বছরের শুরুর দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকির অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে।
তখনই দর্শক মহলে আলোচনা হয় নতুন কি আনছে চরকি? এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমা। এর মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন।
এ নিয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেব্যু ফিল্ম হতে পারে। তারপর তো একের পর এক সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের পুরো টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরো টিম বেশ পড়াশোনাও করেছে। চরকিতে আর কিছুদিন পরেই আসছে রেডরাম। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো।’
REDRUM Bangla Web Series এ অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো,মনোজ ,সালহা নাদিয়া ,নাছির উদ্দিন, আজিজুল হাকিম,সহ আরো অনেকে।
আপনারা Chroki তে ৪০% ছাড়ে আজ থেকে ৭ দিন টিকেট কাটতে পারবেন। কী ভাবে কাটবেন সেটা নিয়ে নিচে আলোচনা করা হবে। কীভাবে ব্যবহার করবেন ডিসকাউন্ট প্রোমো কোড: চরকির যেকোনো প্যাকেজ সাবস্ক্রিপশন করার সময় পেমেন্ট করার আগে প্রোমো কোডটি এপ্লাই করলে পাওয়া যাবে ৪০% ডিস্কাউন্ট। অফারটি লুফে নিতে হলে ওয়েব ব্রাউজার বা এন্ড্রয়েড অ্যাপ দিয়ে লগইন করতে হবে আগামী ৭ দিনের মধ্যে। Prmocode : MANOJ40
আর ফ্রিতে ডাউনলোড করে দেখতে পারেন
আর বিভিন্ন ধরনের মুভি ওয়েব সিরিজ পেতে ভিজিট করুন SkyMoviesHd.Click , MlsBD.Buzz এবং SouthFreak.Buzz এ আর আপনার পছন্দের মুভি এর জন্য Telegram এ Join হন
The post Download Redrum (2022) Bangla Movie appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/rJwXxeh
via IFTTT
Comments
Post a Comment