রবি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট!!

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডি মেম্বার।

কেমন আছেন সকলে?

আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন।

আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

তাই আজকে আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।

তো বেশি দেরি না করে শুরু করা যাক।

বর্তমানে বাংলাদেশের ৫ টি টেলিকম প্রতিষ্ঠান রয়েছে।

এসব টেলিকম প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণফোন, রবি

,বাংলালিংক ,এয়ারটেল ,টেলিটক, স্কিটো সিম গুলো লক্ষ্য করা যায়।

বাংলাদেশে অনেকদিন ধরে ফ্রি ইন্টারনেট অফার বন্ধ রয়েছে।

তবুও বর্তমানে কিছু কিছু সিম কোম্পানি ফ্রি ইন্টারনেট অফার প্রদান করছে।

এগুলোর মধ্যে রবি অন্যতম একটি টেলিকম প্রতিষ্ঠান।

বাংলাদেশের রবির প্রায় সাড়ে 5 কোটি গ্রাহক রয়েছে।

রবি সব সময় তার গ্রাহকসেবা কে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকম লোভনীয় অফার প্রদান করে থাকে।

রবি সব সময় কম টাকার মধ্যে ইন্টারনেট প্রদান করে থাকে,

এর ফলে মানুষ রবি সিমের প্রতি আকৃষ্ট হচ্ছে বেশি।

বর্তমান সময়ে রবি একটি ইন্টারনেট অফার প্রদান করছে,

যার মাধ্যমে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

অনেকে হয়ত জানেন আবার অনেকেই হয়তো জানেন না,,,

*১২১*১০২০৩০*১#

কোডটি ডায়াল করার পরে ফ্রি এমবি পাওয়া যাবে।

আপনাদের সুবিধার জন্য স্ক্রিনশট এড করে দিলাম।

দেখুন আমি কোডটি ডায়াল করলাম তারপরে এরকম একটি

ইন্টারফেস আসবে।

তারপরে আপনার ফোনে একটি কনফার্মেশন এসএমএস আসবে সেখানে দেখা যাবে আপনি এমবি পেয়েছেন।

আর এই এমবির জন্য আপনাকে কোন টাকা চার্জ করা হবে না।

যতবার ডায়াল করবেন ততবার 1mb করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এটার নির্দিষ্ট কোনো লিমিটেশন নেই,

আপনি যতবার কোড ডায়াল করবেন ততবার ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন।

অনেক সময় দেখা যায় আমাদের জন্য এই 1mb অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়।

তাই ফ্রিতে হলেও এই 1mb আমাদের জন্য অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

যদি পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন শুধরে নেওয়ার চেষ্টা করব।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

ভাল থাকবেন

সুস্থ থাকবেন

আল্লাহ হাফেজ।

The post রবি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/pBg4WV7
via IFTTT

Comments