বিকাশ ফ্রাইডে অফারে ৩০০ টাকা পর্যন্ত বোনাস নেয়ার সুযোগ কেউ মিস করবেন না।

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে বিকাশের দারুন ফ্রাইডে অফার এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

চমকপ্রদ সব ফিচার ও অফার নিয়ে বিকাশ সব সময়ই দেশের মোবাইল ব্যাংকিং গ্রাহকদের আলোচনায় থাকে। বিকাশ একাউন্ট এ অ্যাড মানি করলে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণে ক্যাশ বোনাস দিয়ে এসেছে কোম্পানিটি। কিছুদিন আগেও কয়েক দফা ক্রেডিট/ ডেবিট কার্ড থেকে বিকাশ অ্যাড মানিতে বোনাস দেওয়ার কথা জানিয়েছে তারা।

কিন্তু এখন যে অফারটির কথা জানাবো সেটি বেশ বড়। বিকাশ অ্যাড মানি সার্ভিসে আপনি একাধিক সোর্স থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা নিতে পারবেন। এদের মধ্যে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ব্যাংক একাউন্ট প্রভৃতি।

এতদিন বিভিন্ন কার্ড থেকে অ্যাড মানি অফার দিলেও সম্প্রতি বিকাশ ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য একটি বোনাস অফার ঘোষণা করেছে।

আরো পড়ুনঃ Driver (ড্রাইভার) 2022 Bangla Bioscope Web Series and Review

বিকাশ ফ্রাইডে অফার

আপনি যদি আপনার ব্যাংক একাউন্ট থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা পাঠান তাহলে ৩০০ টাকা পর্যন্ত বিকাশ বোনাস পেতে পারেন। তবে আগেই জানিয়ে রাখছি, এই অফারের বেশ কিছু শর্ত আছে যা না মানলে বোনাস পাবেন না। চলুন জেনে নিই সেই শর্তগুলো।

এই অফারটি যদিও শুরু হয়েছিলো ৪ ফেব্রুয়ারি থেকে তবে এখন ১৭ ই ফ্রেব্রুয়ারী। তো এখন থেকে আপনি ৪ মার্চ ২০২২ এর মধ্য আরো ৩ বার এই অফার টি উপভোগ করতে পারবেন। শুধুমাত্র শুক্রবারে লেনদেনের ক্ষেত্রে বোনাস পাবেন।

বিকাশ ফ্রাইডে অফারে ৩০০ টাকা পর্যন্ত বোনাস নেয়ার সুযোগ কেউ মিস করবেন না।

প্রতি শুক্রবার ব্যাংক থেকে ১৫০০ টাকা অ্যাড মানি করে ১০০ টাকা বোনাস পাবেন। ২ কার্য দিবসের মধ্যে বোনাস আপনার বিকাশ একাউন্টে আসবে। মনে রাখবেন, ঠিক ১৫০০ টাকা অ্যাড মানি করতে হবে।

একজন বিকাশ গ্রাহক কতবার ফ্রাইডে অফার টি পাবে

এই মুহূর্তে দাঁড়িয়ে একজন বিকাশ গ্রাহক এই অফার টি ফ্রেব্রুয়ারীর ২ টি শুক্রবার ও মার্চ এর প্রথন শুক্রবার এ মোট তিন বার এই অফার নিতে পারবে। প্রতি অফারে বোনাস থাকবে ১০০ টাকা যা একসাথে মোট হবে ৩০০ টাকা। নিচে কোন কোন তারিখ এই অফার নিতে হবে তা বলা হলোঃ

১. ১৮ ফেব্রুয়ারি, ২০২২
২. ২৫ ফেব্রুয়ারি, ২০২২ এবং
৩. ৪ মার্চ, ২০২২ তারিখ

প্রতি নির্দিষ্ট শুক্রবারে শুধুমাত্র ১টি লেনদেনে বোনাস অফারটি উপভোগ করা যাবে। এখন থেকে ক্যাম্পেইন চলাকালীন একজন বিকাশ গ্রাহক মোট ৩ বার এই বোনাস অফারটি উপভোগ করতে পারবেন। শুধুমাত্র অনলাইন ব্যাংকিং বা iBanking এর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।

বিকাশ জানিয়েছে, “শুধুমাত্র iBanking-এর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।” এবং “বিকাশ অ্যাপ ও API-এর মাধ্যমে অ্যাড মানি’র ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।”

অর্থাৎ আপনি অফারটি উপভোগ করতে চাইলে আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সাইট অথবা ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে আপনার বিকাশ নম্বরে টাকা অ্যাড মানি করতে পারেন।

এই বিষয়ে আরও তথ্য জানতে বিকাশ হেল্পলাইন এ যোগাযোগ করতে পারেন অথবা বিকাশের অফিসিয়াল ওয়েব পেজ ভিজিট করতে পারেন।

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের  ShopTips24.CoM সাইটিটি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

The post বিকাশ ফ্রাইডে অফারে ৩০০ টাকা পর্যন্ত বোনাস নেয়ার সুযোগ কেউ মিস করবেন না। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/yWPi6VT
via IFTTT

Comments