আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
আজ আমরা দেখব কিছু বাংলা ব্যাকরণ এর কয়েকটি মারাত্মক ভুল বা অশুদ্ধতা। আমি এগুলো বিভিন্ন বই,খবরএর কাগজ থেকে সংগ্রহ করেছি, আপনাদের জানানোর জন্য।এটি একটি শিক্ষণীয় পোস্ট ।যারা এখন শিক্ষার্থী বা পরিক্ষার্থী তাদের জন্য পোস্টটি তাই মনযোগ সহকারে দেখুন…
শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ:গাছে কাঁঠাল মাথায় তেল।
শুদ্ধ:গাছে কাঁঠাল গোঁফে তেল।
অশুদ্ধ:আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন।
শুদ্ধ:আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন।
অশুদ্ধ:সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ:সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
অশুদ্ধ:আমি অপমান হয়েছি।
শুদ্ধ:আমি অপমানিত হয়েছি।
অশুদ্ধ:বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধ:বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
অশুদ্ধ:শুধু মাত্র এই কটা টাকা দিলে?
শুদ্ধ:শুধু এই কটা টাকা দিলে?
অশুদ্ধ:রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ংকর কবি ছিলেন।
শুদ্ধ:রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ কবি ছিলেন।
(তবে তার শিরক যুক্ত কবিতা বাদে)
অশুদ্ধ:অপমান হবার ভয় নেই।
শুদ্ধ:অপমানিত হবার ভয় নেই।
অশুদ্ধ:তারা একত্রে গমন করল।
শুদ্ধ:তারা একত্র গমন করল।
অশুদ্ধ:পরবর্তিতে আপনি এলে ভালো হবে।
শুদ্ধ:পরবর্তীকালে আপনি এলে ভালো হবে।
অশুদ্ধ:আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ:আপনি সপরিবারে আমন্ত্রিত।
অশুদ্ধ:গিতাঞ্জালী পড়েছ কি?
শুদ্ধ:’গিতাঞ্জালি’ পড়েছ কি?
অশুদ্ধ:নদীর জল হ্রাস হয়েছে।
শুদ্ধ:নদীর জল হ্রাস পেয়েছে।
অশুদ্ধ:বাড়ির মালিক যে চিঠি প্রদর্শন করেছিল,তা নয়।
শুদ্ধ:বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়।
আজ এখানেই শেষ। দেখা হবে অন্য কোন দিন।
ধন্যবাদ
The post [বাংলা ব্যকারণ]জেনে নিন কিছু ভুল বা অশুদ্ধ বাংলা বাক্য।যা সকল শিক্ষার্থীর জন্য জানা জরুরি! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/SDZpyr5
via IFTTT
Comments
Post a Comment