15 থেকে 20 হাজার টাকার মধ্যে উল্লেখযোগ্য দিক সহ সেরা কিছু ফোন পর্ব 1 :: xiaomi redmi 10 (Helio G88+full HD plus display+90 GHz refresh rate)
হাইলাইটস
Xiaomi Redmi 10 2022 এ থাকছে 6.5 ইঞ্চি ফুল HD+ LCD স্ক্রিন। এটির সামনের দিকে একটি সেন্টার পাঞ্চ-হোল ডিজাইন করা হয়েছে। ডিসপ্লেটি 3rd প্রজন্মের গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, আল্ট্রাওয়াইড, ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ কোয়াড 50+8+2+2 এমপি ক্যামেরা অফার করছে । সামনের ক্যামেরাটি 8 এমপির খুব সুন্দর ছবি তুলতে পারবেন। Xiaomi Redmi 10 2022 এ 18W দ্রুত চার্জিং সহ 5000 mAh বিগ ব্যাটারি থাকছে । এতে 4 এবং 6 GB RAM, 2.0 GHz অক্টা-কোর CPU ব্যবহার করা হয়েছে এবং আরও থাকছে MediaTek Helio G88 (12nm) চিপসেট । ফোনটি 64 বা 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ । এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
চার্জিং পোর্ট হিসেবে থাকছে ইউএসবি টাইপ-সি আরো পাবেন ডুয়াল সিম, ফেস আনলক, ইনফ্রারেড ইত্যাদি সুবিধাগুলো।
একনজরে ফোনটির ভালো কিছু দিক
ফোনটির অসাধারণ লুক আপনার মন জয় করে নিবে
Full HD+ 90Hz refresh rate ডিসপ্লে পেয়ে যাবেন
ক্যামেরার কোয়ালিটি খুব ই সুন্দর
5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন 18W Fast Charging সুবিধা তো থাকছেই, অনায়াসে সারাদিন গেমিং করা যাবে
চিপসেট হিসেবে থাকছে Helio G88 chipset প্রসেসরটি সাথে অনেকেই পরিচিত এটি একটি গেমিং প্রসেসর
অ্যান্ড্রয়েড 11 এর সাথে পাবেন সুন্দর একটি এক্সপেরিয়েন্স
ফোনটির কমতি দিকগুলো
ফোনটিতে বাজেট হিসেবে সবকিছু ঠিকঠাক রয়েছে তবে একটি বিষয় আমার মন খারাপ করে দিয়েছে সেটি হল এর বডিটা প্লাস্টিক এর । তাছাড়া সবকিছু মোটামুটি ঠিকঠাক রয়েছে ।
Xiaomi Redmi 10 2022 Full Specifications
Colors
Carbon Gray, Sea Blue
Connectivity
2G, 3G, 4G
SIM Hybrid Dual Nano
Body
Style Punch-hole
Material Gorilla Glass 3 front, plastic body
Display
Size 6.5 inches
Resolution Full HD+ 1080 x 2400 pixels (405 ppi)
Technology LCD Touchscreen
Back Camera
Resolution Quad 50+8+2+2 Megapixel
Features PDAF, f/1.8, LED flash, HDR, ultrawide, macro, depth & more
Front Camera
Resolution 8 Megapixel
Features F/2.0 aperture, 1/4.0”, 1.12µm, HDR & more
BatteryType and Capacity
Type and Capacity Lithium-polymer 5000 mAh (non-removable)
Fast Charging 18W Fast Charging
Reverse Charging 9W Reverse Charging
Performance
Operating System Android 11 (MIUI 12.5)
Chipset MediaTek Helio G88 (12nm)
Ram & Processor
RAM 4 / 6 GB
Processor Octa core, up to 2.0 GHz
Storage
ROM 64 / 128 GB (eMMC 5.1)
Security
Fingerprint Side-mounted
Face Unlock
Other Features
Notification Light
Sensors Fingerprint, Accelerometer , Proximity, E-Compass
ব্যক্তিগত মতামত:
সর্বপ্রথম বলবো মোবাইলটির ক্যামেরার কথা, এর ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই সুন্দর,5 হাজার এমএএইচ ব্যাটারি ব্যাকআপ থাকছে যা দিয়ে অনায়াসে সারাদিন গেমিং করতে পারবেন । এতে 6gb রেম রয়েছে সাথে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও g88 এই চিপসেট টির সাথে অনেকেই পরিচিত কেননা এটি হচ্ছে একটি গেমিং চিপসেট, বিগত বছরের মোস্ট পপুলার একটি চিপসেট । আশা করি এইদাম হিসেবে
Official ✭ ৳14,999 4/64 GB
৳16,999 6/128 GB ফোনটির থেকে খুব ভালো এক্সপেরিয়েন্স পাবেন
এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ
The post 15 থেকে 20 হাজার টাকার মধ্যে উল্লেখযোগ্য দিক সহ সেরা কিছু ফোন পর্ব 1 :: xiaomi redmi 10 (Helio G88+full HD plus display+90 GHz refresh rate) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ZafAR2b
via IFTTT
Comments
Post a Comment