
via IFTTT
Comments
Post a Comment