তরুণরা কেনো মোবাইল ফোন সাইলেন্ট রাখে!!

আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি।

কেমন আছেন সবাই?

আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো

আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

তাই চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি

পোস্ট নিয়ে।

বেশি দেরি না করে শুরু করা যাক।

বর্তমান প্রজন্মের প্রায় 80% ছেলে মেয়ে, ফোন সাইলেন্ট মোডে

রাখে।

কিন্তু কেনো?

কোন কারন ছাড়াই তারা ফোন সাইলেন্ট রাখে।

এজন্য অনেক সময় পরিবার এবং অন্যান্য জায়গা থেকে

আমাদেরকে অনেক কথা শুনতে হয়।

কিন্তু তবুও আমরা ফোন সাইলেন্ট রাখি।

কিন্তু কি জন্য আমরা ফোন সাইলেন্ট রাখি সেটা আমরা বলতে

পারিনা।

১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত মানুষ রিংটোন এর ব্যবহার বেশি

করতো।

কিন্তু ধীরে ধীরে যখন প্রযুক্তির উন্নতি শুরু হয়

তখন থেকে মানুষ রিংটোন এর ব্যবহার কমিয়ে দেয়।

এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, বেশিরভাগ মানুষ

রিংটোন পছন্দ

করেনা।

এটার কারণ দেখা যায় মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কাজে,

বা পড়াশোনা এর জন্য ফোন সাইলেন্ট রাখে,।

এটি আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়।

এবং ধীরে ধীরে দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনে,

এটি প্রভাব ফেলে, এর ফলে এটি আমাদের দৈনন্দিন জীবনের

সাথে খাপ খেয়ে যায়।

এবং আমরা কারণে-অকারণে ফোন সাইলেন্ট রাখি।

বর্তমান সময়ে মানুষ এসএমএস বা ইমেইল সিস্টেম এ কথা

বলতে বেশি পছন্দ করে।

এর ফলে মানুষ ফোন কলে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলে।

এর জন্য রিংটোনের ব্যবহার কমে যায় আস্তে আস্তে।

আর মানুষের ফোন সাইলেন্ট রাখার প্রবণতা বাড়ে।

মূলত এই কারণে বর্তমান প্রজন্ম ফোন সাইলেন্ট রাখে বেশি।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত, যদি পোষ্টের কোথাও ভুল ত্রুটি হয়

ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।

ভাল থাকবেন সুস্থ থাকবেন

আল্লাহ হাফেজ।

The post তরুণরা কেনো মোবাইল ফোন সাইলেন্ট রাখে!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ExDzWBH
via IFTTT

Comments