Termux কে কি লক করা যায় চলুন একটু দেখে আশা যাক।

  1. আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux কে সিকিউরিটি করে রাখবেন। মানে আমি বলতে চাচ্ছি আমরা সবাই তো ফোনে লক করে রাখি যাতে আমার ডাটা ওর তথ্য কেউ না দেখে।কেমন হয় যদি সেই লক termux এ দেওয়া যায়। আজ আমি সেটাই দেখাবো যে termux কে কিভাবে লক করা যায় ।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো

pkg update & pkg upgrade

এখন আমরা python প্যাকটি ডাউনলোড করবো।

pkg install python -y

এখন আমরা github থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/Ublimjo/Termux-login.git

আমরা টুলসটি ডাউনলোড করে ls দিয়ে ইন্টার করবো ।

 

Ls দেওয়ার পর আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো তার জন্য আমরা

cd Termux-login ইন্টার করবো।

টুলসটির ভিতরে প্রবেশের পর আবার ও ls দিয়ে ইন্টার করবো।

এখন আমাদের setup.sh পারমিশন দিতে হবে তাই আমরা কমান্ডার করবো।

chmod +x setup.sh

পারমিশন ঠিক মতো হলে গ্রীন কালার হয়ে যাবে।  এখন আমরা মেইন টুলসটি রান  করবো।

bash setup.sh

এখন আমরা পাসওয়ার্ড দেওয়ার অপশনটি পেয়ে যাবো। এখানে pattern ছাড়া বাকি লক গুলো করা যায়।  দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিবেন।

দেখতেই পাচ্ছেন আমার পাসওয়ার্ড চাচ্ছে। আর হ্যাঁ সঠিক পাসওয়ার্ড না দেওয়ার আগ পযন্ত কোন কাজ করতে পারবেন টা।  ।

যারা লকটি কাটতে বা ডিলিট করতে চান তারা

প্রথমে,  cd $HOME এ চলে যাবো ।

এখন আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো।

cd Termux-login

টুলসটির ভিতরে প্রবেশের পর ls দিবো।

এখন আমরা টুলসটি আনইন্সটল করবো।

chmod +x uninstall.sh

এখন bash uninstall.sh দিয়ে ইন্টার করবো ।

 

এখন আমরা টুলসটি আনইন্সটল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।

তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।

Facebook

The post Termux কে কি লক করা যায় চলুন একটু দেখে আশা যাক। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/PuGIclH
via IFTTT

Comments