Hello trickbd users!
আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো বরাবরের মত আজকে আরেকটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
দেশীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ সকলের কাছেই পরিচিত। তারা তাদের প্রচারণার স্বার্থে সবসময় নতুন নতুন অফার দেওয়ার চেষ্টা করে। তো আজকে হাজির হয়েছি বিকাশ এরই একটা নতুন অফার নিয়ে।
বিকাশ এর এই অফার এ যেকোনো বিকাশ ব্যাবহার কারি বিকাশ অ্যাপ থেকে নিজ নম্বর এ 15 টাকা রিচার্জ করলেই পাবেন 10 taka Cashback। Cashback পরবর্তী কার্যদিবস এর মধ্যে পাবেন। এমন বলা হলেও অনেকে এর আগেই পাচ্ছেন। অফারটি শুধু মাত্র একজন বিকাশ গ্রাহক তার নম্বর এ একবারই নিতে পারবেন।
বিস্তারিত প্রুফ লাইভ চ্যাট এর –
অফারটি আজকে 17/03/2022 থেকে 19/03/2022
পর্যন্ত কার্যকর থাকবে। আশা করি আপনারা সবাই নিতে পারবেন।
তো আজকের পোস্ট এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা অফারটি পাবেন তারা অবশ্যই কমেন্ট এ জানাবেন এবং এই পোস্ট টি আপনার বন্ধুদের মাঝে share করবেন। ধন্যবাদ।
The post বিকাশ থেকে নিয়ে নিন ফ্রী ক্যাশব্যাক। অফারটি সকলে পাবেন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/f1nplLg
via IFTTT
Comments
Post a Comment